দুর্নীতির অভিযোগে দুদকের আবেদন
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
দুদক জানায়, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগে অনুসন্ধান চলছে। আবেদনে বলা হয়, তিনি ও তার স্ত্রী দেশ ছাড়ার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।
হকি ফেডারেশনের সহ-সভাপতিসহ আরও তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
এদিন দুদকের আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদার, গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী সঞ্জয় হালদার ও তার স্ত্রী অনিকা ঘোষের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেয় একই আদালত।
দুদক জানায়, আব্দুর রশিদ শিকদারের বিরুদ্ধে লুটপাট, জমি দখল ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের অনুসন্ধান চলছে। তিনি দেশ ছাড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, সঞ্জয় হালদার ও অনিকা ঘোষের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে। তারা দেশত্যাগের চেষ্টা করছেন বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়।
দুর্নীতির অভিযোগে দুদকের আবেদন
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
দুদক জানায়, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগে অনুসন্ধান চলছে। আবেদনে বলা হয়, তিনি ও তার স্ত্রী দেশ ছাড়ার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।
হকি ফেডারেশনের সহ-সভাপতিসহ আরও তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
এদিন দুদকের আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদার, গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী সঞ্জয় হালদার ও তার স্ত্রী অনিকা ঘোষের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেয় একই আদালত।
দুদক জানায়, আব্দুর রশিদ শিকদারের বিরুদ্ধে লুটপাট, জমি দখল ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের অনুসন্ধান চলছে। তিনি দেশ ছাড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, সঞ্জয় হালদার ও অনিকা ঘোষের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে। তারা দেশত্যাগের চেষ্টা করছেন বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়।