জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার প্রভাবে রাজধানীতে পরিবহন চলাচল কমিয়ে দিয়েছেন বাস মালিকরা।
দাম বৃদ্ধির ঘোষণার পর থেকেই গণপরিবহন চলাচল কমে যায়। এতে বিপাকে পড়েছেন নগরবাসী।
শনিবার সকালে রাজধানীর গুলিস্তান, পল্টন, ফার্মগেট, ধানমন্ডি, বাংলামোটর, মগবাজার, শাহবাগ, যাত্রাবাড়ী ও সায়দাবাদ এলাকায় বাস চলাচল কম দেখা গেছে।
তবে কিছু বাস চললেও অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ।
এদিকে এই সুযোগে সিএনজি অটোরিকশা, টেম্পোসহ অন্যান্য ছোট যানবাহনের ভাড়াও বাড়িয়ে দিয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা।
গুলিস্তানের একটি মার্কেটে কাজ করেন আফজাল হোসেন। তার বাসা যাত্রাবাড়ি। তিনি বলেন, ‘রাস্তায় গাড়ির সংকট। কষ্ট করে একটায় উঠেছি সেটাও বেশি বাড়া দিয়ে এসেছি।’
শনিবার, ০৬ আগস্ট ২০২২
জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার প্রভাবে রাজধানীতে পরিবহন চলাচল কমিয়ে দিয়েছেন বাস মালিকরা।
দাম বৃদ্ধির ঘোষণার পর থেকেই গণপরিবহন চলাচল কমে যায়। এতে বিপাকে পড়েছেন নগরবাসী।
শনিবার সকালে রাজধানীর গুলিস্তান, পল্টন, ফার্মগেট, ধানমন্ডি, বাংলামোটর, মগবাজার, শাহবাগ, যাত্রাবাড়ী ও সায়দাবাদ এলাকায় বাস চলাচল কম দেখা গেছে।
তবে কিছু বাস চললেও অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ।
এদিকে এই সুযোগে সিএনজি অটোরিকশা, টেম্পোসহ অন্যান্য ছোট যানবাহনের ভাড়াও বাড়িয়ে দিয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা।
গুলিস্তানের একটি মার্কেটে কাজ করেন আফজাল হোসেন। তার বাসা যাত্রাবাড়ি। তিনি বলেন, ‘রাস্তায় গাড়ির সংকট। কষ্ট করে একটায় উঠেছি সেটাও বেশি বাড়া দিয়ে এসেছি।’