রাজধানীর খিলক্ষেত এলাকায় কভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।
রোববার ভোরে লো মেরিডিয়ান হোটেলের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আশরাফ আলী (৬০) ও নেহার বেগম (৪০)। আশরাফের বাড়ি শেরপুর জেলায় এবং নেহার বেগমের বাড়ি নওগাঁতে।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, ভোর প্রায় ৫টার দিকে পরিচ্ছন্নতার কাজ করছিলেন দুই কর্মী। এ সময় ঢাকামুখী একটি কভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি বলেন, “দুর্ঘটনার পর কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”
রোববার, ০৬ জুলাই ২০২৫
রাজধানীর খিলক্ষেত এলাকায় কভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।
রোববার ভোরে লো মেরিডিয়ান হোটেলের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আশরাফ আলী (৬০) ও নেহার বেগম (৪০)। আশরাফের বাড়ি শেরপুর জেলায় এবং নেহার বেগমের বাড়ি নওগাঁতে।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, ভোর প্রায় ৫টার দিকে পরিচ্ছন্নতার কাজ করছিলেন দুই কর্মী। এ সময় ঢাকামুখী একটি কভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি বলেন, “দুর্ঘটনার পর কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”