alt

নগর-মহানগর

রাজধানীতে দিনভর অবরোধ, ট্রেন চলাচল বিঘ্ন

সংবাদ অনলাইন রিপোর্ট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বৃহস্পতিবার ব্যাটারিচালিত রিকশা চালকদের ডাকা অবরোধে রাজধানী ঢাকা ছিল অচল। গন্তব্যে যাওয়ার বাহন না পেয়ে এভাবেই রাস্তায় বসে যান এক বৃদ্ধ দম্পত্তি-সংবাদ

রাজধানীর সড়ক-রেললাইন আটকে বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যাটারিচালিতরিকশা চালকদের পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়া ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুরের পর অবশেষে সড়ক ছেড়েছেন বিক্ষোভকারীরা। মহাখালী এলাকার পরিস্থিতি ‘স্বাভাবিক হয়েছে’ জানিয়ে, বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেছেন, বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার পর এই এলাকার যান চলাচল শুরু হয়েছে। আরও এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে কমলাপুরের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাখালী রেইলগেট এলাকায় বিপুল পরিমাণ সেনা ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

ঢাকা মহানগরে ব্যাটারিচালিতরিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে সকাল ৯টার পর থেকে মহাখালী রেইলগেট এলাকায় জমায়েত হতে থাকেন ব্যাটারিচালিতরিকশাচালকরা। ১০টার দিকে চালকরা সড়কে নামলে এই এলাকায় রেলক্রসিংয়ের দুই দিকে যান চলাচলও বন্ধ হয়ে যায়। এছাড়া মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেয়ায় কমলাপুরের সঙ্গে সারাদেশের ‘ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন জানিয়েছিলেন। বিকেল ৪টায় পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এখন ট্রেন চলাচলের জন্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালী এলাকায় দুপুর ১টার দিকে অটোরিকশা চালকদের সরিয়ে দিতে চাইলে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীরা অবিরাম ঢিল ছোড়া শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তখন ‘পিছু হটে যান’। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও আশপাশের কয়েকটি ভবনেও ঢিল ছুড়ে ভাঙচুর করতে দেখা যায়।

দুপুর ২টার পর থেকে আন্দোলনকারীদের সংখ্যা কমতে থাকে। একপর্যায়ে পৌনে ৩টার দিকে মহাখালী এলাকায় শতাধিক র‌্যাটারিরিকশা চালক ছিলেন। পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা বিক্ষোভকারী চালকদের রাস্তা থেকে ‘সরিয়ে দিলে’ ৩টার পর মহাখালী রাস্তায় যান চলাচল শুরু হয়।

সকাল থেকেই মোহাম্মদপুর, রামপুরা, আগারগাঁও, মিরপুর, গাবতলী মাজার রোড, মালীবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক ‘আটকে’ বিক্ষোভ করেন রিকশাচালকরা। অনেক জায়গাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সপ্তাহের শেষ কর্মদিবসে সড়কে ব্যাটারিরিকশা চলকদের দীর্ঘসময় অবস্থানের কারণে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দিনভর গন্তব্যে যেতে-আসতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় রাজধানীর মানুষকে।

দারুস সালাম থানার ওসি রকিব-উল-হোসেন বলেন, ‘সকাল ১০টার পর মাজাররোড এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ব্যাটারিচালিতরিকশাচালকরা। আধাঘণ্টার মধ্যেই আমরা তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে পেরেছি। বর্তমানে আমার থানা এলাকার সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান জানিয়েছিলেন, মোহাম্মদপুর তিনরাস্তার মোড়, শেরেবাংলা নগরের আগারগাঁও এবং নাখালপাড়া এলাকায় সড়ক বন্ধ করে রিকশাচালকরা। দিনভর মিরপুর এলাকায় সড়ক অবরোধের চেষ্টা ও দফায় দফায় মিছিলের পর বিকেলে ‘পরিস্থিতি স্বাভাবিক রয়েছে’ বলে জানিয়েছেন মিরপুর বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ মাকছেদুর রহমান।

