রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর সড়কে বিশাল আকৃতির একটি গাছ উপড়ে সড়কে থাকা তিনটি গাড়ির ওপর পড়েছে। এতে একটি প্রাইভেট কার, দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছের চাপায় অটোরিকশার একজন চালক গুরুতর আহত হয়েছেন। ওই চালককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১–এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, ফুটপাতে থাকা গাছটি যখন সড়কে পড়ে যায়, তখন সেখানে একটি প্রাইভেট কার পার্ক করা ছিল। ওই প্রাইভেট কারসহ দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশার ওপর গাছটি পড়ে। গাছের নিচে একটি অটোরিকশার মধ্যে চালক আটকা পড়ে যান। ফায়ার সার্ভিসের সহায়তায় অটোরিকশার গ্রিল কেটে তাঁকে উদ্ধার করা হয়।
দুর্ঘটনার এক দিন পরও সড়ক থেকে গাছটি সরানো যায়নি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি ৬ নম্বর সড়কে গাছটি এখনো পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, এ ঘটনায় গাড়িগুলোর বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছেন। তবে তাঁদের সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার পর রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে গাছ কেটে রাতে অর্ধেক রাস্তায় যান চলাচলের ব্যবস্থা করা হয়।
আজ বিকেলে সরেজমিনে দেখা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশা এখনো গাছটির নিচে আটকে আছে। ঢাকা দক্ষিণ সিটির একজন প্রকৌশলী জানান, গাছের নিচে চাপা পড়া অটোরিকশাটি আজ রাতের মধ্যেও সরানো যাবে না। এটি সরাতে হয়তো আগামীকাল ভোর পর্যন্ত সময় লেগে যাবে।
ব্যস্ত সড়কে এভাবে গাড়ির ওপর গাছ পড়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পোস্ট দিয়েছেন। নাগরিকদের জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ।
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর সড়কে বিশাল আকৃতির একটি গাছ উপড়ে সড়কে থাকা তিনটি গাড়ির ওপর পড়েছে। এতে একটি প্রাইভেট কার, দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছের চাপায় অটোরিকশার একজন চালক গুরুতর আহত হয়েছেন। ওই চালককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১–এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, ফুটপাতে থাকা গাছটি যখন সড়কে পড়ে যায়, তখন সেখানে একটি প্রাইভেট কার পার্ক করা ছিল। ওই প্রাইভেট কারসহ দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশার ওপর গাছটি পড়ে। গাছের নিচে একটি অটোরিকশার মধ্যে চালক আটকা পড়ে যান। ফায়ার সার্ভিসের সহায়তায় অটোরিকশার গ্রিল কেটে তাঁকে উদ্ধার করা হয়।
দুর্ঘটনার এক দিন পরও সড়ক থেকে গাছটি সরানো যায়নি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি ৬ নম্বর সড়কে গাছটি এখনো পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, এ ঘটনায় গাড়িগুলোর বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছেন। তবে তাঁদের সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার পর রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে গাছ কেটে রাতে অর্ধেক রাস্তায় যান চলাচলের ব্যবস্থা করা হয়।
আজ বিকেলে সরেজমিনে দেখা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশা এখনো গাছটির নিচে আটকে আছে। ঢাকা দক্ষিণ সিটির একজন প্রকৌশলী জানান, গাছের নিচে চাপা পড়া অটোরিকশাটি আজ রাতের মধ্যেও সরানো যাবে না। এটি সরাতে হয়তো আগামীকাল ভোর পর্যন্ত সময় লেগে যাবে।
ব্যস্ত সড়কে এভাবে গাড়ির ওপর গাছ পড়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পোস্ট দিয়েছেন। নাগরিকদের জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ।