সাইমন সাদিক
সায়মন সাদিককে নিয়ে চলচ্চিত্র পরিচালক সাইফ চন্দন সিলেটের জাফলংয়ে শুরু করেছেন নতুন একটি সিনেমার কাজ। সাইমন সাদিক সূত্রে জানা যায়, সিনেমাতে আরো একজন নায়ক আছেন, আছেন একজন নায়িকাও। তবে আপাতত সিনেমার বিস্তারিত কিছুই জানাতে চাচ্ছেন না পরিচালক সাইফ চন্দন। এদিকে আজ সাইমন সাদিকের জন্মদিন। এবারই প্রথম বলা যায় তার স্ত্রী সন্তানদের দূরে রেখে জন্মদিনটা সিনেমার ইউনিটের সঙ্গে উদযাপন করতে যাচ্ছেন তিনি।
সাইমন সাদিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে সাইফ চন্দন ভাইয়ের সঙ্গে আমার সিনেমার কাজ করা শুরু হলো। গল্প এবং আমার চরিত্র আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। যে কারণে এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে সিলেটের জাফলং-এ এসে শুটিং করছি। পুরো ইউনিট এক কথায় দারুণ। সবার আন্তরিকতায় আমি মুগ্ধ। চন্দন ভাই বিচক্ষণ নির্মাতা। এর আগে তার পরিচালিত কয়েকটি সিনেমাই ব্যবসা সফল হয়েছে এবং দর্শকপ্রিয়তা পেয়েছে। আশা করছি আমাদের এই সিনেমাটিও দর্শকপ্রিয়তা পাবে। আর আজ আমার জন্মদিন। জন্মদিনে পরিবারকে বিশেষ করে আমার স্ত্রী এবং আমার দুই সন্তান সাইয়্যান ও সাইয়্যারকে খুব মসি করবো। মনটা খুউব চাচ্ছে ওদের কাছে ছুটে যাই, কিন্তু নিজেরই কর্মের নিয়মে বন্দী আমি। ইচ্ছে থাকলেও উপায় নেই।’
এদিকে সাইমন সাদিক জানান, আগামী মাসেই মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত তার অভিনীত ‘আনন্দ অশ্রু’ সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে। এতে তার বিপরীতে আছেন মাহিয়া মাহি।
সাইমন সাদিক
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
সায়মন সাদিককে নিয়ে চলচ্চিত্র পরিচালক সাইফ চন্দন সিলেটের জাফলংয়ে শুরু করেছেন নতুন একটি সিনেমার কাজ। সাইমন সাদিক সূত্রে জানা যায়, সিনেমাতে আরো একজন নায়ক আছেন, আছেন একজন নায়িকাও। তবে আপাতত সিনেমার বিস্তারিত কিছুই জানাতে চাচ্ছেন না পরিচালক সাইফ চন্দন। এদিকে আজ সাইমন সাদিকের জন্মদিন। এবারই প্রথম বলা যায় তার স্ত্রী সন্তানদের দূরে রেখে জন্মদিনটা সিনেমার ইউনিটের সঙ্গে উদযাপন করতে যাচ্ছেন তিনি।
সাইমন সাদিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে সাইফ চন্দন ভাইয়ের সঙ্গে আমার সিনেমার কাজ করা শুরু হলো। গল্প এবং আমার চরিত্র আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। যে কারণে এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে সিলেটের জাফলং-এ এসে শুটিং করছি। পুরো ইউনিট এক কথায় দারুণ। সবার আন্তরিকতায় আমি মুগ্ধ। চন্দন ভাই বিচক্ষণ নির্মাতা। এর আগে তার পরিচালিত কয়েকটি সিনেমাই ব্যবসা সফল হয়েছে এবং দর্শকপ্রিয়তা পেয়েছে। আশা করছি আমাদের এই সিনেমাটিও দর্শকপ্রিয়তা পাবে। আর আজ আমার জন্মদিন। জন্মদিনে পরিবারকে বিশেষ করে আমার স্ত্রী এবং আমার দুই সন্তান সাইয়্যান ও সাইয়্যারকে খুব মসি করবো। মনটা খুউব চাচ্ছে ওদের কাছে ছুটে যাই, কিন্তু নিজেরই কর্মের নিয়মে বন্দী আমি। ইচ্ছে থাকলেও উপায় নেই।’
এদিকে সাইমন সাদিক জানান, আগামী মাসেই মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত তার অভিনীত ‘আনন্দ অশ্রু’ সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে। এতে তার বিপরীতে আছেন মাহিয়া মাহি।