এর আগে বেলা সাড়ে ১১টা নাগাদ মিরপুর ১৩ নম্বর থেকে মিছিল বের করে ১০ নম্বর গোলচত্বরে গিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে ব্যাটারিরিকশা চালকরা। তবে তাদের সেখানে বসতে দেয়নি সেনাবাহিনীর সদস্যরা। একপর্যায়ে তারা সড়কের পাশের ফুটপাতে দাঁড়িয়ে নানা স্লোগান দিতে দেখা যায়।

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু

ব্যাটারচালিত রিকশা, ইজিবাইক বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রেলপথ অবরোধের অন্তত ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দিনভর অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেল ৪টা ৫ মিনিটে কমলাপুর থেকে প্রথম জামালপুর এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে বলে কমলাপুর স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানিয়েছেন।

তিনি বলেন, ‘ওই ট্রেনটি সকালে ছেড়ে যাওয়ার কথা ছিল। এরপর সিডিউলে থাকা অন্য ট্রেনগুলোও ছেড়ে যাচ্ছে।’ ব্যাটারচালিত রিকশা, ইজিবাইক চালকরা বৃহস্পতিবার ঢাকার মহাখালীতে রেলপথ অবরোধ করলে সকাল ১০টার পর কমলাপুর থেকে কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি। ফলে জামালপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, রাজশাহী কমিউটার, বনলতা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস এবং জামালপুর কমিউটার ট্রেন কমলাপুরে আটকে যায়। অপরদিকে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকার দিকে আসা ট্রেনগুলোও মাঝপথে দাঁড়িয়ে যায়। ফলে দিনভর ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্টেশন মাস্টার মাহমুদুল বলেন, ‘দীর্ঘ সময় রেললাইন বন্ধ থাকায় ট্রেনের সিডিউলে এর প্রভাব পড়বে। সকাল থেকেই যেহেতু শুরু হয়েছে, সে কারণে ট্রেনগুলো ছাড়তে অনেক দেরি হবে। যেসব ট্রেন স্টেশনে ছিল, সেগুলো পর্যায়ক্রমে ছেড়ে যাচ্ছে। ‘আবার ঢাকামুখী ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকে ছিল। সেগুলো ঢাকায় এসে আবার ফেরত যাবে। এ কারণে সিডিউলে বড় প্রভাব পড়বে।’

উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিতরিকশা বন্ধের নির্দেশ আসে মঙ্গলবার। প্যাডেল চালিত রিকশা সমিতি করা একটি রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। ব্যাটারিচালিতরিকশা বন্ধে বিবাদীদের নিক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে হাইকোর্ট।

আদালত বলে, ‘ব্যাটারিচালিতরিকশার লাইসেন্স নেয়ার কোনো সুযোগ নেই। তাই এটা পুরোপুরি অবৈধ।’ এর পরদিনই ঢাকার সড়কে ব্যাটারিচালিতরিকশা চলাচল অব্যাহত রাখার দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেন রিকশাচালকরা। রিকশা, ব্যাটারিরিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বুধবার এক বিবৃতিতে হাইকোর্টের দেয়া আদেশ প্রত্যাহারের আহ্বান জানান।

এর আগে গত মে মাসে ঢাকার সড়কে ব্যাটারিচালিত কোনো রিকশা চলাচল করতে পারবে না বলে ঘোষণা দিয়েছিলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিদ্যুৎচালিত তিন চাকার যানগুলো অটো, ইজিবাইকসহ নানা নামে পরিচিত। দুর্ঘটনার জন্য সড়কে মোটরবাইক এবং ইজিবাইকের চলাচলকে দায়ী করেন তিনি। সে সময় ঢাকার সাবেক দুই মেয়র শেখ ফজলে নূর তাপস এবং আতিকুল ইসলামও শহরের মধ্যে এসব ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধের বিষয়ে তাদের সম্মতি জানিয়েছিলেন। পরে ওই সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় সড়ক অবরোধ করেন চালকরা ও গ্যারেজ মালিকরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংক্ষুব্ধ চালকদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটে। পরে ‘জীবিকার’ বিষয়টি বিবেচনায় এনে ঢাকার রাস্তায় ব্যাটারিচালিতরিকশা চলাচল করবে পারবে বলে ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর গত আগস্টে ঢাকার সড়কে ব্যাটারিচালিতরিকশা চলাচল বন্ধসহ কয়েকটি দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করেন পায়ে চালিত রিকশার চালকরা। রিকশা চালকদের দাবি, ব্যাটারিচালিতরিকশা চলাচল বন্ধের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মত উত্তরেও রিকশার নতুন লাইসেন্স দিতে হবে, পুরনো লাইসেন্স নবায়ন করতে হবে। তারা বলেছেন, সরকারের রাজস্ব বাড়ানো ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন থেকে চালকদের লাইসেন্স দিতে হবে।

