ধারণা, মিথেন গ্যাসে মৃত্যু
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার দুপুরে ই ব্লকের ১৪ নম্বর সড়কে নির্মাণাধীন ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মারা যাওয়া শ্রমিকরা হলেন— রাব্বি (২০), লিটন (৩৫) ও ফরিদুল (৪০), যাদের বাড়ি লালমনিরহাট জেলায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে একজন নামেন। পরে তাকে উদ্ধার করতে আরও দুইজন নিচে নামেন। কেউ উপরে উঠতে না পারায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের বরাত অনুযায়ী, দীর্ঘদিন আটকানো ট্যাংকে সাধারণত মিথেন গ্যাস জমে থাকে। এজন্য ধারণা করা হচ্ছে তিন শ্রমিকের মৃত্যু গ্যাসের কারণে হয়েছে। ভাটারা থানার পুলিশ কর্মকর্তা বলেন, বিষাক্ত কোনো গ্যাসের কারণে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ধারণা, মিথেন গ্যাসে মৃত্যু
শনিবার, ১৬ আগস্ট ২০২৫
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার দুপুরে ই ব্লকের ১৪ নম্বর সড়কে নির্মাণাধীন ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মারা যাওয়া শ্রমিকরা হলেন— রাব্বি (২০), লিটন (৩৫) ও ফরিদুল (৪০), যাদের বাড়ি লালমনিরহাট জেলায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে একজন নামেন। পরে তাকে উদ্ধার করতে আরও দুইজন নিচে নামেন। কেউ উপরে উঠতে না পারায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের বরাত অনুযায়ী, দীর্ঘদিন আটকানো ট্যাংকে সাধারণত মিথেন গ্যাস জমে থাকে। এজন্য ধারণা করা হচ্ছে তিন শ্রমিকের মৃত্যু গ্যাসের কারণে হয়েছে। ভাটারা থানার পুলিশ কর্মকর্তা বলেন, বিষাক্ত কোনো গ্যাসের কারণে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।