রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট সংলগ্ন কাঁচাবাজারে বুধবার স্থানীয় এক বিএনপি নেতা ও তার অনুসারীদের সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
দোকান মালিকরা অভিযোগ করেছেন, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মামুন পাটোয়ারী তার লোকজনের মাধ্যমে বাজারে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। অহিদুল নামের একজন ব্যবসায়ী বলেন, “আমরা এতদিন নিজে টাকা তুলে বিদ্যুৎ বিল পরিশোধ করতাম। হঠাৎ তিনি নিজেকে বাজার কমিটির সভাপতি দাবি করে তার লোকজন দিয়ে বিদ্যুৎ বিল আদায় করতে চাচ্ছেন। আমরা প্রতিবাদ জানাতে দোকান বন্ধ করি।”
অন্যদিকে মামুনকে শ্রম অধিদপ্তরের অনুমোদিত কমিটির সভাপতি দাবি করে মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ বলেন, “যারা বিরোধিতা করছে তারা পতিত আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট। তারা বাজারে বিভিন্ন অনিয়ম করছে। জেনিভা ক্যাম্পের কিছু মাদক কারবারিরা এই পরিস্থিতি কাজে লাগাচ্ছে।”
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করেন। মোহাম্মদপুর জোনের পুলিশ পরিদর্শক ইমরান মৃধা বলেন, “বাজারের দোকানদারদের বড় অংশ মামুনকে সভাপতি মানতে নারাজ। আবার মামুন নিজেকে বৈধ দাবি করছেন। এ ধরনের বিরোধের জন্য থানায় অভিযোগ করার পরামর্শ দিচ্ছি।”
কাঁচাবাজারে নেতৃত্ব নিয়ে বিরোধ নতুন নয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে আগুনে পুড়ে যায় দুই শতাধিক দোকান। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশন বাজারটি দুইতলা করার কাজ শুরু করে। তবে ক্ষমতার পরিবর্তনের পরও বাজার কমিটি ও নেতৃত্বকে কেন্দ্র করে বিরোধ চলছেই।
---
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট সংলগ্ন কাঁচাবাজারে বুধবার স্থানীয় এক বিএনপি নেতা ও তার অনুসারীদের সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
দোকান মালিকরা অভিযোগ করেছেন, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মামুন পাটোয়ারী তার লোকজনের মাধ্যমে বাজারে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। অহিদুল নামের একজন ব্যবসায়ী বলেন, “আমরা এতদিন নিজে টাকা তুলে বিদ্যুৎ বিল পরিশোধ করতাম। হঠাৎ তিনি নিজেকে বাজার কমিটির সভাপতি দাবি করে তার লোকজন দিয়ে বিদ্যুৎ বিল আদায় করতে চাচ্ছেন। আমরা প্রতিবাদ জানাতে দোকান বন্ধ করি।”
অন্যদিকে মামুনকে শ্রম অধিদপ্তরের অনুমোদিত কমিটির সভাপতি দাবি করে মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ বলেন, “যারা বিরোধিতা করছে তারা পতিত আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট। তারা বাজারে বিভিন্ন অনিয়ম করছে। জেনিভা ক্যাম্পের কিছু মাদক কারবারিরা এই পরিস্থিতি কাজে লাগাচ্ছে।”
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করেন। মোহাম্মদপুর জোনের পুলিশ পরিদর্শক ইমরান মৃধা বলেন, “বাজারের দোকানদারদের বড় অংশ মামুনকে সভাপতি মানতে নারাজ। আবার মামুন নিজেকে বৈধ দাবি করছেন। এ ধরনের বিরোধের জন্য থানায় অভিযোগ করার পরামর্শ দিচ্ছি।”
কাঁচাবাজারে নেতৃত্ব নিয়ে বিরোধ নতুন নয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে আগুনে পুড়ে যায় দুই শতাধিক দোকান। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশন বাজারটি দুইতলা করার কাজ শুরু করে। তবে ক্ষমতার পরিবর্তনের পরও বাজার কমিটি ও নেতৃত্বকে কেন্দ্র করে বিরোধ চলছেই।
---