সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও এক মাস সময় পেয়েছে তদন্তকারী সংস্থা র্যাব। আজ ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুল হক আগামী ১৫ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেছেন।
আজকের দিনে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও র্যাব তা দাখিল করতে না পারায় বিচারক সময় পিছিয়ে দেন। উল্লেখ্য, মামলাটিতে এ নিয়ে ১১১ বার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হলো।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
হত্যাকাণ্ডের পর বিভিন্ন সময় আটজনকে গ্রেপ্তার করা হলেও এখনও পর্যন্ত মামলার তদন্তে কোনো অগ্রগতি হয়নি। আদালত ও তদন্ত প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিহত সাংবাদিকদের পরিবার এবং পেশাজীবীদের মাঝে হতাশা সৃষ্টি করেছে। দ্রুত বিচার এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি বারবার উঠে আসছে বিভিন্ন মহল থেকে।
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও এক মাস সময় পেয়েছে তদন্তকারী সংস্থা র্যাব। আজ ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুল হক আগামী ১৫ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেছেন।
আজকের দিনে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও র্যাব তা দাখিল করতে না পারায় বিচারক সময় পিছিয়ে দেন। উল্লেখ্য, মামলাটিতে এ নিয়ে ১১১ বার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হলো।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
হত্যাকাণ্ডের পর বিভিন্ন সময় আটজনকে গ্রেপ্তার করা হলেও এখনও পর্যন্ত মামলার তদন্তে কোনো অগ্রগতি হয়নি। আদালত ও তদন্ত প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিহত সাংবাদিকদের পরিবার এবং পেশাজীবীদের মাঝে হতাশা সৃষ্টি করেছে। দ্রুত বিচার এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি বারবার উঠে আসছে বিভিন্ন মহল থেকে।