alt

অপরাধ ও দুর্নীতি

শেখ হাসিনার প্রশ্রয় না পেলে আনভীররা বেপরোয়া হতো না : মুনিয়ার বোন

সংবাদ অনলাইন রিপোর্ট : বুধবার, ২১ আগস্ট ২০২৪

রাজধানী গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রভাবিত করা হয়েছে বলে দাবি করেছেন তার বোন নুসরাত জাহান তানিয়া। তিনি ওই মৃত্যুর ঘটনা তদন্তে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরসহ সংশ্লিষ্টদের অবিলম্বে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তানিয়া বলেন, ‘আমি বিশ্বাস করি, শেখ হাসিনার প্রশ্রয় না পেলে- আনভীররা এতটা বেপরোয়া হয়ে ওঠার সাহস পেতো না। পিবিআইতে যখন আমার মামলাটি গেল, সেখানেও অর্থ ঢেলে- তৎকালীন পিবিআই প্রধান বনজ কুমারকে ঘুষ দিয়ে তাদের থেকেও একটি একপেশে তদন্ত রিপোর্ট নিয়ে আসে বসুন্ধরা গ্রুপ। ‘ওই রিপোর্টেও আনভীরসহ সকলকে অব্যাহতি দেয়া হয়। আমি নারাজি জানানোর পর সেটাও আদালতে খারিজ হয়ে যায়।’

২০২১ সালে ২৬ এপ্রিল রাতে ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ২১ বছর বয়সী মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। মুনিয়া ঢাকার মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লার মনোহরপুরে, পরিবার সেখানেই থাকে। মৃত্যুর মাস দুয়েক আগে এক লাখ টাকায় ভাড়া নেয়া ওই ফ্ল্যাটে উঠেছিলেন তিনি।

তানিয়া বলেন, মুনিয়াকে মেরে ফেলার পর থেকেই ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ পুরো রাষ্ট্রযন্ত্রকেই কিনে ফেলতে চেয়েছিল। ‘তৎকালীন আইজিপি বেনজীর এবং গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার- আনভীরকে বাঁচিয়ে দেয়ার জন্য নির্লজ্জ ভূমিকা রেখেছিল। পরবর্তীতে গুলশান থানা আনভীরকে অব্যাহতি দিয়েই তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়।’

মুনিয়ার বড় বোন বলেন, ‘একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমি আমার বোনের হত্যার বিচার দাবিতে দ্বারে দ্বারে ঘুরেও ন্যায়বিচার পাইনি। তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তার বন্ধু তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা আনভীরের কাছ থেকে ঘুষ নিয়ে মামলা প্রভাবিত করার চেষ্টা করেন।

‘আমি এসব ব্যাপারে পতিত স্বৈরাচার, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য একাধিকবার আবেদন করি। প্রায় ২৬ পৃষ্ঠার একটি চিঠি লিখে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। কিন্তু তিনি সাক্ষাৎ দেননি।’

‘বিচারের নামে তামাশা হয়েছে’ মন্তব্য করে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করে মুনিয়ার বোন বলেন, ‘আমি অবিলম্বে ভূমিদস্যু বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলম (আহমেদ আকবর সোবহান) ও তার ছেলে আনভীরকে গ্রেপ্তার করে মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিসেবে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করছি।’

তানিয়া বলেন, ‘সবচেয়ে দুঃখের বিষয় হলো মুনিয়া গর্ভবতী ছিল, পিবিআই তাদের তদন্তেও বলেছে- সেটা ছিল আনভীরেরই সন্তান। অথচ সেই আনভীরকে তারা ডিএনএ স্যাম্পল টেস্ট করতে বললো না। আনভীরকে একটিবারের জন্যও জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার করেনি।’ একজন আসামি কী করে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে পারে- এমন প্রশ্নে রেখে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার এম সরোয়ার হোসেন সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা দয়া করে বের করবেন এই মামলায় কে কতো টাকা হাতিয়ে নিয়েছে এই ভূমিদস্যুদের কাছ থেকে।