ছবি

তুরাগে দুর্বৃত্তের হামলায় মা-মেয়ে দগ্ধ, স্বর্ণের চেইন ছিনতাই

ছবি

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন গণ–অভ্যুত্থানের নেতারা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা

ছবি

অভ্যুত্থানে আহতদের জন্য চিকিৎসা ও পুনর্বাসনের ঘোষণা: সরকার বহন করবে সব খরচ

ছবি

মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সেনাবাহিনীর ধাওয়া

ছবি

সায়েন্স ল্যাবে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩০

ছবি

বাসে ওঠা নিয়ে বিরোধ, সায়েন্স ল্যাবে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কান্নায় ভেঙে পড়লেন গুলশানের সাবেক ওসি

ছবি

ফিজিওথেরাপিস্টদের আন্দোলনে অবরুদ্ধ স্বাস্থ্য অধিদপ্তর

ছবি

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ছবি

ব্যাটারিচালিত রিকশাচালকদের দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত

ছবি

অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত, জাহাঙ্গীরনগরে ব্লকেড কর্মসূচি

এক দিনে দুই মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী

ছবি

রিমান্ড শুনানির সময় কামরুলকে ‘সালাম’, নাজিরের কার্যালয় ভাংচুর

ছবি

বাঙলা কলেজের শিক্ষার্থী তপু হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

ছবি

আবু সাঈদ হত্যার ঘটনায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর আটক

ছবি

বনানীতে উদ্ধার হলো পুরোনো ৬ হ্যান্ডগ্রেনেড, ৭২৬টি গুলি

ছবি

উত্তরা থেকে গ্রেপ্তার হলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

ছবি

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত: যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

ছবি

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ‘কলেজ শাটডাউন’ কর্মসূচির ঘোষণা

ছবি

মহাখালীতে শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

ছবি

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক-রেলপথ অবরোধ

ছবি

ছাত্রশিবিরের সাত সদস্যের গুম ও নির্যাতনের অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল

ছবি

অলিগার্ক গোষ্ঠী ভাঙতে না পারলে অর্থনৈতিক সংস্কার অসম্ভব: দেবপ্রিয় ভট্টাচার্য

ছবি

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমার শেষ সময় ৩০ নভেম্বর

ছবি

পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত

ছবি

দুই সন্তানকে গলাকেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালালেন বাবা

ছবি

ডাকাতির পর তুলে নেওয়া সেই ৮ মাসের শিশু উদ্ধার

আজিমপুরে ডাকাতির ঘটনায় শিশুকে অপহরণ, টাকা ও স্বর্ণালংকার লুট

ছবি

কিশোর গ্যাংয়ের হামলায় আহত কিশোরের মৃত্যু

ছবি

দেশে বেড়াতে এসে নিজের বাসায় খুন হলেন প্রবাসী

ছবি

রাজধানীতে ১১ হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার

ছবি

রামপুরায় গ্যারেজের ‘দেয়াল ধস’, মায়ের সামনেই প্রাণ গেল শিশুর

ছবি

মোহাম্মদপুর: সাংবাদিককে পিটিয়ে ক্যামেরা-মোবাইল ছিনতাই

ছবি

উপদেষ্টাদের আশ্বাসের পর ভোরে সড়ক ছাড়লেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা

ছবি

আহতদের বিক্ষোভ চলছে, দিচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্লোগান

tab

নগর-মহানগর

রাজধানীতে দিনভর অবরোধ, ট্রেন চলাচল বিঘ্ন

সংবাদ অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার ব্যাটারিচালিত রিকশা চালকদের ডাকা অবরোধে রাজধানী ঢাকা ছিল অচল। গন্তব্যে যাওয়ার বাহন না পেয়ে এভাবেই রাস্তায় বসে যান এক বৃদ্ধ দম্পত্তি-সংবাদ

