সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার রাতে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ওবায়দুর রহমান জানান, যাত্রাবাড়ী থানায় করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মাহবুব আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে দেশে-বিদেশে বিপুল সম্পদ অর্জনের তথ্য পেয়েছে। দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধান শুরু করা হয়।
মাহবুব আলী ২০১৪ সালে হবিগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৮ সালে আবারও নির্বাচিত হলে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে প্রায় এক লাখ ভোটে পরাজিত হন।
গত ৫ অগাস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর একে একে আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতারা গ্রেপ্তার হতে শুরু করেন। এখন পর্যন্ত অন্তত ২৬ জন সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা ও নেতা কারাগারে রয়েছেন, যার মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও রয়েছেন।
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার রাতে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ওবায়দুর রহমান জানান, যাত্রাবাড়ী থানায় করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মাহবুব আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে দেশে-বিদেশে বিপুল সম্পদ অর্জনের তথ্য পেয়েছে। দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধান শুরু করা হয়।
মাহবুব আলী ২০১৪ সালে হবিগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৮ সালে আবারও নির্বাচিত হলে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে প্রায় এক লাখ ভোটে পরাজিত হন।
গত ৫ অগাস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর একে একে আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতারা গ্রেপ্তার হতে শুরু করেন। এখন পর্যন্ত অন্তত ২৬ জন সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা ও নেতা কারাগারে রয়েছেন, যার মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও রয়েছেন।