ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্ল্যাকার্ডসহ অন্তত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান শনিবার মধ্যরাতে এক বার্তায় এই তথ্য জানান।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নূর হোসেন এবং ট্রাম্পের ছবি সম্বলিত বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড ছাড়াও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী এসময় বিপুল পরিমাণ উস্কানিমূলক পোস্টার ও ছবি বাজেয়াপ্ত করে।
রোববার আওয়ামী লীগ শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করেছে, যা কেন্দ্র করে পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এটি সরকার পতনের পর নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের প্রথম কর্মসূচি।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ মিছিল ও সমাবেশের নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পতাকা ও নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ব্যবহার করে সমাবেশের পরিকল্পনা করা হচ্ছে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে বলে পুলিশের দাবি।
রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত বলে জানানো হয়।
রোববার, ১০ নভেম্বর ২০২৪
ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্ল্যাকার্ডসহ অন্তত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান শনিবার মধ্যরাতে এক বার্তায় এই তথ্য জানান।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নূর হোসেন এবং ট্রাম্পের ছবি সম্বলিত বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড ছাড়াও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী এসময় বিপুল পরিমাণ উস্কানিমূলক পোস্টার ও ছবি বাজেয়াপ্ত করে।
রোববার আওয়ামী লীগ শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করেছে, যা কেন্দ্র করে পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এটি সরকার পতনের পর নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের প্রথম কর্মসূচি।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ মিছিল ও সমাবেশের নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পতাকা ও নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ব্যবহার করে সমাবেশের পরিকল্পনা করা হচ্ছে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে বলে পুলিশের দাবি।
রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত বলে জানানো হয়।