‘এই পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায়বিচার স্বার্থে আপনারা দাঁড়ান। আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনারা যদি সাপোর্ট দেন, তাহলে আমরা ন্যায়বিচার পাব।’

আইনজীবী সরোয়ার বলেন, ‘আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমি আহ্বান রাখব- আজকেই এই হত্যাকারী এবং ধর্ষণের যারা আসামি, তাদেরকে গ্রেপ্তার করুন। ‘আপনারা অ্যাডমিনিস্ট্রিটিভ আদেশের মাধ্যমে মামলা পুরো তদন্তে পাঠান। এ ঘটনা বাংলাদেশে যাতে আর কোনোদিন না ঘটে- সেই রাষ্ট্রব্যবস্থা আমরা চাই।’

তিনি বলেন, ‘কোনো পুলিশ, কোনো তদন্তকারী অফিসার ঘুষ খেয়ে মামলার ন্যায্যতা নষ্ট করবে, মামলার আসামিকে বাঁচিয়ে দিবে- এটা আমরা এই বাংলাদেশে আর কোনোদিন দেখতে চাই না।’ এক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, ‘আমরা মনে করি তিন পক্ষের ব্যর্থতা। রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের দায়িত্ব ছিল এটাকে সুপারভাইজ করা। এমন সেনসিটিভ মামলায় আপনারা জানেন একটা সেল আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে. তাহলে তারা ম্যানেজ হয়ে গেছে।

‘যারা তদন্ত রিপোর্ট দিয়েছে, তারা ম্যানেজ হয়ে গেছে এবং কোর্ট ব্যবস্থা- তারাও ম্যানেজ হয়ে গেছে। কে ম্যানেজ করেছে, আপনারা জানেন কুখ্যাত আনিসুল হক আইনমন্ত্রী, তার চেম্বার বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। আপনারা বুঝতে পারেন কারা এটা করেছে।’ ব্যারিস্টার এম সরোয়ার বলেন, ‘পিবিআইয়ের তদন্তকারী অফিসার স্পষ্ট করে বলেছে, শুধুমাত্র আনভীর ওই বাসায় যাওয়া-আসা করতো। ওখানের গার্ড বলেছে এবং সিসিটিভিতে এর প্রমাণ রয়েছে। এতকিছু থাকার পরে তদন্তকারী অফিসার কেন আনভীরকে গ্রেপ্তার করল না?

‘আমরা বলি, এটা তদন্তকারী অফিসারের একটা ব্যর্থতা যে, ডিএনএ টেস্টে তাকে নেয়নি। এমনকি তাকে গ্রেপ্তার করে নাই, এমনকি তাকে গ্রেপ্তারের কোনো প্রচেষ্টাই করে নাই।’ উচ্চ আদালতে না গিয়ে সংবাদ সম্মেলন কেন করছেন, এ প্রশ্নের উত্তরে এই আইনজীবী বলেন, ‘আমরা মনে করি, এই পরিবর্তিত পরিস্থিতিতে যারা রাষ্ট্র এখন পরিচালনা করছে, যে ছাত্র-জনতা আন্দোলন করছে- এ ধরনের ঘটনা তাদের জানার দরকার আছে। আমরা আইনি প্রক্রিয়ায় রয়েছি।’

বিভিন্ন সংবাদমাধ্যমে মুনিয়ার চরিত্রহনন করা হয়েছে দাবি করে কান্নাজড়িত কণ্ঠে তানিয়া বলেন, ‘আনভীর যদি খুন না করে তাহলে এক সাংবাদিককে দিয়ে কেন ২০ কোটি টাকা আমাকে অফার করল? আমার সেই মগজ আছে, আমি নেব না। আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু বিক্রি আমি হব না। ‘আমার বোনেরটা ছিল ভুল, কিন্তু আপনারা যেটা করছেন- সেটা অন্যায়। সে ভুল করতে পারে, অন্যায় করে নাই। এখনও আপনারা দেখতেছেন আমি আদালতের দুয়ারে দুয়ারে। এগুলা কি আপনাদের একটুও বিবেক নাড়া দেয় না?’

তিনি বলেন, ‘এখন যেই আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তিনি একটা বক্তব্য রেখেছিলেন মুনিয়াকে নিয়ে তখন। এখন উনি যেহেতু আইন উপদেষ্টা, ওনার কাছে আমার বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা, আপনাদের কাছে আমাকে সোপর্দ করা।’ অভিযোগের বিষয়ে সায়েম সোবহান আনভীর কিংবা বসুন্ধরা গ্রুপের কোনো বক্তব্য জানা যায়নি। বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়বকে কল ও এসএমএস করা হলেও তিনি সাড়া দেননি।

মুনিয়ার মৃতদেহ উদ্ধারের রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন তানিয়া। মামলায় বলা হয়, ‘বিয়ের প্রলোভন’ দেখিয়ে আনভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন মুনিয়ার সঙ্গে। ওই বাসায় তার যাতায়াত ছিল। কিন্তু বিয়ে না করে তিনি উল্টো ‘হুমকি’ দিয়েছিলেন। মুনিয়ার মৃতদেহ উদ্ধারের পর সেখান থেকে তার মোবাইলসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করে পুলিশ, যার মধ্যে ছয়টি ডায়েরি ছিল। সিসিটিভির ভিডিও পরীক্ষা করে মুনিয়ার ফ্ল্যাটে আনভীরের যাতায়াতের ‘প্রমাণ পাওয়ার’ কথাও সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল।

তবে তদন্ত শেষে প্রতিবেদনে মুনিয়ার ‘আত্মহত্যায়’ আনভীরের ‘সংশ্লিষ্টতা পাওয়া যায়নি’ জানিয়ে ২০২১ সালের ১৯ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। পুলিশের ওই প্রতিবেদনে অনাস্থা (নারাজি) জানিয়ে মুনিয়ার বোন অন্য কেনো সংস্থার মাধ্যমে মামলাটি তদন্তের আবেদন করেছিলেন। তা খারিজ করে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী ২০২১ সালের ১৮ আগস্ট চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সায়েম সোবহান আনভীরকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।

ওই বছরের ৬ সেপ্টেম্বর আনভীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ‘হত্যা ও ধর্ষণের’ মামলা করেন মুনিয়ার বোন তানিয়া। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরুজা পারভীন তার বক্তব্য শুনে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ১৩ মাসের মাথায় ২০২২ সালে আনভীরসহ ৮ জনকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থাটি।

আদালতে জমা দেয়া তদন্ত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা বলেছেন, ‘আমি বিস্তারিত তদন্ত করে দেখেছি, আত্মহত্যার সময় আনভীর সেখানে উপস্থিত ছিলেন না। শারীরিক সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে, কিন্তু জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের প্রমাণ পাওয়া যায়নি। যে কারণে আমি ‘তথ্যগত ভুল’ উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দিলাম।’

পরে এ প্রতিবেদনেও নারাজি আবেদন করেন তানিয়া। গত ১০ মার্চ নারাজি আবেদনের ওপর শুনানি হলেও আদেশ দেয়া হয়নি। সর্বশেষে ২০ মার্চ মুনিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগে করা মামলা থেকে আনভীরসহ ৮ জনকে অব্যাহতি দেয়া হয়। বাদীপক্ষের নারাজি আবেদন নাকচ করে পিবিআইয়ের দেয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলী এ আদেশ দেন। অব্যাহতি পাওয়া অন্য আসামিরা হলেন- আনভীরের বাবা আহমেদ আকবর সোবহান, মা আফরোজা সোবহান, স্ত্রী সাবরিনা সোবহান, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, ইব্রাহিম আহমেদ রিপন, শারমিন ও সাইফা রহমান মিম।

ছবি

শ্রীনগরে স্বপন মেম্বার ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলায় গ্রেফতার

