alt

অপরাধ ও দুর্নীতি

পিকে হালদার : যেভাবে তার উত্থান

সংবাদ অনলাইন রিপোর্ট : শনিবার, ১৪ মে ২০২২

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্ম প্রশান্ত কুমার হালদারের। যাকে সবাই পিকে হালদার হিসেবেই চিনে। আর্থিক প্রতিষ্ঠান এনআরবি গ্লোবাল ব্যাংক এবং রিলায়েন্স ফাইন্যান্সের এমডি হয়ে পিকে হালদার আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলে। পিকের সিন্ডিকেটে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন ব্যাংকের প্রভাবশালীরা সম্পৃক্ত ছিল। এসব সিন্ডিকেটের সহযোগিতায় পিকে হালদার ১০ বছরে ৪টি আর্থিক প্রতিষ্ঠানকে দেউলিয়া করে ১০ হাজার কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্সিয়াল ইন্টিলিজেন্ট ইউনিট (বিএফআইইউ’র) প্রতিবেদনেও পিকের আর্থিক কেলেঙ্কারির বিস্তারিত তথ্য উঠে এসেছে।

দুদকের একজন কর্মকর্তা সংবাদকে জানান, পিকের উত্থান আলাদিনের চেরাগের মতো। ২০০৯ সাল থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত ১০ বছরে সহস্র কোটি টাকার মতো অবৈধ সম্পদ গড়েছেন পিকে হালদার। চারটি আর্থিক প্রতিষ্ঠান পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল পিকের। ওইসব আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পরিচালনা বোর্ড গঠন করা হতো পিকের ইশারায়। নিজের আত্মীয়-স্বজনদেরও ৪টি আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন পদে বসিয়েছিলেন। এসব কান্ড ঘটতে নারীদেরও ব্যবহার করেছেন পিকে হালদার। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর এসকে সুর, নির্বাহী পরিচালক শাহে আলম, সাবেক সিনিয়র সচিবসহ একাধিক পদস্ত কর্মকর্তাকে কাজে লাগিয়ে পিকে হালদার আর্থিক প্রতিষ্ঠানগুলোতে রাজত্ব চালিয়েছিলেন।

দুদক সূত্র জানিয়েছে, পিঅ্যান্ডএল ইন্টারন্যাশনাল, পিঅ্যান্ডএল অ্যাগ্রো, পিঅ্যান্ডএল ভেঞ্চার, পিঅ্যান্ডএল বিজনেস এন্টারপ্রাইজ, হাল ইন্টারন্যাশনাল, হাল ট্রাভেল, হাল ট্রিপ, হাল ক্যাপিটাল, হাল টেকনোলজি, আনন কেমিক্যাল, নর্দান জুট, সুখাদা লিমিটেড, রেপটাইল ফার্মসহ নামে বেনামে প্রতিষ্ঠান খুলে ৪টি আর্থিক প্রতিষ্ঠান থেকে নিয়ম বহির্ভূতভাবে ঋণ নিয়েছেন পিকে হালদার। যে ৪ আর্থিক প্রতিষ্ঠান অর্থ লুট করেছেন ওইসব প্রতিষ্ঠানের কোন পদে না থাকলেও এমনকি শেয়ার না থাকলেও সব প্রতিষ্ঠান পিকের নিয়ন্ত্রণে ছিল। এসব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে পিকে হালদারকে সহযোগিতা করেন বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেইঞ্জ কমিশনের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ইন্টারন্যাশনাল লিজিং থেকে যেসব প্রতিষ্ঠানের নামে প্রায় ২৫০০ কোটি টাকা লুট করে, প্রায় একই মালিকানাধীন আরও প্রায় ৩০টি প্রতিষ্ঠান এফএএস ফাইন্যান্স, রিলায়েন্স ফাইন্যান্স এবং পিপলস লিজিং থেকে একই কায়দায় আরও প্রায় ৭৫০০ কোটি টাকা ঋণের নামে উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। এফএএস ফাইন্যান্স থেকে প্রায় ২২০০ কোটি টাকা, রিলায়েন্স ফাইন্যান্স থেকে ২৫০০ কোটি টাকা, পিপলস লিজিং থেকে প্রায় ৩০০০ কোটি টাকা অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচার করা হয়েছে। এসব ঋণের বিপরীতে মর্টগেজ নেই বললেও চলে। ফলে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। পিকে হালদার একাই ১০ হাজার কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছেন বিষয়টি তা নয়, পিকে হালদার বিদেশে পাচার করেছেন প্রায় চার হাজার কোটি টাকা। তিনি সিংগাপুর, ভারতে ও কানাডায় টাকা পাচার করেছেন। কানাডার টরেন্টোতে মার্কেট কিনেছেন, বিলাসবহুল বাড়ি কিনেছেন। তাহলে বাকি প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকা গেল কোথায়। এসব টাকা দেশে পিকের সহযোগীদের কাছেই রয়েছে।

