আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশে পাম তেলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। এর আগে পাম তেলের দাম ছিল ১৬৯ টাকা। তবে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থেকে ১৮৯ টাকা রাখা হয়েছে।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানান, সয়াবিন ও পাম তেল উভয়ের দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল। সম্প্রতি পাম তেলের দাম কমায় দেশে তা সমন্বয় করা হয়েছে, তবে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকায় এর দাম সমন্বয় করা হয়নি।
বাণিজ্য সচিব বলেন, দেশে যে পরিমাণ ভোজ্যতেল ব্যবহার হয়, তার প্রায় ৬০ শতাংশই পাম তেল। সাধারণত পণ্যের দাম বৃদ্ধির খবর শোনা যায়, আজ ভোক্তাদের জন্য দাম কমার খবর দেওয়া হলো।
সর্বশেষ গত ১৫ এপ্রিল সয়াবিন ও পাম তেলের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা করা হয়। এর আগে গত ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।