রাজধানীর মিরপুর, উত্তরা, তেজগাঁও এবং চুয়াডাঙ্গা থেকে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ জন নারী ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব। গ্রেপ্তার করা হয়েছে দুটি পাচার সিন্ডিকেটের মূলহোতাসহ ১১ জনকে।
র্যাব অভিযান চালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারে বিদিশে মানবপাচার সিন্ডিকেটের মূলহোতাসহ পাঁচ জনকে আটক করেছে র্যাব। সোমবার (১১ এপ্রিল) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য আনুষঙ্গিক ভুয়া নথিপত্র জব্দ করা হয়েছে।
সোমবার, ১১ এপ্রিল ২০২২
রাজধানীর মিরপুর, উত্তরা, তেজগাঁও এবং চুয়াডাঙ্গা থেকে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ জন নারী ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব। গ্রেপ্তার করা হয়েছে দুটি পাচার সিন্ডিকেটের মূলহোতাসহ ১১ জনকে।
র্যাব অভিযান চালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারে বিদিশে মানবপাচার সিন্ডিকেটের মূলহোতাসহ পাঁচ জনকে আটক করেছে র্যাব। সোমবার (১১ এপ্রিল) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য আনুষঙ্গিক ভুয়া নথিপত্র জব্দ করা হয়েছে।