কে এই পিকে হালদার

পিকে হালদারের জন্ম পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দিঘিরজান গ্রামে। তার বাবা প্রয়াত প্রণনেন্দু হালদার পেশায় ছিলেন কৃষক আর মা লীলাবতী হালদার ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পিকে হালদার ও প্রিতিশ কুমার হালদার দুই ভাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে দুই ভাই ব্যবসায় প্রশাসনের আইবিএ থেকে এমবিএ করেন। পাশাপাশি চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) সম্পন্ন করেন পিকে হালদার। ২০০৮ সাল পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান আইআইডিএফসিতে উপব্যবস্থাপনা (ডিএমডি) পরিচালক ছিলেন পিকে হালদার। ১০ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা নিয়েই ২০০৯ সালে তিনি রিলায়েন্স ফাইন্যান্সের এমডি হয়ে যান। এরপর ২০১৫ সালের জুলাইয়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি পদে যোগ দেন।

দুদক সূত্র জানিয়েছে, পিকে হালদারের নামে ব্যাংক এশিয়া, এনআরবি গ্লোবাল, ইন্টারন্যাশনাল লিজিংসহ কয়েকটি ব্যাংকের হিসাবে বিভিন্ন সময়ে জমা হয় ২৪০ কোটি টাকা। হাল ট্রাভেল (হাল ট্রিপ) এজেন্সির চেয়ারম্যান পিকে হালদার নিজে। বিভিন্ন ব্যাংকে থাকা হাল ট্রিপের হিসাবে জমা হয় ৪০৭ কোটি টাকা। ফার্স্ট কমিউনিকেশনের পরিচালকও তিনি। এর ব্যাংক হিসাবে জমা হয় ৮২৩ কোটি টাকা। সুখাদা লিমিটেডে পিকে হালদারের শেয়ার ৯০ শতাংশ ও মা লীলাবতী হালদারের ৫ শতাংশ। এ হিসাবে ২০ কোটি ৪১ লাখ টাকা জমা হয়। লীলাবতী হালদারের ৩টি ব্যাংক হিসাবে জমা হয় ১৬০ কোটি টাকা। রিলায়েন্স ফাইন্যান্স থেকে নেয়া ৩ গ্রাহকের ঋণের ৬৩ কোট টাকাও লীলাবতী হালদারের হিসাবে জমা হয়। ওই সময়ে রিলায়েন্স ফাইন্যান্সের এমডি ছিলেন পিকে হালদার। ভাই প্রিতিশ কুমার হালদারের ব্যাংক হিসাবে ৫০ লাখ টাকা জমা থাকলেও তার নামে রয়েছে হাল টেকনোলজি, হাল ট্রিপ টেকনোলজি, পিঅ্যান্ডএল হোল্ডিং, মাইক্রো টেকনোলজিস, নর্দান জুটসহ আরও নানা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের হিসাবে ৫০০ কোটি টাকার বেশি জমা হয়, ঋণও রয়েছে। ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখায় পিকে হালদারের দুটি হিসাবে বিভিন্ন সময়ে ২৪৪ কোটি টাকা জমা হয়। এই হিসাব থেকে রিলায়েন্স ব্রোকারেজে যায় ২০৫ কোটি টাকা, লীলাবতী হালদারের হিসাবে ৩৭ কোটি ৫০ লাখ টাকা, পিঅ্যান্ডএল অ্যাগ্রোতে ১১ কোটি টাকা, আনন কেমিক্যালে ৩ কোটি ও এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্টে যায় ৪০ লাখ টাকা। ২০১৫ সালে পিপলস লিজিংয়ের নিয়ন্ত্রণ নেয় আনান কেমিক্যাল। এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও রিলায়েন্স ব্রোাকারেজের মাধ্যমে এই শেয়ার কেনা হয়।

লীলাবতী হালদারের ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে ১৬০ কোটি টাকা জমা হয়। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে তার হিসাবটি ২০১৩ সালের ৭ মার্চ খুলে ওই বছরের ২৬ আগস্ট বন্ধ করে দেয়া হয়। এই ৫ মাসে ওই হিসাবে ১৯ কোটি টাকা জমা করে ইমেক্সকো, বর্ণা ও ওরিয়াল নামের তিনটি প্রতিষ্ঠান। আরেকটি হিসাবে জমা করে ৯ কোটি টাকা, যা ৩০ দিনের মধ্যে বন্ধ করে দেয়া হয়। এ ৩ প্রতিষ্ঠানই রিলায়েন্স ফাইন্যান্স থেকে ৬৩ কোটি টাকা ঋণ পায়। ওই সময়ে পিকে হালদার ছিলেন রিলায়েন্স ফাইন্যান্সের এমডি। পুরানা পল্টনের ইস্টার্ন ট্রেড সেন্টারের ১০ তলায় এ ৩ প্রতিষ্ঠানের কার্যালয়।