সোনারগাঁয়ে হত্যার হুমকি দিয়ে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, পুলিশের উদাসীনতায় ঘটনা ধামাচাপার চেষ্টা

শেখ হাসিনার বিচার শুরুর নির্দেশ, রাজসাক্ষী হতে চান সাবেক আইজিপি মামুন

ছবি

হাতিরঝিলের হত্যা মামলায় সুব্রত বাইনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

ছবি

‘বিদেশ থেকে প্রমাণ না মেলায় তদন্ত বিলম্বিত’ — দুদক

ছবি

মালয়েশিয়ায় ‘জঙ্গি সংশ্লিষ্টতা’: ঢাকায় ৩৫ প্রবাসীর বিরুদ্ধে মামলা

ছবি

লোহাগাড়ায় ১১ মৃত্যু: অবশেষে ধরা পড়লেন বাস চালক সোহেল

ছবি

অস্ত্র মামলায় আনিসুল হকের দুই দিনের রিমান্ড

ছবি

পলাতক ২৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ, হাজির না হলে অনুপস্থিতিতেই বিচার

ছবি

পীরগাছায় পুলিশের অভিযানে চুরি হওয়া ৩ মোটরসাইকেলসহ গ্রেফতার ৫

ছবি

মুরাদনগরে নারী নির্যাতনের ঘটনায় মূল উসকানিদাতা ভাই শাহ পরাণ: পরিকল্পনায় ‘মব’, ভিডিওও তার ‘নির্দেশে’

ছবি

মুরাদনগরে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় চার আসামির তিন দিনের রিমান্ড

ভোটবিহীন নির্বাচন মামলায় নূরুল হুদা কারাগারে, পেলেন না জামিন

ছবি

শেখ রেহানার স্বামী ও তারিক সিদ্দিকের সম্পত্তি জব্দের আদেশ

ছবি

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

ছবি

বিএনপির মামলায় সাবেক সিইসি নূরুল হুদার জবানবন্দি রেকর্ড শুরু

ছবি

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবির সাবেক উপাচার্যসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি

তিনটি হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, আছেন সাবেক এসপিও

ধর্ষণের পর বিবস্ত্র অবস্থায় মারধর, ভিডিও ভাইরালের ঘটনায় গ্রেপ্তার ৫

ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশ

রূপগঞ্জে মদ্যপ অবস্থায় অশোভন আচরণ, প্রতিবাদ করায় দুই যুবককে গুলি

নাইক্ষ্যংছড়িতে ইমাম হত্যা,৫ জনকে আসামী করে মামলা

ছবি

হত্যা মামলায় ইনু, কামাল, পলকসহ চারজনকে গ্রেপ্তার দেখালো আদালত

ছবি

বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় প্রিন্স মামুনের বিচার শুরু

ছবি

ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে দুদক চেয়ারম্যান, টিউলিপকে বাংলাদেশি নাগরিক বলেও মন্তব্য

ছবি

১৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ, এস আলম গ্রুপ ও ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতের কঠোর পদক্ষেপ

ছবি

‘ভোটের প্রতারণা’ অভিযোগে রিমান্ড শুনানিতে নিজেকে নির্দোষ দাবি নূরুল হুদার

ছবি

নগদের ১ কোটি টাকার ডাকাতি: রহস্য উদঘাটনের দাবি পুলিশের, উদ্ধার সাড়ে ৩২ লাখ

ছবি

স্বপ্না হত্যা: থানা থেকে সিআইডি, তবু রহস্য অজানা

ছবি

সাক্ষ্যগ্রহণের দিনে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালাল অপহরণ ও হত্যার আসামি

ছবি

আদালত অবমাননার মামলায় আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে ট্রাইব্যুনালের সহায়তাকারী নিযুক্ত

ছবি

সবজি ব্যবসায়ী শাওন হত্যা মামলায় সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে, আনিসুল হক গ্রেপ্তার

মিরপুরে প্রকাশ্যে গুলি করে টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫ আসামির রিমান্ড মঞ্জুর