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

রাজধানীর সড়ক-রেললাইন আটকে বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যাটারিচালিতরিকশা চালকদের পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়া ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুরের পর অবশেষে সড়ক ছেড়েছেন বিক্ষোভকারীরা। মহাখালী এলাকার পরিস্থিতি ‘স্বাভাবিক হয়েছে’ জানিয়ে, বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেছেন, বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার পর এই এলাকার যান চলাচল শুরু হয়েছে। আরও এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে কমলাপুরের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাখালী রেইলগেট এলাকায় বিপুল পরিমাণ সেনা ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

ঢাকা মহানগরে ব্যাটারিচালিতরিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে সকাল ৯টার পর থেকে মহাখালী রেইলগেট এলাকায় জমায়েত হতে থাকেন ব্যাটারিচালিতরিকশাচালকরা। ১০টার দিকে চালকরা সড়কে নামলে এই এলাকায় রেলক্রসিংয়ের দুই দিকে যান চলাচলও বন্ধ হয়ে যায়। এছাড়া মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেয়ায় কমলাপুরের সঙ্গে সারাদেশের ‘ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন জানিয়েছিলেন। বিকেল ৪টায় পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এখন ট্রেন চলাচলের জন্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালী এলাকায় দুপুর ১টার দিকে অটোরিকশা চালকদের সরিয়ে দিতে চাইলে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীরা অবিরাম ঢিল ছোড়া শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তখন ‘পিছু হটে যান’। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও আশপাশের কয়েকটি ভবনেও ঢিল ছুড়ে ভাঙচুর করতে দেখা যায়।

দুপুর ২টার পর থেকে আন্দোলনকারীদের সংখ্যা কমতে থাকে। একপর্যায়ে পৌনে ৩টার দিকে মহাখালী এলাকায় শতাধিক র‌্যাটারিরিকশা চালক ছিলেন। পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা বিক্ষোভকারী চালকদের রাস্তা থেকে ‘সরিয়ে দিলে’ ৩টার পর মহাখালী রাস্তায় যান চলাচল শুরু হয়।

সকাল থেকেই মোহাম্মদপুর, রামপুরা, আগারগাঁও, মিরপুর, গাবতলী মাজার রোড, মালীবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক ‘আটকে’ বিক্ষোভ করেন রিকশাচালকরা। অনেক জায়গাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সপ্তাহের শেষ কর্মদিবসে সড়কে ব্যাটারিরিকশা চলকদের দীর্ঘসময় অবস্থানের কারণে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দিনভর গন্তব্যে যেতে-আসতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় রাজধানীর মানুষকে।

দারুস সালাম থানার ওসি রকিব-উল-হোসেন বলেন, ‘সকাল ১০টার পর মাজাররোড এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ব্যাটারিচালিতরিকশাচালকরা। আধাঘণ্টার মধ্যেই আমরা তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে পেরেছি। বর্তমানে আমার থানা এলাকার সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান জানিয়েছিলেন, মোহাম্মদপুর তিনরাস্তার মোড়, শেরেবাংলা নগরের আগারগাঁও এবং নাখালপাড়া এলাকায় সড়ক বন্ধ করে রিকশাচালকরা। দিনভর মিরপুর এলাকায় সড়ক অবরোধের চেষ্টা ও দফায় দফায় মিছিলের পর বিকেলে ‘পরিস্থিতি স্বাভাবিক রয়েছে’ বলে জানিয়েছেন মিরপুর বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ মাকছেদুর রহমান।

এর আগে বেলা সাড়ে ১১টা নাগাদ মিরপুর ১৩ নম্বর থেকে মিছিল বের করে ১০ নম্বর গোলচত্বরে গিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে ব্যাটারিরিকশা চালকরা। তবে তাদের সেখানে বসতে দেয়নি সেনাবাহিনীর সদস্যরা। একপর্যায়ে তারা সড়কের পাশের ফুটপাতে দাঁড়িয়ে নানা স্লোগান দিতে দেখা যায়।

