জুলাই মাসের গণ অভ্যুত্থানে আহত চারজন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য তারা সিঙ্গাপুর গিয়েছিলেন।
সোমবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন ইয়ামিন শেখ, মো. রমজান, সালমান বিন শোয়েব ও জুবায়ের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত সালমান বিন শোয়েব জানান, গত ৫ আগস্ট ঢাকার রামপুরায় পুলিশের ছররা গুলিতে তিনি আহত হন। শরীরের বিভিন্ন জায়গায় গুলির আঘাত লাগে, একটি গুলি লাগে তার ডান চোখে। চিকিৎসার পরও দৃষ্টিশক্তি ফেরার আশা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, একমাত্র সমাধান হতে পারে রেটিনা ট্রান্সপ্লান্ট, তবে আপাতত বাংলাদেশে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে।
গুলিতে ডান চোখ হারানো আরেক আহত ইয়ামিন শেখ জানান, তার চোখের অবস্থারও উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, সার্জারি করলে বাম চোখের দৃষ্টিশক্তিও ঝুঁকিতে পড়তে পারে। দ্রুত রেটিনা ট্রান্সপ্লান্ট না করায় নার্ভ শুকিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হলে তা ১৫ জুলাইয়ের পর তীব্র আকার ধারণ করে। আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশত্যাগ করে ভারতে চলে যান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্দোলনে ৮৪৩ জন নিহত এবং ১৪ হাজার ৩ জন আহত হয়েছেন। অনেকেই পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারান, যাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়।
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
জুলাই মাসের গণ অভ্যুত্থানে আহত চারজন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য তারা সিঙ্গাপুর গিয়েছিলেন।
সোমবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন ইয়ামিন শেখ, মো. রমজান, সালমান বিন শোয়েব ও জুবায়ের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত সালমান বিন শোয়েব জানান, গত ৫ আগস্ট ঢাকার রামপুরায় পুলিশের ছররা গুলিতে তিনি আহত হন। শরীরের বিভিন্ন জায়গায় গুলির আঘাত লাগে, একটি গুলি লাগে তার ডান চোখে। চিকিৎসার পরও দৃষ্টিশক্তি ফেরার আশা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, একমাত্র সমাধান হতে পারে রেটিনা ট্রান্সপ্লান্ট, তবে আপাতত বাংলাদেশে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে।
গুলিতে ডান চোখ হারানো আরেক আহত ইয়ামিন শেখ জানান, তার চোখের অবস্থারও উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, সার্জারি করলে বাম চোখের দৃষ্টিশক্তিও ঝুঁকিতে পড়তে পারে। দ্রুত রেটিনা ট্রান্সপ্লান্ট না করায় নার্ভ শুকিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হলে তা ১৫ জুলাইয়ের পর তীব্র আকার ধারণ করে। আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশত্যাগ করে ভারতে চলে যান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্দোলনে ৮৪৩ জন নিহত এবং ১৪ হাজার ৩ জন আহত হয়েছেন। অনেকেই পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারান, যাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়।