নারীদের অগ্রযাত্রা থামানোর চেষ্টা চলছে, নেতৃত্বের জায়গা থেকে সরতে নারীদের ‘চাপ দিয়ে বাধ্য করা হয়েছে । রকারের গুরুত্বপূর্ণ পদে নারীর অন্তর্ভুক্তি এখনও অনিশ্চিত বলে মন্তব্য করেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক।
তিনি বলেছেন, “জুলাইয়ের আন্দোলনে মেয়েরাই রোকেয়া হল থেকে সবার আগে বের হল। কিন্তু পরে এত দ্রুত মেয়েরা সরে গেল কেন? জায়গা কেউ ইচ্ছে করে ছেড়ে দেয়নি। চাপ সৃষ্টি করে জায়গা ছাড়তে বাধ্য করা হয়েছে।”
আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে একশনএইড বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে শিরীন পারভীন হক এ মন্তব্য করেন বলে অ্যাকশন এইডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নারীদের অগ্রযাত্রা ‘পেছনে ঠেলে দেওয়ার’ চেষ্টা চলছে মন্তব্য করে শিরীন পারভীন হক এর পেছনের কারণ খুঁজে বের করার কথাও বলেন।
তিনি বলেন, “সরকারের উপদেষ্টা পরিষদের মত গুরুত্বপূর্ণ জায়গায় নারীদের অন্তর্ভুক্তি আমরা নিশ্চিত করতে পারিনি। মেয়েদের পেছনে রাখার প্রবণতা দেখা গেছে। আমরা দেখেছি আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নারীরা দারুণ সাহস দেখিয়েছে। এত তাড়াতাড়ি মেয়েদের মাঠ থেকে সরিয়ে দেওয়া হবে আশা করিনি।”
সংস্কার কমিশনের প্রধান বলেন, “আমাদের মূল ধারা হবে সকল ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্যের নিরসন। এবং নারী-পুরুষের জেন্ডার বৈষম্য কমাতে কাজ করতে হবে। নারীর উন্নয়ন বিকাশে বাধাগুলো নিয়ে বিষয় চিহ্নিত করা। অন্য সকল সংস্কার কমিশনে নারী অধিকারের প্রাধান্য নিশ্চিত করতে হবে। এটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।”
সমাজে যৌন হয়রানি, সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধ এবং জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও সবুজায়ন এবং ক্রীড়াঙ্গনে নারী নেতৃত্ব বিকাশে অবদান রাখায় দেশের প্রান্তিক পর্যায়ের তিনজনকে ‘নাসরীন স্মৃতিপদক ২০২৫’ পুরস্কার দেওয়া হয় এ অনুষ্ঠানে। ডনাইপ্রু নেলী, রিনা খাতুন এবং আফরোজা খন্দকার এ পুরস্কার পান।
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
নারীদের অগ্রযাত্রা থামানোর চেষ্টা চলছে, নেতৃত্বের জায়গা থেকে সরতে নারীদের ‘চাপ দিয়ে বাধ্য করা হয়েছে । রকারের গুরুত্বপূর্ণ পদে নারীর অন্তর্ভুক্তি এখনও অনিশ্চিত বলে মন্তব্য করেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক।
তিনি বলেছেন, “জুলাইয়ের আন্দোলনে মেয়েরাই রোকেয়া হল থেকে সবার আগে বের হল। কিন্তু পরে এত দ্রুত মেয়েরা সরে গেল কেন? জায়গা কেউ ইচ্ছে করে ছেড়ে দেয়নি। চাপ সৃষ্টি করে জায়গা ছাড়তে বাধ্য করা হয়েছে।”
আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে একশনএইড বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে শিরীন পারভীন হক এ মন্তব্য করেন বলে অ্যাকশন এইডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নারীদের অগ্রযাত্রা ‘পেছনে ঠেলে দেওয়ার’ চেষ্টা চলছে মন্তব্য করে শিরীন পারভীন হক এর পেছনের কারণ খুঁজে বের করার কথাও বলেন।
তিনি বলেন, “সরকারের উপদেষ্টা পরিষদের মত গুরুত্বপূর্ণ জায়গায় নারীদের অন্তর্ভুক্তি আমরা নিশ্চিত করতে পারিনি। মেয়েদের পেছনে রাখার প্রবণতা দেখা গেছে। আমরা দেখেছি আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নারীরা দারুণ সাহস দেখিয়েছে। এত তাড়াতাড়ি মেয়েদের মাঠ থেকে সরিয়ে দেওয়া হবে আশা করিনি।”
সংস্কার কমিশনের প্রধান বলেন, “আমাদের মূল ধারা হবে সকল ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্যের নিরসন। এবং নারী-পুরুষের জেন্ডার বৈষম্য কমাতে কাজ করতে হবে। নারীর উন্নয়ন বিকাশে বাধাগুলো নিয়ে বিষয় চিহ্নিত করা। অন্য সকল সংস্কার কমিশনে নারী অধিকারের প্রাধান্য নিশ্চিত করতে হবে। এটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।”
সমাজে যৌন হয়রানি, সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধ এবং জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও সবুজায়ন এবং ক্রীড়াঙ্গনে নারী নেতৃত্ব বিকাশে অবদান রাখায় দেশের প্রান্তিক পর্যায়ের তিনজনকে ‘নাসরীন স্মৃতিপদক ২০২৫’ পুরস্কার দেওয়া হয় এ অনুষ্ঠানে। ডনাইপ্রু নেলী, রিনা খাতুন এবং আফরোজা খন্দকার এ পুরস্কার পান।