পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ ও ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাতের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, চৌধুরী নাফিজ সরাফাতসহ কয়েকজনের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ৮৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, নাফিজ সরাফাত ও তার পরিবারের ব্যাংক হিসাবে অসামঞ্জস্যপূর্ণ লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা অর্থপাচারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।
এর আগে, ৭ জানুয়ারি আদালত তার বাড়ি, জমি ও ১৮টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেয়। ২২ জানুয়ারি দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের নির্দেশ আসে। গত বছর ২২ আগস্ট তার বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
নাফিজ সরাফাত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের মালিক এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তিনি হোটেল, বিদ্যুৎ, মোবাইল টাওয়ার ও মিডিয়াসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারিত করেছেন।
২০১৭ সালে অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির কারণে ফারমার্স ব্যাংক সংকটে পড়লে এর মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়। ২০১৮ সালে ব্যাংকের চেয়ারম্যান হন নাফিজ সরাফাত, এরপর ২০১৯ সালের জানুয়ারিতে ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়।
পদ্মা ব্যাংকের সংকট মোকাবিলায় সরকার ৭১৫ কোটি টাকার মূলধন সহায়তা দিলেও খেলাপি ঋণ বেড়ে ২০২৩ সালের শেষে ৩ হাজার ৬৭২ কোটি টাকায় পৌঁছায়, যা মোট ঋণের প্রায় ৬৪ শতাংশ। চলতি বছরের ৩১ জানুয়ারি ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়েন নাফিজ সরাফাত। এরপর গত মার্চে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার চুক্তি করে পদ্মা ব্যাংক।
নাফিজ সরাফাতের বিরুদ্ধে বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। ২০২১ সালে কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোর তার একটি কার্টুনে নাফিজ সরাফাতকে চিত্রায়িত করলে তা আলোড়ন তোলে। একই বছর অনলাইন অ্যাক্টিভিস্ট মুশতাক আহমেদকে গ্রেপ্তার করা হয় এবং কারাগারে তার মৃত্যু হয়।
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ ও ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাতের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, চৌধুরী নাফিজ সরাফাতসহ কয়েকজনের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ৮৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, নাফিজ সরাফাত ও তার পরিবারের ব্যাংক হিসাবে অসামঞ্জস্যপূর্ণ লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা অর্থপাচারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।
এর আগে, ৭ জানুয়ারি আদালত তার বাড়ি, জমি ও ১৮টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেয়। ২২ জানুয়ারি দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের নির্দেশ আসে। গত বছর ২২ আগস্ট তার বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
নাফিজ সরাফাত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের মালিক এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তিনি হোটেল, বিদ্যুৎ, মোবাইল টাওয়ার ও মিডিয়াসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারিত করেছেন।
২০১৭ সালে অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির কারণে ফারমার্স ব্যাংক সংকটে পড়লে এর মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়। ২০১৮ সালে ব্যাংকের চেয়ারম্যান হন নাফিজ সরাফাত, এরপর ২০১৯ সালের জানুয়ারিতে ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়।
পদ্মা ব্যাংকের সংকট মোকাবিলায় সরকার ৭১৫ কোটি টাকার মূলধন সহায়তা দিলেও খেলাপি ঋণ বেড়ে ২০২৩ সালের শেষে ৩ হাজার ৬৭২ কোটি টাকায় পৌঁছায়, যা মোট ঋণের প্রায় ৬৪ শতাংশ। চলতি বছরের ৩১ জানুয়ারি ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়েন নাফিজ সরাফাত। এরপর গত মার্চে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার চুক্তি করে পদ্মা ব্যাংক।
নাফিজ সরাফাতের বিরুদ্ধে বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। ২০২১ সালে কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোর তার একটি কার্টুনে নাফিজ সরাফাতকে চিত্রায়িত করলে তা আলোড়ন তোলে। একই বছর অনলাইন অ্যাক্টিভিস্ট মুশতাক আহমেদকে গ্রেপ্তার করা হয় এবং কারাগারে তার মৃত্যু হয়।