ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করে আলোচিত লালমনিরহাটের কলেজ শিক্ষক মুকিব মিয়াকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে শেরেবাংলা নগর থানা এলাকায় এক বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
মুকিব মিয়া লালমনিরহাটের পাটগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এবং বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকার রাস্তায় অন্তর্বর্তী সরকারের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করছিলেন, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়।
আওয়ামী লীগ সম্প্রতি মাঠের রাজনীতিতে ফেরার অংশ হিসেবে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে, যার অংশ হিসেবে ১-৫ ফেব্রুয়ারি লিফলেট বিতরণ করছে দলটি। তবে সরকারের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচিকে আইনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে গ্রেপ্তারের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
সরকারের কঠোর অবস্থানের মধ্যেই মুকিব মিয়াকে আটক করা হলো, তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫
ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করে আলোচিত লালমনিরহাটের কলেজ শিক্ষক মুকিব মিয়াকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে শেরেবাংলা নগর থানা এলাকায় এক বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
মুকিব মিয়া লালমনিরহাটের পাটগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এবং বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকার রাস্তায় অন্তর্বর্তী সরকারের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করছিলেন, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়।
আওয়ামী লীগ সম্প্রতি মাঠের রাজনীতিতে ফেরার অংশ হিসেবে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে, যার অংশ হিসেবে ১-৫ ফেব্রুয়ারি লিফলেট বিতরণ করছে দলটি। তবে সরকারের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচিকে আইনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে গ্রেপ্তারের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
সরকারের কঠোর অবস্থানের মধ্যেই মুকিব মিয়াকে আটক করা হলো, তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।