ছবি

কেরাণীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড

ছবি

রংপুরের কাউনিয়ায় টিসিবির কার্ড বিতরণে টাকা আদায়ের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ছবি

মানিলন্ডারিং তদন্ত: তিন সহযোগীর বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

tab

অপরাধ ও দুর্নীতি

শেখ হাসিনার প্রশ্রয় না পেলে আনভীররা বেপরোয়া হতো না : মুনিয়ার বোন

সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার, ২১ আগস্ট ২০২৪

রাজধানী গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রভাবিত করা হয়েছে বলে দাবি করেছেন তার বোন নুসরাত জাহান তানিয়া। তিনি ওই মৃত্যুর ঘটনা তদন্তে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরসহ সংশ্লিষ্টদের অবিলম্বে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তানিয়া বলেন, ‘আমি বিশ্বাস করি, শেখ হাসিনার প্রশ্রয় না পেলে- আনভীররা এতটা বেপরোয়া হয়ে ওঠার সাহস পেতো না। পিবিআইতে যখন আমার মামলাটি গেল, সেখানেও অর্থ ঢেলে- তৎকালীন পিবিআই প্রধান বনজ কুমারকে ঘুষ দিয়ে তাদের থেকেও একটি একপেশে তদন্ত রিপোর্ট নিয়ে আসে বসুন্ধরা গ্রুপ। ‘ওই রিপোর্টেও আনভীরসহ সকলকে অব্যাহতি দেয়া হয়। আমি নারাজি জানানোর পর সেটাও আদালতে খারিজ হয়ে যায়।’

২০২১ সালে ২৬ এপ্রিল রাতে ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ২১ বছর বয়সী মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। মুনিয়া ঢাকার মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লার মনোহরপুরে, পরিবার সেখানেই থাকে। মৃত্যুর মাস দুয়েক আগে এক লাখ টাকায় ভাড়া নেয়া ওই ফ্ল্যাটে উঠেছিলেন তিনি।

তানিয়া বলেন, মুনিয়াকে মেরে ফেলার পর থেকেই ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ পুরো রাষ্ট্রযন্ত্রকেই কিনে ফেলতে চেয়েছিল। ‘তৎকালীন আইজিপি বেনজীর এবং গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার- আনভীরকে বাঁচিয়ে দেয়ার জন্য নির্লজ্জ ভূমিকা রেখেছিল। পরবর্তীতে গুলশান থানা আনভীরকে অব্যাহতি দিয়েই তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়।’

মুনিয়ার বড় বোন বলেন, ‘একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমি আমার বোনের হত্যার বিচার দাবিতে দ্বারে দ্বারে ঘুরেও ন্যায়বিচার পাইনি। তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তার বন্ধু তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা আনভীরের কাছ থেকে ঘুষ নিয়ে মামলা প্রভাবিত করার চেষ্টা করেন।

‘আমি এসব ব্যাপারে পতিত স্বৈরাচার, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য একাধিকবার আবেদন করি। প্রায় ২৬ পৃষ্ঠার একটি চিঠি লিখে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। কিন্তু তিনি সাক্ষাৎ দেননি।’

‘বিচারের নামে তামাশা হয়েছে’ মন্তব্য করে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করে মুনিয়ার বোন বলেন, ‘আমি অবিলম্বে ভূমিদস্যু বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলম (আহমেদ আকবর সোবহান) ও তার ছেলে আনভীরকে গ্রেপ্তার করে মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিসেবে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করছি।’

তানিয়া বলেন, ‘সবচেয়ে দুঃখের বিষয় হলো মুনিয়া গর্ভবতী ছিল, পিবিআই তাদের তদন্তেও বলেছে- সেটা ছিল আনভীরেরই সন্তান। অথচ সেই আনভীরকে তারা ডিএনএ স্যাম্পল টেস্ট করতে বললো না। আনভীরকে একটিবারের জন্যও জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার করেনি।’ একজন আসামি কী করে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে পারে- এমন প্রশ্নে রেখে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার এম সরোয়ার হোসেন সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা দয়া করে বের করবেন এই মামলায় কে কতো টাকা হাতিয়ে নিয়েছে এই ভূমিদস্যুদের কাছ থেকে।

