দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি উঠেছে। বিভিন্ন স্থানে এ দাবিতে কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, "গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে আন্দোলন হয়েছে, আমরা তার প্রতি সংহতি প্রকাশ করছি। কারণ, সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। জনজীবনে আতঙ্ক কমাতে আমরা কাজ করছি।"
রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, "ছিনতাইকারীদের বিরুদ্ধে দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।"
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, "জাতীয় সংসদ সদস্যদের প্রভাবমুক্ত রাখতে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। এতে অন্তর্বর্তী সরকারের নির্বাচনী প্রস্তুতির বিষয়টিও যাচাই করা সম্ভব হবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আলোচক মাওলানা মোস্তাক ফয়েজী, প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম ফয়েজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন।
শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, "মেধাবীরা পড়াশোনা থেকে ঝরে পড়লে অযোগ্য শাসকেরা সমাজ নিয়ন্ত্রণ করে। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থাকতে হবে। জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করলেই জীবনযুদ্ধে জয়ী হওয়া সম্ভব।"
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি উঠেছে। বিভিন্ন স্থানে এ দাবিতে কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, "গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে আন্দোলন হয়েছে, আমরা তার প্রতি সংহতি প্রকাশ করছি। কারণ, সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। জনজীবনে আতঙ্ক কমাতে আমরা কাজ করছি।"
রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, "ছিনতাইকারীদের বিরুদ্ধে দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।"
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, "জাতীয় সংসদ সদস্যদের প্রভাবমুক্ত রাখতে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। এতে অন্তর্বর্তী সরকারের নির্বাচনী প্রস্তুতির বিষয়টিও যাচাই করা সম্ভব হবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আলোচক মাওলানা মোস্তাক ফয়েজী, প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম ফয়েজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন।
শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, "মেধাবীরা পড়াশোনা থেকে ঝরে পড়লে অযোগ্য শাসকেরা সমাজ নিয়ন্ত্রণ করে। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থাকতে হবে। জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করলেই জীবনযুদ্ধে জয়ী হওয়া সম্ভব।"