ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় দায়িত্ব পালন করা ৯ জন ওসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পেরিয়ে গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৭ আগস্ট পৃথক নয়টি প্রজ্ঞাপনে তাদের অবসর কার্যক্রম শুরু করে এবং ওই প্রজ্ঞাপনগুলো রোববার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
বাধ্যতামূলক অবসরে পাঠানোদের মধ্যে আছেন শিকদার মো. শামীম হোসেন, আব্দুল লতিফ, এস এম কামরুজ্জামান, আব্দুল কুদ্দুছ ফকির, মামুন অর রশিদ, নুরুল ইসলাম, কামাল হোসেন, মো. সেলিমুজ্জামান ও আবু বকর সিদ্দিক।
সরকার বদলের পর তাদের বিভিন্ন অগুরুত্বপূর্ণ ইউনিটে বদলি করা হয়েছিল। সরকারি চাকরি আইনের ৪৫ ধারার অধীনে ‘জনস্বার্থে’ তাদের অবসর দেওয়া হয়েছে, যেখানে সরকার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে কারণ দর্শানো ছাড়াই অবসর দিতে পারে।
অবসরপ্রাপ্তরা পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এই পদক্ষেপের মাধ্যমে সরকারের নিয়ন্ত্রণে থাকা কর্মকর্তা পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
---
রোববার, ১০ আগস্ট ২০২৫
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় দায়িত্ব পালন করা ৯ জন ওসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পেরিয়ে গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৭ আগস্ট পৃথক নয়টি প্রজ্ঞাপনে তাদের অবসর কার্যক্রম শুরু করে এবং ওই প্রজ্ঞাপনগুলো রোববার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
বাধ্যতামূলক অবসরে পাঠানোদের মধ্যে আছেন শিকদার মো. শামীম হোসেন, আব্দুল লতিফ, এস এম কামরুজ্জামান, আব্দুল কুদ্দুছ ফকির, মামুন অর রশিদ, নুরুল ইসলাম, কামাল হোসেন, মো. সেলিমুজ্জামান ও আবু বকর সিদ্দিক।
সরকার বদলের পর তাদের বিভিন্ন অগুরুত্বপূর্ণ ইউনিটে বদলি করা হয়েছিল। সরকারি চাকরি আইনের ৪৫ ধারার অধীনে ‘জনস্বার্থে’ তাদের অবসর দেওয়া হয়েছে, যেখানে সরকার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে কারণ দর্শানো ছাড়াই অবসর দিতে পারে।
অবসরপ্রাপ্তরা পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এই পদক্ষেপের মাধ্যমে সরকারের নিয়ন্ত্রণে থাকা কর্মকর্তা পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
---