রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে টাকা ও সোনা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগীর স্ত্রী হোসনেয়ারা সোমবার বিকেলে রামপুরা থানায় এ মামলা করেন।
থানার ওসি আতাউর রহমান আকন্দ জানিয়েছেন, মামলায় অজ্ঞাত ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে। তবে রাত ৮টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি বলেন, "আসামিদের ধরতে চেষ্টা চলছে, আশা করি দ্রুত গ্রেপ্তার করা যাবে।"
রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর সড়কে নিজ বাসায় ঢোকার আগ মুহূর্তে ছিনতাইকারীদের কবলে পড়েন আনোয়ার হোসেন, যিনি ‘অলংকার জুয়েলার্স’ নামে একটি গয়নার দোকান চালান।
সিসি ক্যামেরার ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনা করা হচ্ছে বলে জানান ওসি। এছাড়া, ঘটনাস্থলের দারোয়ানকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে আসা ছয় থেকে সাতজন আনোয়ার হোসেনকে ঘিরে ধরে। তাদের একজন ছুরি মারার পাশাপাশি গুলি ছোড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে তারা আনোয়ারের টাকা ও সোনার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে টাকা ও সোনা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগীর স্ত্রী হোসনেয়ারা সোমবার বিকেলে রামপুরা থানায় এ মামলা করেন।
থানার ওসি আতাউর রহমান আকন্দ জানিয়েছেন, মামলায় অজ্ঞাত ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে। তবে রাত ৮টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি বলেন, "আসামিদের ধরতে চেষ্টা চলছে, আশা করি দ্রুত গ্রেপ্তার করা যাবে।"
রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর সড়কে নিজ বাসায় ঢোকার আগ মুহূর্তে ছিনতাইকারীদের কবলে পড়েন আনোয়ার হোসেন, যিনি ‘অলংকার জুয়েলার্স’ নামে একটি গয়নার দোকান চালান।
সিসি ক্যামেরার ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনা করা হচ্ছে বলে জানান ওসি। এছাড়া, ঘটনাস্থলের দারোয়ানকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে আসা ছয় থেকে সাতজন আনোয়ার হোসেনকে ঘিরে ধরে। তাদের একজন ছুরি মারার পাশাপাশি গুলি ছোড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে তারা আনোয়ারের টাকা ও সোনার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।