জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেলুন ওড়ানোর সময় আগুন লেগে ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুরে ‘৩৬ জুলাই উদযাপন’র অংশ হিসেবে আয়োজিত ‘ফ্যাসিস্টের পলায়ন উদযাপন’ কর্মসূচিতে এই ঘটনা ঘটে।
হেলিকপ্টার আকৃতির একগুচ্ছ গ্যাস বেলুন ওড়ানোর সময় আগুন ধরে যায়। এতে মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাদ (২০), মুনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), হাবিবুল্লাহ (২৩), ইয়াসিন (২৫), মিশু (২৩) ও মিহাদ (১৭) দগ্ধ হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের সবার পোড়ার ক্ষত মাইনর।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ২টার দিকে সবুজ রঙের বেলুন হেলিকপ্টারের প্রতীকী রূপে সাজিয়ে ওড়ানো হচ্ছিল। টানাটানির সময় বেলুন বিস্ফোরণ হয়ে আগুন লাগে। বিদ্যুতের তারেও আগুন জ্বলতে দেখা যায়।
ঘটনার পর স্টেজে গান থামিয়ে সবাইকে সরে যেতে বলা হয়। কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। দগ্ধদের একজনের বাম হাতে পোড়ার জখম দেখা গেছে। আগুন অল্প সময়ের জন্য স্থায়ী হয়, তবে আশপাশে হইচই শুরু হয়ে যায়।
দগ্ধ বিল্লাল হোসেন জানান, গ্যাস বেলুনটি হেলিকপ্টারের মতো তৈরি করা হয়েছিল। ওড়ানোর আগে টানাটানির সময় বেলুন হঠাৎ ফুটে গিয়ে আগুন ধরে যায়।
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেলুন ওড়ানোর সময় আগুন লেগে ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুরে ‘৩৬ জুলাই উদযাপন’র অংশ হিসেবে আয়োজিত ‘ফ্যাসিস্টের পলায়ন উদযাপন’ কর্মসূচিতে এই ঘটনা ঘটে।
হেলিকপ্টার আকৃতির একগুচ্ছ গ্যাস বেলুন ওড়ানোর সময় আগুন ধরে যায়। এতে মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাদ (২০), মুনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), হাবিবুল্লাহ (২৩), ইয়াসিন (২৫), মিশু (২৩) ও মিহাদ (১৭) দগ্ধ হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের সবার পোড়ার ক্ষত মাইনর।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ২টার দিকে সবুজ রঙের বেলুন হেলিকপ্টারের প্রতীকী রূপে সাজিয়ে ওড়ানো হচ্ছিল। টানাটানির সময় বেলুন বিস্ফোরণ হয়ে আগুন লাগে। বিদ্যুতের তারেও আগুন জ্বলতে দেখা যায়।
ঘটনার পর স্টেজে গান থামিয়ে সবাইকে সরে যেতে বলা হয়। কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। দগ্ধদের একজনের বাম হাতে পোড়ার জখম দেখা গেছে। আগুন অল্প সময়ের জন্য স্থায়ী হয়, তবে আশপাশে হইচই শুরু হয়ে যায়।
দগ্ধ বিল্লাল হোসেন জানান, গ্যাস বেলুনটি হেলিকপ্টারের মতো তৈরি করা হয়েছিল। ওড়ানোর আগে টানাটানির সময় বেলুন হঠাৎ ফুটে গিয়ে আগুন ধরে যায়।