হাল ট্রাভেল সার্ভিস মূলত ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠান, যা হাল ট্রিপ নামে পরিচিত। এর চেয়ারম্যান পিকে হালদার ও এমডি তাজবীর হাসান। পিকে হালদারের শেয়ারই ৯০ শতাংশ। প্রতিষ্ঠানটির কয়েকটি ব্যাংক হিসাবে বিভিন্ন সময় জমা হয় ৪০৭ কোটি টাকা। ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাল ট্রাভেলের মালিকানায় যুক্ত হন পিকে হালদার। প্রতি মাসে সর্বোচ্চ ৩ কোটি টাকার টিকেট বিক্রি হয়।

চার আর্থিক প্রতিষ্ঠান দখল যেভাবে

মূলত শেয়ারবাজার থেকে শেয়ার কিনে চারটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন পিকে হালদার। এভাবে নিয়ন্ত্রণ নেয়া চারটি প্রতিষ্ঠানের মধ্যে পিপলস লিজিং ও বিএফআইসির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একধরনের সহায়তা ছিল। এই দুই প্রতিষ্ঠানের আগের পরিচালনা পর্ষদের একাধিক সদস্য আইন ভেঙে নামে-বেনামে ঋণ নেয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বাংলাদেশ ব্যাংক। আর এই সুযোগে এসব কোম্পানির শেয়ার কিনে প্রতিষ্ঠান দুটির নিয়ন্ত্রণ নেন পিকে হালদার।

যেমন বিআইএফসির নিয়ন্ত্রণ সুকুজা ভেঞ্চার ও কাঞ্চি ভেঞ্চার নামের দুটি প্রতিষ্ঠানের হাতে। ২০১৫ সালের ডিসেম্বরের একই দিনে এ দুটি প্রতিষ্ঠান কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। সুকুজা ভেঞ্চারের শেয়ার সুখাদা লিমিটেড ও সুকুমার মৃধার মেয়ে অনিন্দিতা মৃধার হাতে। এর মধ্যে অনিন্দিতা মৃধার শেয়ারই ৯০ শতাংশ। আর সুখাদা লিমিটেডের মনোনীত পরিচালক ব্যাংক এশিয়ার সাবেক এমডি ইরফানউদ্দিন আহমেদ। ইরফানউদ্দিন আহমেদ কিছুদিনের জন্য বিআইএফসির চেয়ারম্যানও হয়েছিলেন। আর কাঞ্চি ভেঞ্চারের ৯৫ শতাংশ শেয়ার হাল ইন্টারন্যাশনালের হাতে, যার প্রতিনিধিও ইরফানউদ্দিন আহমেদ। পিকে হালদার সুকুমার মৃধার মেয়েকে কোম্পানির পরিচালক বানিয়েছেন।

পিপলস লিজিংয়ের নিয়ন্ত্রণ ছিল আনন কেমিক্যাল নামের একটি প্রতিষ্ঠানের। আনন কেমিক্যালের ৯৪ শতাংশ শেয়ার পিকের ভাই প্রিতিশ কুমার হালদারে হাতে ও ৫ শতাংশ শেয়ার তার খালাতো ভাই অভিজিৎ অধিকারীর হাতে। এফএএস ফাইন্যান্সের নিয়ন্ত্রণ পিঅ্যান্ডএল ইন্টারন্যাশনাল ও রেপটাইল ফার্মের হাতে। আবার রেপটাইলস ফার্মের মালিকানায় আছে পিঅ্যান্ডএল ইন্টারন্যাশনাল, কেএইচবি সিকিউরিটিজের এমডি রাজীব সোম ও তার স্ত্রী শিমু রায়। এর ফলে ময়মনসিংহের কুমির চাষ প্রকল্পটি বনে গেছে একটি আর্থিক প্রতিষ্ঠানের মালিক। মালিক মূলত পিকে হালদারই।

