প্রায় ছয় বছর পর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) উপপরিচালক (অর্থ) পদে কর্মকর্তা পদায়ন করা হয়েছে। এতদিন আটজনকে ডিঙ্গিয়ে এই পদের দায়িত্ব দেওয়া হয়েছিল একজনকে । এ নিয়ে ইইডিতে ‘তীব্র অসন্তোষ’ বিরাজ করছিল। এতে দাপ্তরিক কাজে প্রকৌশলীদের কাছ থেকে ‘কমিশন’ আদায়েরও অভিযোগ ছিল।
জানা গেছে, সম্প্রতি অন্তত তিন জেলার তিন নির্বাহী প্রকৌশলী উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন, তাদের হিসাব শাখায় ‘নিয়মিত কমিশন’ দিতে হয়। না দিলে ‘সাধারণ খরচ ও ছোট ছোট’ কেনাকাটার নথিপত্র ওই শাখায় আটকে থাকে।
ইইডির উপপরিচালক (অর্থ) ইউনূস আলী ২০২৩ সালের ১ মার্চ অবসরে যান। এরপর আটজনকে ‘ডিঙ্গিয়ে’ এই পদে একজনকে দায়িত্ব দেওয়া হয়, যিনি চাকরি জীবনের প্রায় ২৯ বছর ধরে একই কর্মস্থলে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ সোমবার ইইডির উপপরিচালক (অর্থ) পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হাবিবুর রহমান যোগদান করেছেন, প্রকল্প বাস্তবায়নে যার ‘অভিজ্ঞতা’ রয়েছে। তার পদায়নের ‘বিরোধিতা’ করে নানা স্তরে তদবির করেন সংস্থার বিগত সরকারের সমর্থক হিসেবে পরিচিত একজন নির্বাহী প্রকৌশলী, একজন উপপরিচালকসহ অন্তত তিনজন কর্মকর্তা।
এতে ইইডির শীর্ষ একাধিক কর্মকর্তা ‘বিরক্তি’ প্রকাশ করেছেন। তারা বলেন, হিসাব শাখার দাপ্তরিক ‘স্থবিরতা’ কাটাতেই খোঁজখবর নিয়ে একজন উপপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এতে তারা প্রধান প্রকৌশলীর প্রতি ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন।
সোমবার, ০৫ মে ২০২৫
প্রায় ছয় বছর পর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) উপপরিচালক (অর্থ) পদে কর্মকর্তা পদায়ন করা হয়েছে। এতদিন আটজনকে ডিঙ্গিয়ে এই পদের দায়িত্ব দেওয়া হয়েছিল একজনকে । এ নিয়ে ইইডিতে ‘তীব্র অসন্তোষ’ বিরাজ করছিল। এতে দাপ্তরিক কাজে প্রকৌশলীদের কাছ থেকে ‘কমিশন’ আদায়েরও অভিযোগ ছিল।
জানা গেছে, সম্প্রতি অন্তত তিন জেলার তিন নির্বাহী প্রকৌশলী উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন, তাদের হিসাব শাখায় ‘নিয়মিত কমিশন’ দিতে হয়। না দিলে ‘সাধারণ খরচ ও ছোট ছোট’ কেনাকাটার নথিপত্র ওই শাখায় আটকে থাকে।
ইইডির উপপরিচালক (অর্থ) ইউনূস আলী ২০২৩ সালের ১ মার্চ অবসরে যান। এরপর আটজনকে ‘ডিঙ্গিয়ে’ এই পদে একজনকে দায়িত্ব দেওয়া হয়, যিনি চাকরি জীবনের প্রায় ২৯ বছর ধরে একই কর্মস্থলে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ সোমবার ইইডির উপপরিচালক (অর্থ) পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হাবিবুর রহমান যোগদান করেছেন, প্রকল্প বাস্তবায়নে যার ‘অভিজ্ঞতা’ রয়েছে। তার পদায়নের ‘বিরোধিতা’ করে নানা স্তরে তদবির করেন সংস্থার বিগত সরকারের সমর্থক হিসেবে পরিচিত একজন নির্বাহী প্রকৌশলী, একজন উপপরিচালকসহ অন্তত তিনজন কর্মকর্তা।
এতে ইইডির শীর্ষ একাধিক কর্মকর্তা ‘বিরক্তি’ প্রকাশ করেছেন। তারা বলেন, হিসাব শাখার দাপ্তরিক ‘স্থবিরতা’ কাটাতেই খোঁজখবর নিয়ে একজন উপপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এতে তারা প্রধান প্রকৌশলীর প্রতি ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন।