জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলামসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি আগামী ৯ মার্চ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
বাকি পাঁচ আসামি হলেন—উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন এবং মো. বশির উদ্দিন।
সোমবার দুপুরে আতিকুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, অন্য পাঁচ আসামিকে সকালেই আদালতে নেওয়া হয়।
শুনানিতে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন ও বি এম সুলতান মাহমুদ আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। সুলতান মাহমুদ বলেন, "গণ-অভ্যুত্থানের সময় উত্তরায় ২০০ মানুষকে হত্যা করা হয়েছে। এর দায় আতিকুল ইসলাম এড়াতে পারেন না।"
প্রসিকিউশন থেকে ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৯ মার্চ দিন ধার্য করেন।
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলামসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি আগামী ৯ মার্চ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
বাকি পাঁচ আসামি হলেন—উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন এবং মো. বশির উদ্দিন।
সোমবার দুপুরে আতিকুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, অন্য পাঁচ আসামিকে সকালেই আদালতে নেওয়া হয়।
শুনানিতে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন ও বি এম সুলতান মাহমুদ আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। সুলতান মাহমুদ বলেন, "গণ-অভ্যুত্থানের সময় উত্তরায় ২০০ মানুষকে হত্যা করা হয়েছে। এর দায় আতিকুল ইসলাম এড়াতে পারেন না।"
প্রসিকিউশন থেকে ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৯ মার্চ দিন ধার্য করেন।