ইন্টারন্যাশনাল লিজিংয়ের নিয়ন্ত্রণ হাল ইন্টারন্যাশনাল, বিআর ইন্টারন্যাশনাল, নেচার এন্টারপ্রাাইজ, নিউ টেক এন্টার প্রাইজের হাতে। এসব প্রতিষ্ঠান ২০১৫ সালে কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। হাল ইন্টারন্যাশনালের ৭০ শতাংশ শেয়ারের মালিক পিকে হালদার নিজে। ইন্টারন্যাশনাল লিজিং একসময় ভালো চলছিল। ২০১৫ সালে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেয়ার পরই প্রতিষ্ঠানটি ভেঙে পড়ে। প্রায় ৩০টি প্রতিষ্ঠানের নামে বের করে নেয়া হয় ২ হাজার ২৯ কোটি টাকা। এর সব ক’টির সুবিধাভোগীও পিকে হালদার বলে প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বলেন, পিকে হালদার নামে-বেনামে যে সম্পদ করেছেন, তা আদালতে দেয়া অভিযোগপত্রে তুলে ধরা হয়েছে। ওই সম্পদের বর্তমান বাজারমূল্য ৯৩৩ কোটি টাকার কম হবে না।

প্রশান্ত কুমার হালদার রিলায়েন্স ফাইন্যান্স উক্ত প্রতিষ্ঠানের এমডি থাকা অবস্থায় তার আত্মীয় স্বজনকে দিয়ে আরও বেশ কয়েকটি লিজিং কোম্পানির ইনডিপেন্ডেন্ট পরিচালক বানান এবং একক কর্তৃত্বে অদৃশ্য শক্তির মাধ্যমে পিপলস লিজিংসহ বেশ কয়েকটি লিজিং কোম্পানির টাকা বিভিন্ন কৌশলে বের করে আত্মসাৎ করেন। পিপলস লিজিং এ আমানতকারীদের ৩০০০ কোটি টাকা বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেন এবং উক্ত কোম্পানিকে পথে বসিয়েছেন। ফাস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি. থেকে উজ্জ্বল কুমার নন্দী, সিদ্দিক ও জাহাঙ্গীরসহ পিকে সিন্ডিকেট লুট করেছেন প্রায় ১৩০০ কোটি টাকা। ২০১০ সালে প্রশান্ত কুমার হালদার যখন রিলায়েন্স ফাইন্যান্সয়ের এমডি ছিলেন, তখন রাশেদুল হক রিলায়েন্স ফাইনেন্স এর ডিএমডি ছিলেন। প্রশান্ত কুমার হালদার যখন এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হন, রাশেদুল হক তখন ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি হিসেবে ২০১৫ সালে যোগদান করেন। এমডি রাশেদুজ্জামানকে কাজে লাগিয়ে প্রায় ৪০টি প্রতিষ্ঠানের নামে এ প্রতিষ্ঠান থেকে ২৫০০ কোটি টাকা হাতিয়ে নেন।

ছবি

ড. ইউনূসকে ২৩ মে পর্যন্ত জামিন

ছবি

তথ্য প্রযুক্তি ব্যবহার করে ছিনতাই ও চুরি হওয়া ফোন সেট উদ্ধার

মতলবে ব্যাংকের নৈশপ্রহরী খুনের রহস্য উন্মোচন,মূল আসামী সহ ৩ জন গ্রেফতার

ছবি

লঞ্চে বোরকা পরে ছিনতাই করতেন তারা

বন্ধুর সহায়তায় প্রবাসীর স্ত্রীকে খুন করে ঘরের মালামাল লুট করে আপন ভাই

গাজীপুরে ৩জন ভুয়া ডিবি পুলিশ আটক

ছবি

আইন অমান্য করে ইটভাটা পরিচালনা, সংবাদ প্রকাশের পর অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

ছবি

দুদকের মামলায় সাবেক এমপি কাদের খানের চার বছরের দন্ড

গাজীপুরে পুত্রকে কুপিয়ে হত্যা, পিতা আটক

ছবি

এবার ভরদুপুরে থানচির দুই ব্যাংকে ডাকাতি

সিলেটে ‘ধর্ষক’ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রপ্তার করেছে র‌্যাব

ছবি

ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

ছবি

শেকলে বেঁধে তরুণীকে গণধর্ষণ, রিমান্ডে ৪ আসামি

মুন্সীগঞ্জে ডালিম হ.ত্যা মামলার ৬ আসামি জেলহাজতে

ছবি

শিকলে বেঁধে ২৫ দিন ধরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ

ছবি

গেন্ডারিয়ায় ৯৮৩ পিস ভয়াবহ মাদক বুপ্রেনরফিনসহ গ্রেপ্তার কারবারি

ছবি

সিলেটে তরুণীকে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ অধরা স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ অভিযুক্তরা

