রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী।
বুধবার দুপুরে সংবাদকর্মীদের পাঠানো এক বার্তায় তিনি বলেন, “অনেকে না বুঝে এসব গুজবে বিশ্বাস করছেন। সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রচেষ্টা আমাদের নেই।”
তিনি আরও জানান, ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই সর্বোচ্চ প্রচেষ্টায় দ্রুত সাড়া দিয়েছে, যা তারা সব সময়ই করে থাকে। তিনি ও আইএসপিআরের দলও সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানান।
লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বলেন, “যেকোনো গণমাধ্যম চাইলে এ বিষয়ে (মৃত্যুর সংখ্যা) তদন্ত করতে পারে, সেনাবাহিনীসহ যে কারও সাক্ষাৎকার নিতে পারে এবং সংশ্লিষ্ট যেকোনো স্থান পরিদর্শন করতে পারে। আমরা সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত।”
বুধবার, ২৩ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী।
বুধবার দুপুরে সংবাদকর্মীদের পাঠানো এক বার্তায় তিনি বলেন, “অনেকে না বুঝে এসব গুজবে বিশ্বাস করছেন। সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রচেষ্টা আমাদের নেই।”
তিনি আরও জানান, ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই সর্বোচ্চ প্রচেষ্টায় দ্রুত সাড়া দিয়েছে, যা তারা সব সময়ই করে থাকে। তিনি ও আইএসপিআরের দলও সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানান।
লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বলেন, “যেকোনো গণমাধ্যম চাইলে এ বিষয়ে (মৃত্যুর সংখ্যা) তদন্ত করতে পারে, সেনাবাহিনীসহ যে কারও সাক্ষাৎকার নিতে পারে এবং সংশ্লিষ্ট যেকোনো স্থান পরিদর্শন করতে পারে। আমরা সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত।”