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু

ব্যাটারচালিত রিকশা, ইজিবাইক বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রেলপথ অবরোধের অন্তত ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দিনভর অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেল ৪টা ৫ মিনিটে কমলাপুর থেকে প্রথম জামালপুর এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে বলে কমলাপুর স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানিয়েছেন।

তিনি বলেন, ‘ওই ট্রেনটি সকালে ছেড়ে যাওয়ার কথা ছিল। এরপর সিডিউলে থাকা অন্য ট্রেনগুলোও ছেড়ে যাচ্ছে।’ ব্যাটারচালিত রিকশা, ইজিবাইক চালকরা বৃহস্পতিবার ঢাকার মহাখালীতে রেলপথ অবরোধ করলে সকাল ১০টার পর কমলাপুর থেকে কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি। ফলে জামালপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, রাজশাহী কমিউটার, বনলতা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস এবং জামালপুর কমিউটার ট্রেন কমলাপুরে আটকে যায়। অপরদিকে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকার দিকে আসা ট্রেনগুলোও মাঝপথে দাঁড়িয়ে যায়। ফলে দিনভর ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্টেশন মাস্টার মাহমুদুল বলেন, ‘দীর্ঘ সময় রেললাইন বন্ধ থাকায় ট্রেনের সিডিউলে এর প্রভাব পড়বে। সকাল থেকেই যেহেতু শুরু হয়েছে, সে কারণে ট্রেনগুলো ছাড়তে অনেক দেরি হবে। যেসব ট্রেন স্টেশনে ছিল, সেগুলো পর্যায়ক্রমে ছেড়ে যাচ্ছে। ‘আবার ঢাকামুখী ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকে ছিল। সেগুলো ঢাকায় এসে আবার ফেরত যাবে। এ কারণে সিডিউলে বড় প্রভাব পড়বে।’

উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিতরিকশা বন্ধের নির্দেশ আসে মঙ্গলবার। প্যাডেল চালিত রিকশা সমিতি করা একটি রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। ব্যাটারিচালিতরিকশা বন্ধে বিবাদীদের নিক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে হাইকোর্ট।

আদালত বলে, ‘ব্যাটারিচালিতরিকশার লাইসেন্স নেয়ার কোনো সুযোগ নেই। তাই এটা পুরোপুরি অবৈধ।’ এর পরদিনই ঢাকার সড়কে ব্যাটারিচালিতরিকশা চলাচল অব্যাহত রাখার দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেন রিকশাচালকরা। রিকশা, ব্যাটারিরিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বুধবার এক বিবৃতিতে হাইকোর্টের দেয়া আদেশ প্রত্যাহারের আহ্বান জানান।

এর আগে গত মে মাসে ঢাকার সড়কে ব্যাটারিচালিত কোনো রিকশা চলাচল করতে পারবে না বলে ঘোষণা দিয়েছিলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিদ্যুৎচালিত তিন চাকার যানগুলো অটো, ইজিবাইকসহ নানা নামে পরিচিত। দুর্ঘটনার জন্য সড়কে মোটরবাইক এবং ইজিবাইকের চলাচলকে দায়ী করেন তিনি। সে সময় ঢাকার সাবেক দুই মেয়র শেখ ফজলে নূর তাপস এবং আতিকুল ইসলামও শহরের মধ্যে এসব ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধের বিষয়ে তাদের সম্মতি জানিয়েছিলেন। পরে ওই সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় সড়ক অবরোধ করেন চালকরা ও গ্যারেজ মালিকরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংক্ষুব্ধ চালকদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটে। পরে ‘জীবিকার’ বিষয়টি বিবেচনায় এনে ঢাকার রাস্তায় ব্যাটারিচালিতরিকশা চলাচল করবে পারবে বলে ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর গত আগস্টে ঢাকার সড়কে ব্যাটারিচালিতরিকশা চলাচল বন্ধসহ কয়েকটি দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করেন পায়ে চালিত রিকশার চালকরা। রিকশা চালকদের দাবি, ব্যাটারিচালিতরিকশা চলাচল বন্ধের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মত উত্তরেও রিকশার নতুন লাইসেন্স দিতে হবে, পুরনো লাইসেন্স নবায়ন করতে হবে। তারা বলেছেন, সরকারের রাজস্ব বাড়ানো ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন থেকে চালকদের লাইসেন্স দিতে হবে।

back to top