নারায়ণগঞ্জে প্রেমিকাকে ধর্ষণ ও হত্যা, ৩ জনের যাবজ্জীবন

ছবি

স্ত্রী-শাশুড়িসহ ৬ জনের বিরুদ্ধে ‘জল্লাদ’ শাহজাহানের প্রতারণার মামলা

ছবি

মিতু হত্যা মামলায় সাক্ষ্য দিচ্ছেন দুই ম্যাজিস্ট্রেটসহ ৫ জন

ছবি

দুই বছরের দণ্ড ২৭ বছর পর বাতিল, রায়ের কপি যাচ্ছে সব আদালতে

ছবি

মানিকদির জমি দখল নাজিমের দৌরাত্ম্য থামছেই না, আতঙ্কে এলাকাবাসী

ছবি

পুলিশের সোর্স হত্যা মামলার পলাতক ২ আসামি গ্রেপ্তার

ছবি

বড় মনিরের বিরুদ্ধে এবার ঢাকায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ছবি

রামুর কচ্ছপিয়ায় ছুরিকাঘাতে ছায়া হত্যার ঘটনায় আটক দুই

ছবি

মহেশখালীর সিরিয়াল কিলার আজরাইল গ্রেফতার

ছবি

মুন্সীগঞ্জে পাইপগান-ফেন্সিডিলসহ দু’জন আটক

ছবি

দুদকের মামলায় ২০ কোটি ২২ লাখ টাকার আত্মসাতের অভিযোগে সাবেক এমপি মান্নান কারাগারে

ছবি

আইএমইআই নম্বর পাল্টে মোবাইল বিক্রি, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চুনারুঘাটে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী আটক

ছবি

সিরাজগঞ্জে ব্যাংকের ভল্ট থেকে ৫ কোটি টাকা গায়েব, ৩ কর্মকর্তা কারাগারে

শতাধিক শিক্ষা ভবন নির্মাণের নামে বিল ভাগ-বাটোয়ারা

নরসিংদীতে গাড়ী চালককে হত্যার অভিযোগে ৩ জনের যাবজ্জীবন

ছবি

চালক ‘সেজে’ শিক্ষার্থী অপহরণ ১৪ লাখ টাকা মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৭

ছবি

সালাম মুর্শেদীর বাড়ি ছাড়তে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা জারি

ফয়সালকে কুপিয়ে হত্যার পর পার্টি করে গালকাটা রাব্বির গ্যাং

tab

অপরাধ ও দুর্নীতি

পিকে হালদার : যেভাবে তার উত্থান

সংবাদ অনলাইন রিপোর্ট

শনিবার, ১৪ মে ২০২২

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্ম প্রশান্ত কুমার হালদারের। যাকে সবাই পিকে হালদার হিসেবেই চিনে। আর্থিক প্রতিষ্ঠান এনআরবি গ্লোবাল ব্যাংক এবং রিলায়েন্স ফাইন্যান্সের এমডি হয়ে পিকে হালদার আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলে। পিকের সিন্ডিকেটে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন ব্যাংকের প্রভাবশালীরা সম্পৃক্ত ছিল। এসব সিন্ডিকেটের সহযোগিতায় পিকে হালদার ১০ বছরে ৪টি আর্থিক প্রতিষ্ঠানকে দেউলিয়া করে ১০ হাজার কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্সিয়াল ইন্টিলিজেন্ট ইউনিট (বিএফআইইউ’র) প্রতিবেদনেও পিকের আর্থিক কেলেঙ্কারির বিস্তারিত তথ্য উঠে এসেছে।

দুদকের একজন কর্মকর্তা সংবাদকে জানান, পিকের উত্থান আলাদিনের চেরাগের মতো। ২০০৯ সাল থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত ১০ বছরে সহস্র কোটি টাকার মতো অবৈধ সম্পদ গড়েছেন পিকে হালদার। চারটি আর্থিক প্রতিষ্ঠান পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল পিকের। ওইসব আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পরিচালনা বোর্ড গঠন করা হতো পিকের ইশারায়। নিজের আত্মীয়-স্বজনদেরও ৪টি আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন পদে বসিয়েছিলেন। এসব কান্ড ঘটতে নারীদেরও ব্যবহার করেছেন পিকে হালদার। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর এসকে সুর, নির্বাহী পরিচালক শাহে আলম, সাবেক সিনিয়র সচিবসহ একাধিক পদস্ত কর্মকর্তাকে কাজে লাগিয়ে পিকে হালদার আর্থিক প্রতিষ্ঠানগুলোতে রাজত্ব চালিয়েছিলেন।