‘এই পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায়বিচার স্বার্থে আপনারা দাঁড়ান। আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনারা যদি সাপোর্ট দেন, তাহলে আমরা ন্যায়বিচার পাব।’

আইনজীবী সরোয়ার বলেন, ‘আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমি আহ্বান রাখব- আজকেই এই হত্যাকারী এবং ধর্ষণের যারা আসামি, তাদেরকে গ্রেপ্তার করুন। ‘আপনারা অ্যাডমিনিস্ট্রিটিভ আদেশের মাধ্যমে মামলা পুরো তদন্তে পাঠান। এ ঘটনা বাংলাদেশে যাতে আর কোনোদিন না ঘটে- সেই রাষ্ট্রব্যবস্থা আমরা চাই।’

তিনি বলেন, ‘কোনো পুলিশ, কোনো তদন্তকারী অফিসার ঘুষ খেয়ে মামলার ন্যায্যতা নষ্ট করবে, মামলার আসামিকে বাঁচিয়ে দিবে- এটা আমরা এই বাংলাদেশে আর কোনোদিন দেখতে চাই না।’ এক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, ‘আমরা মনে করি তিন পক্ষের ব্যর্থতা। রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের দায়িত্ব ছিল এটাকে সুপারভাইজ করা। এমন সেনসিটিভ মামলায় আপনারা জানেন একটা সেল আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে. তাহলে তারা ম্যানেজ হয়ে গেছে।

‘যারা তদন্ত রিপোর্ট দিয়েছে, তারা ম্যানেজ হয়ে গেছে এবং কোর্ট ব্যবস্থা- তারাও ম্যানেজ হয়ে গেছে। কে ম্যানেজ করেছে, আপনারা জানেন কুখ্যাত আনিসুল হক আইনমন্ত্রী, তার চেম্বার বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। আপনারা বুঝতে পারেন কারা এটা করেছে।’ ব্যারিস্টার এম সরোয়ার বলেন, ‘পিবিআইয়ের তদন্তকারী অফিসার স্পষ্ট করে বলেছে, শুধুমাত্র আনভীর ওই বাসায় যাওয়া-আসা করতো। ওখানের গার্ড বলেছে এবং সিসিটিভিতে এর প্রমাণ রয়েছে। এতকিছু থাকার পরে তদন্তকারী অফিসার কেন আনভীরকে গ্রেপ্তার করল না?

‘আমরা বলি, এটা তদন্তকারী অফিসারের একটা ব্যর্থতা যে, ডিএনএ টেস্টে তাকে নেয়নি। এমনকি তাকে গ্রেপ্তার করে নাই, এমনকি তাকে গ্রেপ্তারের কোনো প্রচেষ্টাই করে নাই।’ উচ্চ আদালতে না গিয়ে সংবাদ সম্মেলন কেন করছেন, এ প্রশ্নের উত্তরে এই আইনজীবী বলেন, ‘আমরা মনে করি, এই পরিবর্তিত পরিস্থিতিতে যারা রাষ্ট্র এখন পরিচালনা করছে, যে ছাত্র-জনতা আন্দোলন করছে- এ ধরনের ঘটনা তাদের জানার দরকার আছে। আমরা আইনি প্রক্রিয়ায় রয়েছি।’

বিভিন্ন সংবাদমাধ্যমে মুনিয়ার চরিত্রহনন করা হয়েছে দাবি করে কান্নাজড়িত কণ্ঠে তানিয়া বলেন, ‘আনভীর যদি খুন না করে তাহলে এক সাংবাদিককে দিয়ে কেন ২০ কোটি টাকা আমাকে অফার করল? আমার সেই মগজ আছে, আমি নেব না। আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু বিক্রি আমি হব না। ‘আমার বোনেরটা ছিল ভুল, কিন্তু আপনারা যেটা করছেন- সেটা অন্যায়। সে ভুল করতে পারে, অন্যায় করে নাই। এখনও আপনারা দেখতেছেন আমি আদালতের দুয়ারে দুয়ারে। এগুলা কি আপনাদের একটুও বিবেক নাড়া দেয় না?’

