ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন, শিশু ও সাধারণ মানুষের গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
“রা-ফা পৃথিবীর বৃহত্তম কবরস্থান, সেখানে শুধু মানুষের কবর নয়, দাফন হয়েছে মানবতাও”—এই হৃদয়বিদারক স্লোগানকে সামনে রেখে চিকিৎসকগণ এবং স্বাস্থ্যকর্মীরা এই মানবিক প্রতিবাদে অংশগ্রহণ করেন।
প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এন.আই.ও শাখার সভাপতি ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. জিননুরাইন নিউটন। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক ও ড্যাব ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. রেজওয়ানুর রহমান সোহেল, অধ্যাপক ডা. আবদুল্লাহ কাদের, ডা. জাকিয়া সুলতানা নিলা সহ বিভিন্ন স্তরের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
বক্তারা এই বর্বরতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং অবিলম্বে ইসরায়েলের অনৈতিক হামলা বন্ধের আহ্বান জানান। একইসঙ্গে বিশ্বসম্প্রদায়ের প্রতি জোরালো ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। মিছিলটি ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আগারগাঁও সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
এই সময় বক্তারা বলেন, “মানবতা আজ রক্তাক্ত। আমরা চিকিৎসক, জীবন রক্ষার শপথ নিয়েছি, তাই নীরব থাকতে পারি না।”
এছাড়া গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় ক্লাস-পরীক্ষা স্থগিত এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হয়।
সমাবেশ থেকে বিশ্ববাসীর প্রতি গাজায় রক্তপাত বন্ধে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হয় এবং ইসরায়েলি পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণকে উদ্দীপ্ত করার অনুরোধ জানানো হয়।
সংহতির এই আহ্বান কেবল একটি জাতির নয়—এটি গোটা মানবতার পক্ষ থেকে এক নির্দয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর দৃপ্ত উচ্চারণ।
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন, শিশু ও সাধারণ মানুষের গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
“রা-ফা পৃথিবীর বৃহত্তম কবরস্থান, সেখানে শুধু মানুষের কবর নয়, দাফন হয়েছে মানবতাও”—এই হৃদয়বিদারক স্লোগানকে সামনে রেখে চিকিৎসকগণ এবং স্বাস্থ্যকর্মীরা এই মানবিক প্রতিবাদে অংশগ্রহণ করেন।
প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এন.আই.ও শাখার সভাপতি ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. জিননুরাইন নিউটন। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক ও ড্যাব ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. রেজওয়ানুর রহমান সোহেল, অধ্যাপক ডা. আবদুল্লাহ কাদের, ডা. জাকিয়া সুলতানা নিলা সহ বিভিন্ন স্তরের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
বক্তারা এই বর্বরতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং অবিলম্বে ইসরায়েলের অনৈতিক হামলা বন্ধের আহ্বান জানান। একইসঙ্গে বিশ্বসম্প্রদায়ের প্রতি জোরালো ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। মিছিলটি ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আগারগাঁও সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
এই সময় বক্তারা বলেন, “মানবতা আজ রক্তাক্ত। আমরা চিকিৎসক, জীবন রক্ষার শপথ নিয়েছি, তাই নীরব থাকতে পারি না।”
এছাড়া গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় ক্লাস-পরীক্ষা স্থগিত এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হয়।
সমাবেশ থেকে বিশ্ববাসীর প্রতি গাজায় রক্তপাত বন্ধে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হয় এবং ইসরায়েলি পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণকে উদ্দীপ্ত করার অনুরোধ জানানো হয়।
সংহতির এই আহ্বান কেবল একটি জাতির নয়—এটি গোটা মানবতার পক্ষ থেকে এক নির্দয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর দৃপ্ত উচ্চারণ।