দুদক সূত্র জানিয়েছে, পিঅ্যান্ডএল ইন্টারন্যাশনাল, পিঅ্যান্ডএল অ্যাগ্রো, পিঅ্যান্ডএল ভেঞ্চার, পিঅ্যান্ডএল বিজনেস এন্টারপ্রাইজ, হাল ইন্টারন্যাশনাল, হাল ট্রাভেল, হাল ট্রিপ, হাল ক্যাপিটাল, হাল টেকনোলজি, আনন কেমিক্যাল, নর্দান জুট, সুখাদা লিমিটেড, রেপটাইল ফার্মসহ নামে বেনামে প্রতিষ্ঠান খুলে ৪টি আর্থিক প্রতিষ্ঠান থেকে নিয়ম বহির্ভূতভাবে ঋণ নিয়েছেন পিকে হালদার। যে ৪ আর্থিক প্রতিষ্ঠান অর্থ লুট করেছেন ওইসব প্রতিষ্ঠানের কোন পদে না থাকলেও এমনকি শেয়ার না থাকলেও সব প্রতিষ্ঠান পিকের নিয়ন্ত্রণে ছিল। এসব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে পিকে হালদারকে সহযোগিতা করেন বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেইঞ্জ কমিশনের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ইন্টারন্যাশনাল লিজিং থেকে যেসব প্রতিষ্ঠানের নামে প্রায় ২৫০০ কোটি টাকা লুট করে, প্রায় একই মালিকানাধীন আরও প্রায় ৩০টি প্রতিষ্ঠান এফএএস ফাইন্যান্স, রিলায়েন্স ফাইন্যান্স এবং পিপলস লিজিং থেকে একই কায়দায় আরও প্রায় ৭৫০০ কোটি টাকা ঋণের নামে উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। এফএএস ফাইন্যান্স থেকে প্রায় ২২০০ কোটি টাকা, রিলায়েন্স ফাইন্যান্স থেকে ২৫০০ কোটি টাকা, পিপলস লিজিং থেকে প্রায় ৩০০০ কোটি টাকা অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচার করা হয়েছে। এসব ঋণের বিপরীতে মর্টগেজ নেই বললেও চলে। ফলে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। পিকে হালদার একাই ১০ হাজার কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছেন বিষয়টি তা নয়, পিকে হালদার বিদেশে পাচার করেছেন প্রায় চার হাজার কোটি টাকা। তিনি সিংগাপুর, ভারতে ও কানাডায় টাকা পাচার করেছেন। কানাডার টরেন্টোতে মার্কেট কিনেছেন, বিলাসবহুল বাড়ি কিনেছেন। তাহলে বাকি প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকা গেল কোথায়। এসব টাকা দেশে পিকের সহযোগীদের কাছেই রয়েছে।

কে এই পিকে হালদার

পিকে হালদারের জন্ম পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দিঘিরজান গ্রামে। তার বাবা প্রয়াত প্রণনেন্দু হালদার পেশায় ছিলেন কৃষক আর মা লীলাবতী হালদার ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পিকে হালদার ও প্রিতিশ কুমার হালদার দুই ভাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে দুই ভাই ব্যবসায় প্রশাসনের আইবিএ থেকে এমবিএ করেন। পাশাপাশি চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) সম্পন্ন করেন পিকে হালদার। ২০০৮ সাল পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান আইআইডিএফসিতে উপব্যবস্থাপনা (ডিএমডি) পরিচালক ছিলেন পিকে হালদার। ১০ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা নিয়েই ২০০৯ সালে তিনি রিলায়েন্স ফাইন্যান্সের এমডি হয়ে যান। এরপর ২০১৫ সালের জুলাইয়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি পদে যোগ দেন।

