alt

নগর-মহানগর

স্বাধীন সাংবাদিকতার বাধা আইন প্রত্যাহারের আহ্বান সম্পাদক, সাংবাদিক নেতাদের

সংবাদ অনলাইন রিপোর্ট : শনিবার, ১৪ মে ২০২২

সংবাদমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার জন্য যে আইনগুলো বাধা সেগুলো প্রত্যাহার করে সবার সঙ্গে আলোচনায় নতুন গণমাধ্যম আইন প্রণয়ন করতে হবে। মুক্ত সাংবাদিকতা চর্চায় ডিজিটাল নজরদারি থেকে সাংবাদিকতাকে রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন সম্পাদক ও সাংবাদিক নেতারা।

শনিবার (১৪ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্পাদক পরিষদ আয়োজিত ‘বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস : ডিজিটাল নজরদারিতে সাংবাদিকতা’ শীর্ষক এক আলোচনায় বক্তারা এ আহ্বান জানান।

আলোচনায় স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি ও সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করছে সেসব বিষয়ে পর্যালোচনা করতে সম্পাদক পরিষদকে অংশীজনদের নিয়ে পর্যালোচনার আহ্বান জানান বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। সেখানে সম্পাদক পরিষদের সভাপতি দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম একমত পোষণ করেন।

মাহফুজ আনাম জানান, গণমাধ্যমের জন্য ক্ষতিকর আইনগুলো নিয়ে বিভিন্ন সাংবাদিক নেতা ও অংশীজনদের একত্রিত করে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেয়া হবে। প্রয়োজনে সবাইকে নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সুরাহা করা হবে।

সমাপনী বক্তব্যে মাহফুজ আনাম বলেন, ‘স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের বিরুদ্ধে এত আইন কেন? ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি, নির্যাতন করা হচ্ছে। এসব আইনের মাধ্যমে গণমাধ্যম ও সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার পথ তৈরি করা হয়েছে। আমরা কী এমন করি? যার জন্য আমাদের হাত-পা বেঁধে দিতে হবে। ডিজিটাল আইনের কারণে সাংবাদিকতা বিকশিত হওয়ার কোন সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘এই আইনের ১৪টি ধারায় অজামিনযোগ্য বিধান রাখা হয়েছে। কিন্তু আমরা কী এমন অপরাধ করি, আমরা কেন জামিন পাবো না? সরকার বলছে, এই আইনটা দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণের জন্য। তাহলে তারা (সরকার) দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করুক। আমাদের কোন আপত্তি নেই। কিন্তু এ আইন থেকে সাংবাদিকদের উহ্য রাখতে হবে। গণমাধ্যমের হাত-পা বেঁধে যেমন গণতন্ত্র বিকশিত হবে না তেমনি গণতন্ত্র বিকশিত না হলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়।’

সম্পাদক পরিষদের সহ-সভাপতি শ্যামল দত্ত বলেন, ‘ডিজিটাল নজরাদরিতে সাংবাদিকতা হলে সেটাকে কি মুক্তগণমাধ্যম বলা হবে? আমি যদি সারাক্ষণ নজরদারির মধ্যে থাকি, আমার মাথায় যদি থাকে আমি নজরাদরির মধ্যে আছি, তাহলে কীভাবে মুক্তসাংবাদিকতা হবে? এতে করে সাংবাদিকতা বিকশিত হওয়ার পথ রুদ্ধ হয়।’

এরকম তিনটি আইন এই মুহূর্তে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শুনতে পাচ্ছি আরও একটি নতুন আইন আসছে। এত আইনের মধ্যে কীভাবে মুক্তসাংবাদিকতা হবে। দেশে মুক্তচিন্তা, মুক্তবুদ্ধি ও মুক্তসংস্কৃতির চর্চা দরকার। কিন্তু এ মুহূর্তে দেশে সেই অবস্থা আছে কি-না? এ অবস্থায় ডিজিটাল অবরোধের যুগে টিকে থাকতে হলে আমাদের একযোগে এক জায়গায় দাঁড়াতে হবে। অন্যথায় এই সংকটের সমাধান হবে না।’

বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘নতুন প্রেক্ষাপটে সারাপৃথিবীতে আইন চাওয়া হচ্ছে। কারণ নতুন সাইবার ক্রাইম হচ্ছে, নতুন অপরাধ হচ্ছে। এজন্য আইনগুলো হওয়াই দরকার। কিন্ত সেই আইনগুলো এমনভাবে করা হচ্ছে যারা নিজেরাই সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ করে অথবা সেই আইনের অপপ্রয়োগ সেই আইনকে ভঙ্গুর করে ফেলে।’

তিনি আরও বলেন, ‘নতুন আইন- অর্থাৎ নতুন নতুন আইন করায় মুক্তসাংবাদিকতা বাধাপ্রাপ্ত হচ্ছে। সংবাদপত্রকে নিয়ন্ত্রণে প্রথমে বিশেষ ক্ষমতা আইনের ৫৪ ধারা, পরে ডিজিটাল নিরাপত্তা আইনের ৫৭ ধারা বাধা হয়ে দাঁড়ায়। আমরা সেসব আইনের বিরুদ্ধে আন্দোলন করলাম। কিন্তু নতুন আইনের ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হলো না। তাই আইনের তিনটি পদক্ষেপের বিষয়ে সম্মিলিতভাবে ক্যাম্পেইন করে কোন আইনগুলো সংবাদপত্রের জন্য বাধা হচ্ছে তা বের করে আমরা অ্যাটর্নি জেনারেল, আইনমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমি একটা ছোট্ট প্রস্তাব করতে চাই সম্পাদক পরিষদে, আমাদের সাংবাদিক ইউনিয়নের যারা আছেন তাদের নিয়ে যদি ছোট একটা কমিটির মতো করেন তবে এই আইনি বাধা ও বেআইনি বাধা ও পুরোনো আইনি বাধা কোন আইন আমাদের সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করছে এটার একটা এনালাইসিস করে আমরা আবারো একটা ক্যাম্পেইন শুরু করতে পারি।’

নিউএজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর বলেন, ‘আমাদের সংঘবদ্ধভাবে রাজনৈতিক, সাংস্কৃতিকভাবে অবস্থার উত্তরণ ঘটাতে হবে।’

ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘আমাদের প্রচন্ড বিরোধিতা সত্ত্বেও সরকার পক্ষ থেকে বার বার আশ্বাস দেয়া হলো এরকম কিছু হবে না। সার্বিকভাবে এই আইনটি দিয়ে বাংলাদেশের যে ফিড্রম অব স্পিচ ও প্রেস ফ্রিডম অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

মাহফুজ আনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিষদের সহ-সভাপতি দ্য নিউএজ সম্পাদক নূরুল কবীর, বিএফইউজের (একাংশ) সভাপতি ওমর ফারুক চৌধুরী, বিএফইউজের (একাংশ) সভাপতি এম আবদুল্লাহ, ডিইউজের (একাংশ) সভাপতি কাদের গনি চৌধুরী, ডিইউজের (একাংশ) সাধারণ সম্পাদক আকতার হোসেন। এছাড়া অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর ৩ মে পালিত হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস। দেশে ওই সময় ঈদের ছুটি থাকায় ১৪ মে দিবসটি উপলক্ষে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেয় সম্পাদক পরিষদ। চলতি বছর বিশ্ব গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য ছিল জার্নালিজম আন্ডার ডিজিটাল সিজ বা ডিজিটাল নজরদারিতে সাংবাদিকতা। ডিজিটাল নজরদারি ও আক্রমণের মুখে বিশ্বজুড়ে সাংবাদিকতা যে হুমকি মোকাবিলা করছে সে বিষয়টিকে প্রাধান্য দিয়েই এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। সম্প্রতি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার জন্য এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

ছবি

শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস

ছবি

শিশু হাসপাতালে আগুন, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

ছবি

নিয়ন্ত্রণ হারিয়ে রাইদা বাস থার্ড টার্মিনালে, প্রকৌশলী নিহত

ছবি

ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক বিভাগে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ছবি

ভাষানটেকে বাবা-মা-দাদির পরে চলে গেল লামিয়াও

ছবি

যমুনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার, ঢাকামুখী পথ সচল

ছবি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ছবি

ভাসানটেকে গ্যাসের আগুন: শাশুড়ি ও স্ত্রীর পর স্বামীও মারা গেছে

ছবি

পহেলা বৈশাখে জাহানারা জাদুঘরের বিশেষ প্রদর্শনী

ছবি

চট্টগ্রামে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ছবি

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮

ঢাবি চারুকলার বকুলতলায় গান-নাচ-আবৃত্তিতে চৈত্রসংক্রান্তি উদ্‌যাপন

ছবি

ঢাকায় এসেছে ইসরায়েলের ফ্লাইট, বেবিচকের ব্যাখা

ছবি

বর্ষবরণের অপেক্ষায় রমনা

ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর গাড়িতে আগুন লাগে জানান পুলিশ

লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জনের মৃত্যু : আসামিদের তিন দিনের রিমান্ড

ছবি

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর প্রাইভেট কারে আগুন

রাজধানীর শাহজাদপুরে বুথের নিরাপত্তা প্রহরীকে হত্যা

ছবি

যাত্রীদের পিটুনিতে হয়নি চালক-সহকারীর মৃত্যু, হেলপার গল্প সাজিয়েছে বলছে পুলিশ

ছবি

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ছবি

মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা

ছবি

কেএনএফের তৎপরতা নিয়ে ঢাকায় কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ছবি

