দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের সিনেমা মানেই অন্যরকম উন্মাদনা। দীর্ঘ দুই বছর পর মুক্তি পেয়েছে অভিনেতার নতুন সিনেমা ‘জেলার’। মুক্তির পর থেকেই রীতিমতো ঝড় তুলেছে নেলসন দিলীপ কুমার নির্মিত এই সিনেমা। আর সেই সাফল্যেই এবার বিলাসবহুল গাড়ি উপহার পেলেন রজনীকান্ত।
গত ১০ আগস্ট বিশ্বব্যাপী ২ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছে রজনীকান্তের ‘জেলার’। মুক্তির আগে দর্শকদের যে উত্তাপ ছড়িয়েছিল, মুক্তির পর যেন সেটা আরও বেড়ে গেছে। ২২ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৫৯১.৪৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৮৩ কোটি ৬০ লাখ টাকার বেশি)।
বর্তমানে ‘জেলার’ সিনেমার সাফল্য উদযাপন করছেন সংশ্লিষ্টরা। এর মাঝেই রজনীকান্তকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন সিনেমাটির প্রযোজক কালানিথি মারান।
ভারতীয় গণমাধ্যম জানায়, রজনীকান্তের ‘জেলার’ সিনেমা বক্স অফিসে অসাধারণ ব্যবসা করছে। গত ৩১ আগস্ট সান পিকচার্সের সিইও কালানিথি মারান রজনীকান্তের বাড়ি গিয়ে সিনেমার লভ্যাংশের চেক হস্তান্তর করেন। পাশাপাশি বিএমডাব্লিউ এক্স-৭ মডেলের বিলাসবহুল একটি গাড়ি রজনীকান্তকে উপহার দিয়েছেন কালানিথি।
সান পিকচার্সের অফিশিয়াল টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, রজনীকান্তকে নিয়ে গাড়িটির কাছে যান কালানিথি। এরপর গাড়ির চাবি রজনীকান্তের হাতে তুলে দেন।
‘জেলার’ সিনেমায় এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার অভিনেতার চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান।
২০০ কোটি রুপি বাজেটের ‘জেলার’ সিনেমা মুক্তির আগে আয় করেছে ১২০ কোটি রুপি (নন থিয়েট্রিকাল)।
প্রসঙ্গত, জেলার সিনেমায় রজনীকান্ত ছাড়া আরও অভিনয় করেছেন— জ্যাকি শ্রফ, মোহনলাল, শিবা রাজকুমার, বসন্ত রবি, তামান্না ভাটিয়া, সুনীল প্রমুখ।
শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩
দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের সিনেমা মানেই অন্যরকম উন্মাদনা। দীর্ঘ দুই বছর পর মুক্তি পেয়েছে অভিনেতার নতুন সিনেমা ‘জেলার’। মুক্তির পর থেকেই রীতিমতো ঝড় তুলেছে নেলসন দিলীপ কুমার নির্মিত এই সিনেমা। আর সেই সাফল্যেই এবার বিলাসবহুল গাড়ি উপহার পেলেন রজনীকান্ত।
গত ১০ আগস্ট বিশ্বব্যাপী ২ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছে রজনীকান্তের ‘জেলার’। মুক্তির আগে দর্শকদের যে উত্তাপ ছড়িয়েছিল, মুক্তির পর যেন সেটা আরও বেড়ে গেছে। ২২ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৫৯১.৪৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৮৩ কোটি ৬০ লাখ টাকার বেশি)।
বর্তমানে ‘জেলার’ সিনেমার সাফল্য উদযাপন করছেন সংশ্লিষ্টরা। এর মাঝেই রজনীকান্তকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন সিনেমাটির প্রযোজক কালানিথি মারান।
ভারতীয় গণমাধ্যম জানায়, রজনীকান্তের ‘জেলার’ সিনেমা বক্স অফিসে অসাধারণ ব্যবসা করছে। গত ৩১ আগস্ট সান পিকচার্সের সিইও কালানিথি মারান রজনীকান্তের বাড়ি গিয়ে সিনেমার লভ্যাংশের চেক হস্তান্তর করেন। পাশাপাশি বিএমডাব্লিউ এক্স-৭ মডেলের বিলাসবহুল একটি গাড়ি রজনীকান্তকে উপহার দিয়েছেন কালানিথি।
সান পিকচার্সের অফিশিয়াল টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, রজনীকান্তকে নিয়ে গাড়িটির কাছে যান কালানিথি। এরপর গাড়ির চাবি রজনীকান্তের হাতে তুলে দেন।
‘জেলার’ সিনেমায় এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার অভিনেতার চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান।
২০০ কোটি রুপি বাজেটের ‘জেলার’ সিনেমা মুক্তির আগে আয় করেছে ১২০ কোটি রুপি (নন থিয়েট্রিকাল)।
প্রসঙ্গত, জেলার সিনেমায় রজনীকান্ত ছাড়া আরও অভিনয় করেছেন— জ্যাকি শ্রফ, মোহনলাল, শিবা রাজকুমার, বসন্ত রবি, তামান্না ভাটিয়া, সুনীল প্রমুখ।