ঢাকার কাঁটাবন মোড়ে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। গতকাল বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একরাম হোসেন (৪২) গাজীপুরের পুবাইল এলাকায় বসবাস করতেন। পেশায় ছিলেন ভাঙারিশ্রমিক। দুর্ঘটনার সময় তিনি পিকআপে ছিলেন।
আহত দুইজন হলেন পিকআপচালক মাসুদ রানা (৪২) ও তাঁর ছেলে সালমান (১৬)। তাঁরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সালমান জানান, ভাঙারি মালামাল নিয়ে গাজীপুরের পুবাইল থেকে তিনজন ঢাকায় এসেছিলেন। মালামাল নামিয়ে ফেরার পথে কাঁটাবন মোড়ে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে তাঁদের পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর একরাম হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, একরামকে হাসপাতালে আনার পরই তাঁর মৃত্যু হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকসহ পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত একরামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তাঁর বাবার নাম আবদুল মান্নান।
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
ঢাকার কাঁটাবন মোড়ে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। গতকাল বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একরাম হোসেন (৪২) গাজীপুরের পুবাইল এলাকায় বসবাস করতেন। পেশায় ছিলেন ভাঙারিশ্রমিক। দুর্ঘটনার সময় তিনি পিকআপে ছিলেন।
আহত দুইজন হলেন পিকআপচালক মাসুদ রানা (৪২) ও তাঁর ছেলে সালমান (১৬)। তাঁরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সালমান জানান, ভাঙারি মালামাল নিয়ে গাজীপুরের পুবাইল থেকে তিনজন ঢাকায় এসেছিলেন। মালামাল নামিয়ে ফেরার পথে কাঁটাবন মোড়ে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে তাঁদের পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর একরাম হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, একরামকে হাসপাতালে আনার পরই তাঁর মৃত্যু হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকসহ পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত একরামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তাঁর বাবার নাম আবদুল মান্নান।