অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ১১তম গ্রেডের প্রায় ৭ হাজার কর্মকর্তা বেতন গ্রেড উন্নয়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। অর্থসচিবের পদত্যাগ দাবি করে তারা অভিযোগ তুলেছেন যে, সচিব বেতন উন্নয়নের প্রক্রিয়ায় গড়িমসি করছেন।
রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অডিটরদের মুখপাত্র আহমেদুর রহমান ডালিম বলেন, ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে বেতন উন্নীত করার দাবি পূরণে মঙ্গলবার থেকে অফিস চলাকালে অনশন পালন করবেন তারা। এছাড়া, কর্মবিরতি অব্যাহত থাকবে এবং কোনো দাপ্তরিক কাজ হবে না।
ডালিম আরও অভিযোগ করেন, অর্থ বিভাগের একটি ‘দুষ্টু চক্র’ এই উন্নয়ন প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। এর ফলে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিল পাসসহ বিভিন্ন কাজ স্থবির হয়ে পড়েছে।
রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ১১তম গ্রেডের প্রায় ৭ হাজার কর্মকর্তা বেতন গ্রেড উন্নয়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। অর্থসচিবের পদত্যাগ দাবি করে তারা অভিযোগ তুলেছেন যে, সচিব বেতন উন্নয়নের প্রক্রিয়ায় গড়িমসি করছেন।
রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অডিটরদের মুখপাত্র আহমেদুর রহমান ডালিম বলেন, ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে বেতন উন্নীত করার দাবি পূরণে মঙ্গলবার থেকে অফিস চলাকালে অনশন পালন করবেন তারা। এছাড়া, কর্মবিরতি অব্যাহত থাকবে এবং কোনো দাপ্তরিক কাজ হবে না।
ডালিম আরও অভিযোগ করেন, অর্থ বিভাগের একটি ‘দুষ্টু চক্র’ এই উন্নয়ন প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। এর ফলে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিল পাসসহ বিভিন্ন কাজ স্থবির হয়ে পড়েছে।