অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক মো. শাহ্ আলমের নতুন গ্রন্থ হৃদয়ে জুলাই ’৩৬। বইটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স এবং পাওয়া যাচ্ছে মেলার ২০ নম্বর প্যাভিলিয়নে।
বইটির ফ্ল্যাপে উল্লেখ করা হয়েছে, গত প্রায় ১৬ বছর বাংলাদেশের ইতিহাসে এক স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকার রাজত্ব করেছিল। এ সময় মানুষের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল প্রতিটি ক্ষেত্রে। মতপ্রকাশের স্বাধীনতা এবং লেখনীর শক্তিও হারিয়ে ফেলেছিল দেশের মানুষ।
ফ্ল্যাপে আরও বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ঐতিহাসিক ছাত্র আন্দোলনের তীব্রতা এতটাই প্রবল ছিল যে, শেখ হাসিনার দেশত্যাগের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি এমনকি বায়তুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে যেতে বাধ্য হন। এই আন্দোলনের বিজয়কে ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে অভিহিত করা হয়।
শাহ্ আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষকতা করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে বিএ অনার্স এবং এমএ-তে প্রথম শ্রেণিতে প্রথম স্থান (গোল্ড মেডেল) অর্জন করেন। বিটিভির সাবেক রিপোর্টার ও উপস্থাপক হিসেবেও তার পরিচিতি রয়েছে।
বইটির মোড়ক উন্মোচন আগামী বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলমসহ অন্যান্য বিশিষ্টজনরা।
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক মো. শাহ্ আলমের নতুন গ্রন্থ হৃদয়ে জুলাই ’৩৬। বইটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স এবং পাওয়া যাচ্ছে মেলার ২০ নম্বর প্যাভিলিয়নে।
বইটির ফ্ল্যাপে উল্লেখ করা হয়েছে, গত প্রায় ১৬ বছর বাংলাদেশের ইতিহাসে এক স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকার রাজত্ব করেছিল। এ সময় মানুষের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল প্রতিটি ক্ষেত্রে। মতপ্রকাশের স্বাধীনতা এবং লেখনীর শক্তিও হারিয়ে ফেলেছিল দেশের মানুষ।
ফ্ল্যাপে আরও বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ঐতিহাসিক ছাত্র আন্দোলনের তীব্রতা এতটাই প্রবল ছিল যে, শেখ হাসিনার দেশত্যাগের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি এমনকি বায়তুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে যেতে বাধ্য হন। এই আন্দোলনের বিজয়কে ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে অভিহিত করা হয়।
শাহ্ আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষকতা করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে বিএ অনার্স এবং এমএ-তে প্রথম শ্রেণিতে প্রথম স্থান (গোল্ড মেডেল) অর্জন করেন। বিটিভির সাবেক রিপোর্টার ও উপস্থাপক হিসেবেও তার পরিচিতি রয়েছে।
বইটির মোড়ক উন্মোচন আগামী বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলমসহ অন্যান্য বিশিষ্টজনরা।