রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে যৌথ বাহিনী দুই দিনে ৫১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে রয়েছে অবৈধ অস্ত্রধারী, কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। অভিযানে দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনের শাসন বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষ ও পেশাদারভাবে কাজ করছে। এর অংশ হিসেবে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ও বুধবার যৌথ বাহিনী রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, আজিমপুর, ঢাকা কলেজ, খিলক্ষেত, উত্তরা, আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড, দক্ষিণখান ও নিকুঞ্জ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। অভিযানে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ইউনিট, র্যাব ও থানা-পুলিশ অংশ নেয়।
অভিযানে কামরাঙ্গীরচরে ডাকাতির ঘটনায় জড়িত কিশোর গ্যাং ‘কুট্টি গ্রুপ’-এর নেতা রাসেল ও তার সহযোগী ব্রাদার বুশসহ (সাব্বির) কয়েকজন কিশোর গ্যাং সদস্য, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় তল্লাশি চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যকলাপ সম্পর্কে সাধারণ জনগণকে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে যৌথ বাহিনী দুই দিনে ৫১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে রয়েছে অবৈধ অস্ত্রধারী, কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। অভিযানে দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনের শাসন বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষ ও পেশাদারভাবে কাজ করছে। এর অংশ হিসেবে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ও বুধবার যৌথ বাহিনী রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, আজিমপুর, ঢাকা কলেজ, খিলক্ষেত, উত্তরা, আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড, দক্ষিণখান ও নিকুঞ্জ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। অভিযানে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ইউনিট, র্যাব ও থানা-পুলিশ অংশ নেয়।
অভিযানে কামরাঙ্গীরচরে ডাকাতির ঘটনায় জড়িত কিশোর গ্যাং ‘কুট্টি গ্রুপ’-এর নেতা রাসেল ও তার সহযোগী ব্রাদার বুশসহ (সাব্বির) কয়েকজন কিশোর গ্যাং সদস্য, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় তল্লাশি চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যকলাপ সম্পর্কে সাধারণ জনগণকে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।