ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্ণ হলো আজ। এই উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ বৃহস্পতিবার ‘শহীদি মার্চ’ কর্মসূচির আয়োজন করেছে।
গতকাল, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, শহীদি মার্চের উদ্দেশ্য হলো, দেশের বিভিন্ন অঞ্চলে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আহত ও ক্ষতিগ্রস্ত আন্দোলনকারীদের প্রতি সমবেদনা প্রকাশ করা।
আজ বিকেল তিনটায় ঢাকার রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদি মার্চ শুরু হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, নিউমার্কেট, মিরপুর রোডসহ বিভিন্ন স্থান ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হবে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অধীনে শিক্ষার্থীরা প্রথমে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে। তবে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়নের ফলে আন্দোলনটি দ্রুত সরকারের পতনের দাবিতে পরিণত হয়।
অবশেষে, ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং দেশ ছাড়েন। তার পদত্যাগের পর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ দায়িত্ব গ্রহণ করে।
বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪
ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্ণ হলো আজ। এই উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ বৃহস্পতিবার ‘শহীদি মার্চ’ কর্মসূচির আয়োজন করেছে।
গতকাল, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, শহীদি মার্চের উদ্দেশ্য হলো, দেশের বিভিন্ন অঞ্চলে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আহত ও ক্ষতিগ্রস্ত আন্দোলনকারীদের প্রতি সমবেদনা প্রকাশ করা।
আজ বিকেল তিনটায় ঢাকার রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদি মার্চ শুরু হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, নিউমার্কেট, মিরপুর রোডসহ বিভিন্ন স্থান ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হবে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অধীনে শিক্ষার্থীরা প্রথমে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে। তবে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়নের ফলে আন্দোলনটি দ্রুত সরকারের পতনের দাবিতে পরিণত হয়।
অবশেষে, ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং দেশ ছাড়েন। তার পদত্যাগের পর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ দায়িত্ব গ্রহণ করে।