বৈষম্যবিরোধী আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা তাদের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে। তারা নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এম জে এইচ মঞ্জু। তিনি বলেন, "আমরা আমাদের আজকের কর্মসূচি স্থগিত করেছি। বিকেল ৪টায় নতুন দলের সঙ্গে সংবাদ সম্মেলন করব।"
এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীদের নিয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পক্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানায়, অন্য পক্ষ খসড়া কমিটি বহাল রেখে চূড়ান্ত কমিটি ঘোষণার পক্ষে ছিল। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বৃহস্পতিবার তারা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘোষণা দেয় এবং দাবি আদায় না হলে শুক্রবার ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি দেয়।
বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে এই ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইম আবেদিন এবং আহ্বায়ক এম জে এইচ মঞ্জু। রাত ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
নাইম আবেদিন বলেন, "প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ত মাড়িয়ে এই সংগঠন তৈরি করা হচ্ছে। কিন্তু নেতৃত্ব থেকে তাদের বঞ্চিত রাখা হয়েছে।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "নতুন সংগঠন যদি আমাদের বাদ রাখে, তাহলে ‘ঢাকা ব্লকেড’ করে দেব। কোনো দলকে কিছুই করতে দেব না।"
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা তাদের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে। তারা নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এম জে এইচ মঞ্জু। তিনি বলেন, "আমরা আমাদের আজকের কর্মসূচি স্থগিত করেছি। বিকেল ৪টায় নতুন দলের সঙ্গে সংবাদ সম্মেলন করব।"
এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীদের নিয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পক্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানায়, অন্য পক্ষ খসড়া কমিটি বহাল রেখে চূড়ান্ত কমিটি ঘোষণার পক্ষে ছিল। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বৃহস্পতিবার তারা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘোষণা দেয় এবং দাবি আদায় না হলে শুক্রবার ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি দেয়।
বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে এই ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইম আবেদিন এবং আহ্বায়ক এম জে এইচ মঞ্জু। রাত ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
নাইম আবেদিন বলেন, "প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ত মাড়িয়ে এই সংগঠন তৈরি করা হচ্ছে। কিন্তু নেতৃত্ব থেকে তাদের বঞ্চিত রাখা হয়েছে।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "নতুন সংগঠন যদি আমাদের বাদ রাখে, তাহলে ‘ঢাকা ব্লকেড’ করে দেব। কোনো দলকে কিছুই করতে দেব না।"