তিনি বলেন, ‘এখন যেই আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তিনি একটা বক্তব্য রেখেছিলেন মুনিয়াকে নিয়ে তখন। এখন উনি যেহেতু আইন উপদেষ্টা, ওনার কাছে আমার বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা, আপনাদের কাছে আমাকে সোপর্দ করা।’ অভিযোগের বিষয়ে সায়েম সোবহান আনভীর কিংবা বসুন্ধরা গ্রুপের কোনো বক্তব্য জানা যায়নি। বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়বকে কল ও এসএমএস করা হলেও তিনি সাড়া দেননি।

মুনিয়ার মৃতদেহ উদ্ধারের রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন তানিয়া। মামলায় বলা হয়, ‘বিয়ের প্রলোভন’ দেখিয়ে আনভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন মুনিয়ার সঙ্গে। ওই বাসায় তার যাতায়াত ছিল। কিন্তু বিয়ে না করে তিনি উল্টো ‘হুমকি’ দিয়েছিলেন। মুনিয়ার মৃতদেহ উদ্ধারের পর সেখান থেকে তার মোবাইলসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করে পুলিশ, যার মধ্যে ছয়টি ডায়েরি ছিল। সিসিটিভির ভিডিও পরীক্ষা করে মুনিয়ার ফ্ল্যাটে আনভীরের যাতায়াতের ‘প্রমাণ পাওয়ার’ কথাও সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল।

তবে তদন্ত শেষে প্রতিবেদনে মুনিয়ার ‘আত্মহত্যায়’ আনভীরের ‘সংশ্লিষ্টতা পাওয়া যায়নি’ জানিয়ে ২০২১ সালের ১৯ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। পুলিশের ওই প্রতিবেদনে অনাস্থা (নারাজি) জানিয়ে মুনিয়ার বোন অন্য কেনো সংস্থার মাধ্যমে মামলাটি তদন্তের আবেদন করেছিলেন। তা খারিজ করে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী ২০২১ সালের ১৮ আগস্ট চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সায়েম সোবহান আনভীরকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।

ওই বছরের ৬ সেপ্টেম্বর আনভীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ‘হত্যা ও ধর্ষণের’ মামলা করেন মুনিয়ার বোন তানিয়া। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরুজা পারভীন তার বক্তব্য শুনে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ১৩ মাসের মাথায় ২০২২ সালে আনভীরসহ ৮ জনকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থাটি।

আদালতে জমা দেয়া তদন্ত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা বলেছেন, ‘আমি বিস্তারিত তদন্ত করে দেখেছি, আত্মহত্যার সময় আনভীর সেখানে উপস্থিত ছিলেন না। শারীরিক সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে, কিন্তু জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের প্রমাণ পাওয়া যায়নি। যে কারণে আমি ‘তথ্যগত ভুল’ উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দিলাম।’

পরে এ প্রতিবেদনেও নারাজি আবেদন করেন তানিয়া। গত ১০ মার্চ নারাজি আবেদনের ওপর শুনানি হলেও আদেশ দেয়া হয়নি। সর্বশেষে ২০ মার্চ মুনিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগে করা মামলা থেকে আনভীরসহ ৮ জনকে অব্যাহতি দেয়া হয়। বাদীপক্ষের নারাজি আবেদন নাকচ করে পিবিআইয়ের দেয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলী এ আদেশ দেন। অব্যাহতি পাওয়া অন্য আসামিরা হলেন- আনভীরের বাবা আহমেদ আকবর সোবহান, মা আফরোজা সোবহান, স্ত্রী সাবরিনা সোবহান, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, ইব্রাহিম আহমেদ রিপন, শারমিন ও সাইফা রহমান মিম।

back to top