ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছে তার সমর্থকেরা।
রোববার দুপুরে নগর ভবনের সামনে টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই কর্মসূচির ঘোষণা দেন সাবেক সিনিয়র সচিব মো. মশিউর রহমান।
তিনি বলেন,
“ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে টালবাহানা করা হচ্ছে। তাই সোমবার সকাল ১১টা থেকে নগর ভবন ও আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করা হবে।”
ইশরাকের সমর্থকেরা দাবি করছেন, নির্বাচনি ট্রাইব্যুনালের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও তার শপথ অনুষ্ঠান না হওয়া ‘অবৈধ ও অযৌক্তিক’।
আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান ফটক ও অন্যান্য প্রবেশপথে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে কার্যত অচল হয়ে পড়েছে ডিএসসিসির দাপ্তরিক কাজ। কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না।
সমর্থকেরা বিভিন্ন স্লোগানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করছেন এবং তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করছেন।
শনিবার সচিবালয় অভিমুখে মিছিল শেষে ইশরাক হোসেন স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়ে নিজেকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানান। তবে এখন পর্যন্ত শপথ অনুষ্ঠান হয়নি।
ডিএসসিসির কর্মকর্তারা বলছেন, আন্দোলনের কারণে অফিসে ঢোকা যাচ্ছে না, ফলে কোনো ধরনের ফাইল প্রসেসিং বা রুটিন কার্যক্রম চালানো যাচ্ছে না।
এর আগে ২০২০ সালের সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে চলতি বছরের ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে এবং ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।
---
রোববার, ১৮ মে ২০২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছে তার সমর্থকেরা।
রোববার দুপুরে নগর ভবনের সামনে টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই কর্মসূচির ঘোষণা দেন সাবেক সিনিয়র সচিব মো. মশিউর রহমান।
তিনি বলেন,
“ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে টালবাহানা করা হচ্ছে। তাই সোমবার সকাল ১১টা থেকে নগর ভবন ও আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করা হবে।”
ইশরাকের সমর্থকেরা দাবি করছেন, নির্বাচনি ট্রাইব্যুনালের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও তার শপথ অনুষ্ঠান না হওয়া ‘অবৈধ ও অযৌক্তিক’।
আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান ফটক ও অন্যান্য প্রবেশপথে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে কার্যত অচল হয়ে পড়েছে ডিএসসিসির দাপ্তরিক কাজ। কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না।
সমর্থকেরা বিভিন্ন স্লোগানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করছেন এবং তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করছেন।
শনিবার সচিবালয় অভিমুখে মিছিল শেষে ইশরাক হোসেন স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়ে নিজেকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানান। তবে এখন পর্যন্ত শপথ অনুষ্ঠান হয়নি।
ডিএসসিসির কর্মকর্তারা বলছেন, আন্দোলনের কারণে অফিসে ঢোকা যাচ্ছে না, ফলে কোনো ধরনের ফাইল প্রসেসিং বা রুটিন কার্যক্রম চালানো যাচ্ছে না।
এর আগে ২০২০ সালের সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে চলতি বছরের ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে এবং ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।
---