দুদক সূত্র জানিয়েছে, পিকে হালদারের নামে ব্যাংক এশিয়া, এনআরবি গ্লোবাল, ইন্টারন্যাশনাল লিজিংসহ কয়েকটি ব্যাংকের হিসাবে বিভিন্ন সময়ে জমা হয় ২৪০ কোটি টাকা। হাল ট্রাভেল (হাল ট্রিপ) এজেন্সির চেয়ারম্যান পিকে হালদার নিজে। বিভিন্ন ব্যাংকে থাকা হাল ট্রিপের হিসাবে জমা হয় ৪০৭ কোটি টাকা। ফার্স্ট কমিউনিকেশনের পরিচালকও তিনি। এর ব্যাংক হিসাবে জমা হয় ৮২৩ কোটি টাকা। সুখাদা লিমিটেডে পিকে হালদারের শেয়ার ৯০ শতাংশ ও মা লীলাবতী হালদারের ৫ শতাংশ। এ হিসাবে ২০ কোটি ৪১ লাখ টাকা জমা হয়। লীলাবতী হালদারের ৩টি ব্যাংক হিসাবে জমা হয় ১৬০ কোটি টাকা। রিলায়েন্স ফাইন্যান্স থেকে নেয়া ৩ গ্রাহকের ঋণের ৬৩ কোট টাকাও লীলাবতী হালদারের হিসাবে জমা হয়। ওই সময়ে রিলায়েন্স ফাইন্যান্সের এমডি ছিলেন পিকে হালদার। ভাই প্রিতিশ কুমার হালদারের ব্যাংক হিসাবে ৫০ লাখ টাকা জমা থাকলেও তার নামে রয়েছে হাল টেকনোলজি, হাল ট্রিপ টেকনোলজি, পিঅ্যান্ডএল হোল্ডিং, মাইক্রো টেকনোলজিস, নর্দান জুটসহ আরও নানা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের হিসাবে ৫০০ কোটি টাকার বেশি জমা হয়, ঋণও রয়েছে। ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখায় পিকে হালদারের দুটি হিসাবে বিভিন্ন সময়ে ২৪৪ কোটি টাকা জমা হয়। এই হিসাব থেকে রিলায়েন্স ব্রোকারেজে যায় ২০৫ কোটি টাকা, লীলাবতী হালদারের হিসাবে ৩৭ কোটি ৫০ লাখ টাকা, পিঅ্যান্ডএল অ্যাগ্রোতে ১১ কোটি টাকা, আনন কেমিক্যালে ৩ কোটি ও এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্টে যায় ৪০ লাখ টাকা। ২০১৫ সালে পিপলস লিজিংয়ের নিয়ন্ত্রণ নেয় আনান কেমিক্যাল। এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও রিলায়েন্স ব্রোাকারেজের মাধ্যমে এই শেয়ার কেনা হয়।

লীলাবতী হালদারের ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে ১৬০ কোটি টাকা জমা হয়। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে তার হিসাবটি ২০১৩ সালের ৭ মার্চ খুলে ওই বছরের ২৬ আগস্ট বন্ধ করে দেয়া হয়। এই ৫ মাসে ওই হিসাবে ১৯ কোটি টাকা জমা করে ইমেক্সকো, বর্ণা ও ওরিয়াল নামের তিনটি প্রতিষ্ঠান। আরেকটি হিসাবে জমা করে ৯ কোটি টাকা, যা ৩০ দিনের মধ্যে বন্ধ করে দেয়া হয়। এ ৩ প্রতিষ্ঠানই রিলায়েন্স ফাইন্যান্স থেকে ৬৩ কোটি টাকা ঋণ পায়। ওই সময়ে পিকে হালদার ছিলেন রিলায়েন্স ফাইন্যান্সের এমডি। পুরানা পল্টনের ইস্টার্ন ট্রেড সেন্টারের ১০ তলায় এ ৩ প্রতিষ্ঠানের কার্যালয়।

হাল ট্রাভেল সার্ভিস মূলত ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠান, যা হাল ট্রিপ নামে পরিচিত। এর চেয়ারম্যান পিকে হালদার ও এমডি তাজবীর হাসান। পিকে হালদারের শেয়ারই ৯০ শতাংশ। প্রতিষ্ঠানটির কয়েকটি ব্যাংক হিসাবে বিভিন্ন সময় জমা হয় ৪০৭ কোটি টাকা। ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাল ট্রাভেলের মালিকানায় যুক্ত হন পিকে হালদার। প্রতি মাসে সর্বোচ্চ ৩ কোটি টাকার টিকেট বিক্রি হয়।

চার আর্থিক প্রতিষ্ঠান দখল যেভাবে

মূলত শেয়ারবাজার থেকে শেয়ার কিনে চারটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন পিকে হালদার। এভাবে নিয়ন্ত্রণ নেয়া চারটি প্রতিষ্ঠানের মধ্যে পিপলস লিজিং ও বিএফআইসির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একধরনের সহায়তা ছিল। এই দুই প্রতিষ্ঠানের আগের পরিচালনা পর্ষদের একাধিক সদস্য আইন ভেঙে নামে-বেনামে ঋণ নেয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বাংলাদেশ ব্যাংক। আর এই সুযোগে এসব কোম্পানির শেয়ার কিনে প্রতিষ্ঠান দুটির নিয়ন্ত্রণ নেন পিকে হালদার।

যেমন বিআইএফসির নিয়ন্ত্রণ সুকুজা ভেঞ্চার ও কাঞ্চি ভেঞ্চার নামের দুটি প্রতিষ্ঠানের হাতে। ২০১৫ সালের ডিসেম্বরের একই দিনে এ দুটি প্রতিষ্ঠান কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। সুকুজা ভেঞ্চারের শেয়ার সুখাদা লিমিটেড ও সুকুমার মৃধার মেয়ে অনিন্দিতা মৃধার হাতে। এর মধ্যে অনিন্দিতা মৃধার শেয়ারই ৯০ শতাংশ। আর সুখাদা লিমিটেডের মনোনীত পরিচালক ব্যাংক এশিয়ার সাবেক এমডি ইরফানউদ্দিন আহমেদ। ইরফানউদ্দিন আহমেদ কিছুদিনের জন্য বিআইএফসির চেয়ারম্যানও হয়েছিলেন। আর কাঞ্চি ভেঞ্চারের ৯৫ শতাংশ শেয়ার হাল ইন্টারন্যাশনালের হাতে, যার প্রতিনিধিও ইরফানউদ্দিন আহমেদ। পিকে হালদার সুকুমার মৃধার মেয়েকে কোম্পানির পরিচালক বানিয়েছেন।

