রাজধানী ভাটারার সাঈদ নগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন- আবদুল মজিদ শিকদার (৭০) ও তাসলিমা বেগম (৫০)।
আজ ভোরে এ ঘটনা ঘটে। ভাটারা থানার উপ-পরিদর্শক মো. রাজন বলেন, ভোরে সাঈদ নগর এলাকার একটি বাসায় আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন তারা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা। ততোক্ষণে আগুন নিভে যায়। ফ্লাটে স্বামী-স্ত্রী দুইজনেই থাকতেন।
পুলিশের ধারণা সিলিন্ডার লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। ভোরে চুলা জ্বালানোর সময় আগুন লেগে স্বামী-স্ত্রী দগ্ধ হন। ঘটনাস্থলেই তারা মারা যান। ভাটারা সাইদ নগর এ ব্লকের ১০৬ নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকতেন এই দম্পতি। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মৃত দম্পত্তির ভাতিজা মোরশেদ আলম থানায় সাধারণ ডায়েরি করেন।
বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩
রাজধানী ভাটারার সাঈদ নগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন- আবদুল মজিদ শিকদার (৭০) ও তাসলিমা বেগম (৫০)।
আজ ভোরে এ ঘটনা ঘটে। ভাটারা থানার উপ-পরিদর্শক মো. রাজন বলেন, ভোরে সাঈদ নগর এলাকার একটি বাসায় আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন তারা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা। ততোক্ষণে আগুন নিভে যায়। ফ্লাটে স্বামী-স্ত্রী দুইজনেই থাকতেন।
পুলিশের ধারণা সিলিন্ডার লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। ভোরে চুলা জ্বালানোর সময় আগুন লেগে স্বামী-স্ত্রী দগ্ধ হন। ঘটনাস্থলেই তারা মারা যান। ভাটারা সাইদ নগর এ ব্লকের ১০৬ নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকতেন এই দম্পতি। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মৃত দম্পত্তির ভাতিজা মোরশেদ আলম থানায় সাধারণ ডায়েরি করেন।