যশোরে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের লাল দিঘিরপাড় থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী। অল্প কিছুদিন ওই স্কুলে চাকরি হলেও একাধিক ছাত্রীকে নিজের অফিসকক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রীর পিতা আদালতে মামলা করেন। ওই মামলাটি আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়। কিন্তু মামলাটি তদন্ত করে আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান।
তবে বিচারক ওই তদন্ত রিপোর্ট গ্রহণ না করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আসামি জুলফিকার আলীর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় কোতোয়ালি থানার এএসআই তৌহিদুল ইসলাম যশোর শহরের লাল দিঘিরপাড় থেকে তাকে আটক করেন।
এই ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আসামি জুলফিকার আলীকে আটক করা হয়েছে।
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
যশোরে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের লাল দিঘিরপাড় থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী। অল্প কিছুদিন ওই স্কুলে চাকরি হলেও একাধিক ছাত্রীকে নিজের অফিসকক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রীর পিতা আদালতে মামলা করেন। ওই মামলাটি আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়। কিন্তু মামলাটি তদন্ত করে আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান।
তবে বিচারক ওই তদন্ত রিপোর্ট গ্রহণ না করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আসামি জুলফিকার আলীর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় কোতোয়ালি থানার এএসআই তৌহিদুল ইসলাম যশোর শহরের লাল দিঘিরপাড় থেকে তাকে আটক করেন।
এই ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আসামি জুলফিকার আলীকে আটক করা হয়েছে।