রাজধানীর বাড্ডায় একটি আসবাবপত্রের দোকান থেকে ৩২ বছর বয়সী আমেনা আক্তার নামের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে পূর্বাঞ্চল ২৬ নম্বর লেনের ওই দোকান থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ওই দোকানে রাতে একজন কর্মচারী থাকতেন। সিসি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, রোববার রাতে দোকান বন্ধ করে অন্যরা চলে যান। পরে দেখা যায়, রাত ৮ টা ১৩ মিনিটের দিকে একজন ওই নারীকে নিয়ে দোকানের এক কর্মচারী ভেতরে প্রবেশ করছেন। পরে সেখানে নারীর মরদেহ মিললেও ওই কর্মচারীকে পাওয়া যায়নি।
ওসি বলেন, আমরা নিহতের নাম-পরিচয় পেয়েছি। তার স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। সন্দেহভাজন ওই দোকান কর্মচারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
রাজধানীর বাড্ডায় একটি আসবাবপত্রের দোকান থেকে ৩২ বছর বয়সী আমেনা আক্তার নামের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে পূর্বাঞ্চল ২৬ নম্বর লেনের ওই দোকান থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ওই দোকানে রাতে একজন কর্মচারী থাকতেন। সিসি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, রোববার রাতে দোকান বন্ধ করে অন্যরা চলে যান। পরে দেখা যায়, রাত ৮ টা ১৩ মিনিটের দিকে একজন ওই নারীকে নিয়ে দোকানের এক কর্মচারী ভেতরে প্রবেশ করছেন। পরে সেখানে নারীর মরদেহ মিললেও ওই কর্মচারীকে পাওয়া যায়নি।
ওসি বলেন, আমরা নিহতের নাম-পরিচয় পেয়েছি। তার স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। সন্দেহভাজন ওই দোকান কর্মচারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।