পিপলস লিজিংয়ের নিয়ন্ত্রণ ছিল আনন কেমিক্যাল নামের একটি প্রতিষ্ঠানের। আনন কেমিক্যালের ৯৪ শতাংশ শেয়ার পিকের ভাই প্রিতিশ কুমার হালদারে হাতে ও ৫ শতাংশ শেয়ার তার খালাতো ভাই অভিজিৎ অধিকারীর হাতে। এফএএস ফাইন্যান্সের নিয়ন্ত্রণ পিঅ্যান্ডএল ইন্টারন্যাশনাল ও রেপটাইল ফার্মের হাতে। আবার রেপটাইলস ফার্মের মালিকানায় আছে পিঅ্যান্ডএল ইন্টারন্যাশনাল, কেএইচবি সিকিউরিটিজের এমডি রাজীব সোম ও তার স্ত্রী শিমু রায়। এর ফলে ময়মনসিংহের কুমির চাষ প্রকল্পটি বনে গেছে একটি আর্থিক প্রতিষ্ঠানের মালিক। মালিক মূলত পিকে হালদারই।

ইন্টারন্যাশনাল লিজিংয়ের নিয়ন্ত্রণ হাল ইন্টারন্যাশনাল, বিআর ইন্টারন্যাশনাল, নেচার এন্টারপ্রাাইজ, নিউ টেক এন্টার প্রাইজের হাতে। এসব প্রতিষ্ঠান ২০১৫ সালে কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। হাল ইন্টারন্যাশনালের ৭০ শতাংশ শেয়ারের মালিক পিকে হালদার নিজে। ইন্টারন্যাশনাল লিজিং একসময় ভালো চলছিল। ২০১৫ সালে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেয়ার পরই প্রতিষ্ঠানটি ভেঙে পড়ে। প্রায় ৩০টি প্রতিষ্ঠানের নামে বের করে নেয়া হয় ২ হাজার ২৯ কোটি টাকা। এর সব ক’টির সুবিধাভোগীও পিকে হালদার বলে প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বলেন, পিকে হালদার নামে-বেনামে যে সম্পদ করেছেন, তা আদালতে দেয়া অভিযোগপত্রে তুলে ধরা হয়েছে। ওই সম্পদের বর্তমান বাজারমূল্য ৯৩৩ কোটি টাকার কম হবে না।

প্রশান্ত কুমার হালদার রিলায়েন্স ফাইন্যান্স উক্ত প্রতিষ্ঠানের এমডি থাকা অবস্থায় তার আত্মীয় স্বজনকে দিয়ে আরও বেশ কয়েকটি লিজিং কোম্পানির ইনডিপেন্ডেন্ট পরিচালক বানান এবং একক কর্তৃত্বে অদৃশ্য শক্তির মাধ্যমে পিপলস লিজিংসহ বেশ কয়েকটি লিজিং কোম্পানির টাকা বিভিন্ন কৌশলে বের করে আত্মসাৎ করেন। পিপলস লিজিং এ আমানতকারীদের ৩০০০ কোটি টাকা বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেন এবং উক্ত কোম্পানিকে পথে বসিয়েছেন। ফাস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি. থেকে উজ্জ্বল কুমার নন্দী, সিদ্দিক ও জাহাঙ্গীরসহ পিকে সিন্ডিকেট লুট করেছেন প্রায় ১৩০০ কোটি টাকা। ২০১০ সালে প্রশান্ত কুমার হালদার যখন রিলায়েন্স ফাইন্যান্সয়ের এমডি ছিলেন, তখন রাশেদুল হক রিলায়েন্স ফাইনেন্স এর ডিএমডি ছিলেন। প্রশান্ত কুমার হালদার যখন এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হন, রাশেদুল হক তখন ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি হিসেবে ২০১৫ সালে যোগদান করেন। এমডি রাশেদুজ্জামানকে কাজে লাগিয়ে প্রায় ৪০টি প্রতিষ্ঠানের নামে এ প্রতিষ্ঠান থেকে ২৫০০ কোটি টাকা হাতিয়ে নেন।

back to top