বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য মার্কিন সরকার যে ২ কোটি ৯০ লাখ ডলার অনুদান দিয়েছে, সে বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার সংশ্লিষ্টতার দাবি অস্বীকার করেছেন।
শনিবার ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটা সম্পূর্ণ মিথ্যা। সুজন কোনো নিবন্ধিত সংগঠন নয়। সুজন কোনো বিদেশি সাহায্য নিতে পারে না; সংগঠনটি পরিচালিত হয় বিভিন্ন ব্যক্তিদের সহায়তায়।”
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছিলেন যে, এক অখ্যাত প্রতিষ্ঠান ২ কোটি ৯০ লাখ ডলার পেয়ে ধনী বনে গেছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় যে, এই অর্থ পেয়েছে সুজন।
তবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক এনজিও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, যা ২০১৭ সাল থেকে স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ প্রকল্পটি পরিচালনা করছে।
শনিবার, ০১ মার্চ ২০২৫
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য মার্কিন সরকার যে ২ কোটি ৯০ লাখ ডলার অনুদান দিয়েছে, সে বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার সংশ্লিষ্টতার দাবি অস্বীকার করেছেন।
শনিবার ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটা সম্পূর্ণ মিথ্যা। সুজন কোনো নিবন্ধিত সংগঠন নয়। সুজন কোনো বিদেশি সাহায্য নিতে পারে না; সংগঠনটি পরিচালিত হয় বিভিন্ন ব্যক্তিদের সহায়তায়।”
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছিলেন যে, এক অখ্যাত প্রতিষ্ঠান ২ কোটি ৯০ লাখ ডলার পেয়ে ধনী বনে গেছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় যে, এই অর্থ পেয়েছে সুজন।
তবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক এনজিও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, যা ২০১৭ সাল থেকে স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ প্রকল্পটি পরিচালনা করছে।