ঢাকার দক্ষিণখানে ভাগ্নেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক। আজ মঙ্গলবার সকালে দক্ষিণখানের কসাইবাড়ি রেল গেইটে এই দুর্ঘটনা ঘটে জানায় রেল পুলিশ। নিহতের নাম মানিক মিয়া (৩০)। তিনি গাড়ির টায়ারের এক দোকানের কর্মচারী ছিলেন। তার বাসা দক্ষিণখানের ফায়দাবাদ চৌরাস্তায়।
স্ত্রীর বড় বোনের শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান মানিক। ওই শিশুটি মায়ের সঙ্গে কয়েক দিন আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় মানিকের বাসায় বেড়াতে এসেছিল।
মানিকের স্ত্রী সালমা আকতার বলেন, ব্রাহ্মণবাড়িয়া ফিরে যেতে সকালে বিমানবন্দর রেলস্টেশনের উদ্দেশে বের হয়েছিল তার বোন এবং সাত বছরের ভাগ্নে। তাদের এগিয়ে দিতে তিনি ও তার স্বামী মানিকও যাচ্ছিলেন।
“আমরা হেঁটে রেল স্টেশনে যাওয়ার সময় আমার বোনের ছেলে কসাইবাড়ি রেল গেইটে রেললাইনের উপর উঠে পড়ে। এসময় একটি ট্রেন আসছিল। মানিক দেখতে পেয়ে দৌড়ে গিয়ে রিফাতকে ধাক্কা দেয়। তবে নিজে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে।”
ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয় বলে জানিয়েছেন কমলাপুর রেল থানার এসআই কামরুল ইসলাম।
তিনি বলেন, মানিক দক্ষিণখান এলাকার একটি টায়ারের দোকানে কাজ করতেন। তার বাসা থেকে বিমানবন্দর স্টেশন কাছেই বলে তারা হেঁটেই স্টেশনে যাচ্ছিলেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় রেল পুলিশ। তবে পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
ঢাকার দক্ষিণখানে ভাগ্নেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক। আজ মঙ্গলবার সকালে দক্ষিণখানের কসাইবাড়ি রেল গেইটে এই দুর্ঘটনা ঘটে জানায় রেল পুলিশ। নিহতের নাম মানিক মিয়া (৩০)। তিনি গাড়ির টায়ারের এক দোকানের কর্মচারী ছিলেন। তার বাসা দক্ষিণখানের ফায়দাবাদ চৌরাস্তায়।
স্ত্রীর বড় বোনের শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান মানিক। ওই শিশুটি মায়ের সঙ্গে কয়েক দিন আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় মানিকের বাসায় বেড়াতে এসেছিল।
মানিকের স্ত্রী সালমা আকতার বলেন, ব্রাহ্মণবাড়িয়া ফিরে যেতে সকালে বিমানবন্দর রেলস্টেশনের উদ্দেশে বের হয়েছিল তার বোন এবং সাত বছরের ভাগ্নে। তাদের এগিয়ে দিতে তিনি ও তার স্বামী মানিকও যাচ্ছিলেন।
“আমরা হেঁটে রেল স্টেশনে যাওয়ার সময় আমার বোনের ছেলে কসাইবাড়ি রেল গেইটে রেললাইনের উপর উঠে পড়ে। এসময় একটি ট্রেন আসছিল। মানিক দেখতে পেয়ে দৌড়ে গিয়ে রিফাতকে ধাক্কা দেয়। তবে নিজে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে।”
ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয় বলে জানিয়েছেন কমলাপুর রেল থানার এসআই কামরুল ইসলাম।
তিনি বলেন, মানিক দক্ষিণখান এলাকার একটি টায়ারের দোকানে কাজ করতেন। তার বাসা থেকে বিমানবন্দর স্টেশন কাছেই বলে তারা হেঁটেই স্টেশনে যাচ্ছিলেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় রেল পুলিশ। তবে পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।