আবাসিক হোটেল থেকে নির্মাতা সোহানুর রহমানের মেয়ের মরদেহ উদ্ধার

কেটলির শর্টসার্কিট থেকে লিকেজের গ্যাসে বিস্তার

ছবি

জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে : আইজিপি

ছবি

কমলাপুর স্টেশনে বেড়েছে যাত্রীর চাপ, টিকেট ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

ছবি

ঈদে ঢাকা ছাড়ার আগে নগরবাসীকে ডিএমপির ১৪ পরামর্শ

ছবি

আগামী দিনে সদরঘাট আরও ফিটফাট হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

ছবি

মেট্রোরেলে ভ্যাট, ঘোষণা কে দিলো ‘জানেন না’ ওবায়দুল কাদের

ছবি

পর্নোগ্রাফির উদ্দেশ্যে ধর্ষণের ভিডিও করা হয় : পুলিশ

এডিস মশা : ডাবের খোসাসহ পরিত্যক্ত দ্রব্যাদি কিনবে ঢাকা উত্তর সিটি

ছবি

মেট্রোরেলের ভাড়া বাড়ছেে, ১৫% ভ্যাট বসানোর সিদ্ধান্ত

ঈদ যাত্রায় টার্মিনালের বাইরে যাত্রী ওঠানামা নয়: ট্রাফিক পুলিশ

ছবি

তেলবাহী লরি উল্টে আগুন : দগ্ধ আরও একজনের মৃত্যু

ছবি

ডেমরায় ১৪ বাসে আগুন নিয়ে রহস্য

ছবি

দেশে স্বাস্থ্য ব্যবস্থা নাজুক : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

tab

নগর-মহানগর

স্বাধীন সাংবাদিকতার বাধা আইন প্রত্যাহারের আহ্বান সম্পাদক, সাংবাদিক নেতাদের

সংবাদ অনলাইন রিপোর্ট

শনিবার, ১৪ মে ২০২২

সংবাদমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার জন্য যে আইনগুলো বাধা সেগুলো প্রত্যাহার করে সবার সঙ্গে আলোচনায় নতুন গণমাধ্যম আইন প্রণয়ন করতে হবে। মুক্ত সাংবাদিকতা চর্চায় ডিজিটাল নজরদারি থেকে সাংবাদিকতাকে রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন সম্পাদক ও সাংবাদিক নেতারা।

শনিবার (১৪ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্পাদক পরিষদ আয়োজিত ‘বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস : ডিজিটাল নজরদারিতে সাংবাদিকতা’ শীর্ষক এক আলোচনায় বক্তারা এ আহ্বান জানান।

আলোচনায় স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি ও সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করছে সেসব বিষয়ে পর্যালোচনা করতে সম্পাদক পরিষদকে অংশীজনদের নিয়ে পর্যালোচনার আহ্বান জানান বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। সেখানে সম্পাদক পরিষদের সভাপতি দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম একমত পোষণ করেন।

মাহফুজ আনাম জানান, গণমাধ্যমের জন্য ক্ষতিকর আইনগুলো নিয়ে বিভিন্ন সাংবাদিক নেতা ও অংশীজনদের একত্রিত করে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেয়া হবে। প্রয়োজনে সবাইকে নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সুরাহা করা হবে।

সমাপনী বক্তব্যে মাহফুজ আনাম বলেন, ‘স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের বিরুদ্ধে এত আইন কেন? ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি, নির্যাতন করা হচ্ছে। এসব আইনের মাধ্যমে গণমাধ্যম ও সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার পথ তৈরি করা হয়েছে। আমরা কী এমন করি? যার জন্য আমাদের হাত-পা বেঁধে দিতে হবে। ডিজিটাল আইনের কারণে সাংবাদিকতা বিকশিত হওয়ার কোন সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘এই আইনের ১৪টি ধারায় অজামিনযোগ্য বিধান রাখা হয়েছে। কিন্তু আমরা কী এমন অপরাধ করি, আমরা কেন জামিন পাবো না? সরকার বলছে, এই আইনটা দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণের জন্য। তাহলে তারা (সরকার) দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করুক। আমাদের কোন আপত্তি নেই। কিন্তু এ আইন থেকে সাংবাদিকদের উহ্য রাখতে হবে। গণমাধ্যমের হাত-পা বেঁধে যেমন গণতন্ত্র বিকশিত হবে না তেমনি গণতন্ত্র বিকশিত না হলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়।’

সম্পাদক পরিষদের সহ-সভাপতি শ্যামল দত্ত বলেন, ‘ডিজিটাল নজরাদরিতে সাংবাদিকতা হলে সেটাকে কি মুক্তগণমাধ্যম বলা হবে? আমি যদি সারাক্ষণ নজরদারির মধ্যে থাকি, আমার মাথায় যদি থাকে আমি নজরাদরির মধ্যে আছি, তাহলে কীভাবে মুক্তসাংবাদিকতা হবে? এতে করে সাংবাদিকতা বিকশিত হওয়ার পথ রুদ্ধ হয়।’

এরকম তিনটি আইন এই মুহূর্তে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শুনতে পাচ্ছি আরও একটি নতুন আইন আসছে। এত আইনের মধ্যে কীভাবে মুক্তসাংবাদিকতা হবে। দেশে মুক্তচিন্তা, মুক্তবুদ্ধি ও মুক্তসংস্কৃতির চর্চা দরকার। কিন্তু এ মুহূর্তে দেশে সেই অবস্থা আছে কি-না? এ অবস্থায় ডিজিটাল অবরোধের যুগে টিকে থাকতে হলে আমাদের একযোগে এক জায়গায় দাঁড়াতে হবে। অন্যথায় এই সংকটের সমাধান হবে না।’

বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘নতুন প্রেক্ষাপটে সারাপৃথিবীতে আইন চাওয়া হচ্ছে। কারণ নতুন সাইবার ক্রাইম হচ্ছে, নতুন অপরাধ হচ্ছে। এজন্য আইনগুলো হওয়াই দরকার। কিন্ত সেই আইনগুলো এমনভাবে করা হচ্ছে যারা নিজেরাই সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ করে অথবা সেই আইনের অপপ্রয়োগ সেই আইনকে ভঙ্গুর করে ফেলে।’

তিনি আরও বলেন, ‘নতুন আইন- অর্থাৎ নতুন নতুন আইন করায় মুক্তসাংবাদিকতা বাধাপ্রাপ্ত হচ্ছে। সংবাদপত্রকে নিয়ন্ত্রণে প্রথমে বিশেষ ক্ষমতা আইনের ৫৪ ধারা, পরে ডিজিটাল নিরাপত্তা আইনের ৫৭ ধারা বাধা হয়ে দাঁড়ায়। আমরা সেসব আইনের বিরুদ্ধে আন্দোলন করলাম। কিন্তু নতুন আইনের ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হলো না। তাই আইনের তিনটি পদক্ষেপের বিষয়ে সম্মিলিতভাবে ক্যাম্পেইন করে কোন আইনগুলো সংবাদপত্রের জন্য বাধা হচ্ছে তা বের করে আমরা অ্যাটর্নি জেনারেল, আইনমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমি একটা ছোট্ট প্রস্তাব করতে চাই সম্পাদক পরিষদে, আমাদের সাংবাদিক ইউনিয়নের যারা আছেন তাদের নিয়ে যদি ছোট একটা কমিটির মতো করেন তবে এই আইনি বাধা ও বেআইনি বাধা ও পুরোনো আইনি বাধা কোন আইন আমাদের সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করছে এটার একটা এনালাইসিস করে আমরা আবারো একটা ক্যাম্পেইন শুরু করতে পারি।’

নিউএজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর বলেন, ‘আমাদের সংঘবদ্ধভাবে রাজনৈতিক, সাংস্কৃতিকভাবে অবস্থার উত্তরণ ঘটাতে হবে।’

ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘আমাদের প্রচন্ড বিরোধিতা সত্ত্বেও সরকার পক্ষ থেকে বার বার আশ্বাস দেয়া হলো এরকম কিছু হবে না। সার্বিকভাবে এই আইনটি দিয়ে বাংলাদেশের যে ফিড্রম অব স্পিচ ও প্রেস ফ্রিডম অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

মাহফুজ আনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিষদের সহ-সভাপতি দ্য নিউএজ সম্পাদক নূরুল কবীর, বিএফইউজের (একাংশ) সভাপতি ওমর ফারুক চৌধুরী, বিএফইউজের (একাংশ) সভাপতি এম আবদুল্লাহ, ডিইউজের (একাংশ) সভাপতি কাদের গনি চৌধুরী, ডিইউজের (একাংশ) সাধারণ সম্পাদক আকতার হোসেন। এছাড়া অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর ৩ মে পালিত হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস। দেশে ওই সময় ঈদের ছুটি থাকায় ১৪ মে দিবসটি উপলক্ষে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেয় সম্পাদক পরিষদ। চলতি বছর বিশ্ব গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য ছিল জার্নালিজম আন্ডার ডিজিটাল সিজ বা ডিজিটাল নজরদারিতে সাংবাদিকতা। ডিজিটাল নজরদারি ও আক্রমণের মুখে বিশ্বজুড়ে সাংবাদিকতা যে হুমকি মোকাবিলা করছে সে বিষয়টিকে প্রাধান্য দিয়েই এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। সম্প্রতি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার জন্য এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

back to top