দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপির মহাসমাবেশের দিন যুবদল নেতা শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক আবুলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
শুক্রবার ঢাকার মহানগর হাকিম মো. সাইফুদ্দীন হোসাইন এ রিমান্ডের আদেশ দেন। তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস এনামুলের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলায় এর আগে সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুরকেও গ্রেপ্তার করা হয়েছে।
২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন এলাকায় বিএনপির মহাসমাবেশ চলাকালীন সংঘর্ষে যুবদল নেতা শামীম নিহত হন। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা পূর্বপরিকল্পিতভাবে বিএনপির সমাবেশে আক্রমণ করে, যা শামীমের প্রাণহানির কারণ হয়।
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপির মহাসমাবেশের দিন যুবদল নেতা শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক আবুলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
শুক্রবার ঢাকার মহানগর হাকিম মো. সাইফুদ্দীন হোসাইন এ রিমান্ডের আদেশ দেন। তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস এনামুলের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলায় এর আগে সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুরকেও গ্রেপ্তার করা হয়েছে।
২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন এলাকায় বিএনপির মহাসমাবেশ চলাকালীন সংঘর্ষে যুবদল নেতা শামীম নিহত হন। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা পূর্বপরিকল্পিতভাবে বিএনপির সমাবেশে আক্রমণ করে, যা শামীমের প্রাণহানির কারণ হয়।