রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার হওয়া দুই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি।
মঙ্গলবার রাত ৯টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনের ফুটব্রিজ থেকে উল্টো করে ঝুলিয়ে রাখার পর পুলিশ তাদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার তাদের ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
আহত দুই ব্যক্তি হলেন—নাজিম (৩৫) ও বকুল (৪০)।
উত্তরা পশ্চিম থানার এসআই মো. মেহেদি হাসান বলেন, "তাদের শারীরিক অবস্থা কিছুটা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তারা সুস্থ হলে পরবর্তী আইনগত প্রক্রিয়ার দিক নির্দেশনা দেবেন ঊর্ধ্বতনরা।”
তবে, তাদের বিরুদ্ধে এখনো কেউ কোনো মামলা করেননি বলে জানান তিনি।
এর আগে, উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ জানিয়েছিলেন, আহতদের বিস্তারিত পরিচয় ও ছিনতাইয়ের অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একদল মানুষ ঝুলে থাকা দুই ব্যক্তিকে মারধর করছেন।
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার হওয়া দুই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি।
মঙ্গলবার রাত ৯টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনের ফুটব্রিজ থেকে উল্টো করে ঝুলিয়ে রাখার পর পুলিশ তাদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার তাদের ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
আহত দুই ব্যক্তি হলেন—নাজিম (৩৫) ও বকুল (৪০)।
উত্তরা পশ্চিম থানার এসআই মো. মেহেদি হাসান বলেন, "তাদের শারীরিক অবস্থা কিছুটা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তারা সুস্থ হলে পরবর্তী আইনগত প্রক্রিয়ার দিক নির্দেশনা দেবেন ঊর্ধ্বতনরা।”
তবে, তাদের বিরুদ্ধে এখনো কেউ কোনো মামলা করেননি বলে জানান তিনি।
এর আগে, উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ জানিয়েছিলেন, আহতদের বিস্তারিত পরিচয় ও ছিনতাইয়ের অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একদল মানুষ ঝুলে থাকা দুই ব্যক্তিকে মারধর করছেন।