কামরুজ্জামান রনি
কামরুজ্জামান রনি, একাধারে একজন সঙ্গীতশিল্পী, নাট্যনির্দেশক, সম্পাদক, সঙ্গীত পরিচালক। নজরুল সঙ্গীতেই পারদর্শী তিনি। কিছুদিন আগেই সরকারী অনুদানে ও ‘টিকেট’র প্রযোজনায় নির্মিত হলো হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমাটি। এই সিনেমার প্রথম গান ‘যাচ্ছো কোথায়’ প্রকাশে পেলো গেলো ২০ জুলাই। প্রথম গানেই সবার ভালোবাসায় মুগ্ধ কামরুজ্জামান রনি। এক অন্যরকম উচ্ছাসের মধ্যদিয়ে যাচ্ছেন তিনি। ‘যাচ্ছো কোথায়’ গানটি লিখেছেন হৃদি হক, সুর সঙ্গীত করেছেন দেবজ্যোতি মিশ্র। রনি জানান, ‘কেউ কী ভেবেছিলো’ শিরোনামের আরো একটি গান গেয়েছেন তিনি এই সিনেমায়।
তবে এই গান উপভোগ করতে হবে হলে গিয়ে। কারণ গানটি ইউটিউবে প্রকাশ পাবেনা। রনি বাফা’ থেকে নজরুল সঙ্গীতে চার বছরের সার্টিফিকেট কোর্স, পরবর্তীতে ছায়ানটে আরো দু’বছর নজরুল সঙ্গীতে শিক্ষাগ্রহন করেন। ২০০৩ সালে তিন ‘নাগরিক নাট্যাঙ্গন’-এ যোগ দেন। থিয়েটারে মূলত তিনি আবহ সঙ্গীতের কাজই করেন। তবে এই দলের হয়ে ‘প্রাগৈতিহাসিক’,‘ কৃতদাসের হাসি’,‘ আকাসে ফুটেছে ফুল-মেঠো কাহন’, ‘লালন’সহ আরো বেশকিছু মঞ্চ নাটকে অভিনয় করেন রনি।
রনি মঞ্চে একক ও যৌথভাবেও টিভি নাটক নির্দেশনা দিয়েছেন। যারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘চন্দ্রাহত’,‘ দি কাউ’,‘ চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে’,‘ শেষে দেখা’,‘ ইকারুসের ডানা’, ‘রূপা’। রনির প্রথম মৌলিক গান ছিলো এনামুল করিম নির্ঝরের লেখা ও সুরে ‘কয়েক টুকরা জোড়া লাগে-কয়েক টুকরা না’ গানটি। ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমার সম্পাদক তিনি, পাশাপাশি নির্বাহী প্রযোজক, সহযোগী পরিচালকও তিনি।
কামরুজ্জামান রনি বলেন,‘ নিজের জীবনের প্রথম সিনেমার গানেই এতো সাড়া পাবো, এমনটা ভাবিনি। আমি কৃতজ্ঞ হৃদি হক এবং দেবজ্যোতি মিশ্র দাদার কাছে। গান আমার ভীষণ দুর্বলতার জায়গা। আমার পেশা সম্পাদনা। তবে আমি মঞ্চ ভীষণ ভালোবাসি। এই তিনের মধ্যদিয়েই নিজেকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।’ উল্লেখ্য, রনির প্রথম প্লে-ব্যাকে সহশিল্পী তারই ছোট বোন ইসরাত অ্যািন।
কামরুজ্জামান রনি
মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩
কামরুজ্জামান রনি, একাধারে একজন সঙ্গীতশিল্পী, নাট্যনির্দেশক, সম্পাদক, সঙ্গীত পরিচালক। নজরুল সঙ্গীতেই পারদর্শী তিনি। কিছুদিন আগেই সরকারী অনুদানে ও ‘টিকেট’র প্রযোজনায় নির্মিত হলো হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমাটি। এই সিনেমার প্রথম গান ‘যাচ্ছো কোথায়’ প্রকাশে পেলো গেলো ২০ জুলাই। প্রথম গানেই সবার ভালোবাসায় মুগ্ধ কামরুজ্জামান রনি। এক অন্যরকম উচ্ছাসের মধ্যদিয়ে যাচ্ছেন তিনি। ‘যাচ্ছো কোথায়’ গানটি লিখেছেন হৃদি হক, সুর সঙ্গীত করেছেন দেবজ্যোতি মিশ্র। রনি জানান, ‘কেউ কী ভেবেছিলো’ শিরোনামের আরো একটি গান গেয়েছেন তিনি এই সিনেমায়।
তবে এই গান উপভোগ করতে হবে হলে গিয়ে। কারণ গানটি ইউটিউবে প্রকাশ পাবেনা। রনি বাফা’ থেকে নজরুল সঙ্গীতে চার বছরের সার্টিফিকেট কোর্স, পরবর্তীতে ছায়ানটে আরো দু’বছর নজরুল সঙ্গীতে শিক্ষাগ্রহন করেন। ২০০৩ সালে তিন ‘নাগরিক নাট্যাঙ্গন’-এ যোগ দেন। থিয়েটারে মূলত তিনি আবহ সঙ্গীতের কাজই করেন। তবে এই দলের হয়ে ‘প্রাগৈতিহাসিক’,‘ কৃতদাসের হাসি’,‘ আকাসে ফুটেছে ফুল-মেঠো কাহন’, ‘লালন’সহ আরো বেশকিছু মঞ্চ নাটকে অভিনয় করেন রনি।
রনি মঞ্চে একক ও যৌথভাবেও টিভি নাটক নির্দেশনা দিয়েছেন। যারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘চন্দ্রাহত’,‘ দি কাউ’,‘ চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে’,‘ শেষে দেখা’,‘ ইকারুসের ডানা’, ‘রূপা’। রনির প্রথম মৌলিক গান ছিলো এনামুল করিম নির্ঝরের লেখা ও সুরে ‘কয়েক টুকরা জোড়া লাগে-কয়েক টুকরা না’ গানটি। ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমার সম্পাদক তিনি, পাশাপাশি নির্বাহী প্রযোজক, সহযোগী পরিচালকও তিনি।
কামরুজ্জামান রনি বলেন,‘ নিজের জীবনের প্রথম সিনেমার গানেই এতো সাড়া পাবো, এমনটা ভাবিনি। আমি কৃতজ্ঞ হৃদি হক এবং দেবজ্যোতি মিশ্র দাদার কাছে। গান আমার ভীষণ দুর্বলতার জায়গা। আমার পেশা সম্পাদনা। তবে আমি মঞ্চ ভীষণ ভালোবাসি। এই তিনের মধ্যদিয়েই নিজেকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।’ উল্লেখ্য, রনির প্রথম প্লে-ব্যাকে সহশিল্পী তারই ছোট বোন ইসরাত অ্যািন।