মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউন এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।বুধবার এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ২০ থেকে ২৫ জন ভবনটিতে কাজ করছিলেন। বহুতল ভবন নির্মাণে শ্রমিকদের নিরাপত্তায় যে ধরনের উপকরণের প্রয়োজন হয়, সেসব ছিল না তাঁদের। নিহত শ্রমিকেরা হলেন মো. সেন্টু (৩৩) ও মামুন হোসেন (১৭)।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে বলেন, নির্মাণাধীন ১১ তলা ভবনের ৭ তলায় মাচা বেঁধে প্লাস্টার করছিলেন শ্রমিকেরা। এ সময় রশি ছিঁড়ে নিচে পড়ে মারা যান দুই শ্রমিক। এ ঘটনায় ভবনমালিকের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করা হবে।
নিহত দুই শ্রমিকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ি এলাকায়। নির্মাণাধীন ভবনটিতে থেকে কাজ করতেন তাঁরা। মামুনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর সেন্টুর মরদেহ আছে ধানমন্ডির একটি হাসপাতালে।
বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২
মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউন এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।বুধবার এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ২০ থেকে ২৫ জন ভবনটিতে কাজ করছিলেন। বহুতল ভবন নির্মাণে শ্রমিকদের নিরাপত্তায় যে ধরনের উপকরণের প্রয়োজন হয়, সেসব ছিল না তাঁদের। নিহত শ্রমিকেরা হলেন মো. সেন্টু (৩৩) ও মামুন হোসেন (১৭)।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে বলেন, নির্মাণাধীন ১১ তলা ভবনের ৭ তলায় মাচা বেঁধে প্লাস্টার করছিলেন শ্রমিকেরা। এ সময় রশি ছিঁড়ে নিচে পড়ে মারা যান দুই শ্রমিক। এ ঘটনায় ভবনমালিকের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করা হবে।
নিহত দুই শ্রমিকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ি এলাকায়। নির্মাণাধীন ভবনটিতে থেকে কাজ করতেন তাঁরা। মামুনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর সেন্টুর মরদেহ আছে ধানমন্ডির একটি হাসপাতালে।