একজন প্রসূতি মায়ের জন্য জরুরি রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ বি পজিটিভ।
রোগী বর্তমানে রাজধানীর আদ্ দ্বীন উইমেন্স মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ (১৪ মে) রোগীর সিজারিয়ান অপারেশনের সম্ভবনা রয়েছে। তাই জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে ডাক্তার।
রোগীর স্বামী খান শাহরিয়ার শুভ বলেন, গতকাল (১৩ মে) থেকে রোগী আদ্ দ্বীন উইমেন্স মেডিকেল হাসপাতালের লেবার ওর্য়াডে চিকিৎসাধীন রয়েছে। নরমাল ডেলিভারী না হলে আজই সিজার হতে পারে।
তিনি বলেন, সিজারিয়ান ডেলিভারীর সময় রক্তের প্রয়েজন হতে পারে। যাদের রক্তের গ্রুপ বি পজিটিভ তাদের সহযোগীতা আশা করছিন তিনি।
আগ্রহী রক্তদাতাদের 01675837869 (শুভ), 01719411722 (শরীফ) এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
###
শনিবার, ১৪ মে ২০২২
একজন প্রসূতি মায়ের জন্য জরুরি রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ বি পজিটিভ।
রোগী বর্তমানে রাজধানীর আদ্ দ্বীন উইমেন্স মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ (১৪ মে) রোগীর সিজারিয়ান অপারেশনের সম্ভবনা রয়েছে। তাই জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে ডাক্তার।
রোগীর স্বামী খান শাহরিয়ার শুভ বলেন, গতকাল (১৩ মে) থেকে রোগী আদ্ দ্বীন উইমেন্স মেডিকেল হাসপাতালের লেবার ওর্য়াডে চিকিৎসাধীন রয়েছে। নরমাল ডেলিভারী না হলে আজই সিজার হতে পারে।
তিনি বলেন, সিজারিয়ান ডেলিভারীর সময় রক্তের প্রয়েজন হতে পারে। যাদের রক্তের গ্রুপ বি পজিটিভ তাদের সহযোগীতা আশা করছিন তিনি।
আগ্রহী রক্তদাতাদের 01675837869 (শুভ), 01719411722 (শরীফ) এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
###