অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে সিনেমাপ্রেমীদের। দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর স্টার সিনেপ্লক্সসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘দ্য নান টু’।
হলিউডে ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি বলে বিবেচনা করা হয় কনজুরিংকে। এখন পর্যন্ত আটটি সিনেমা মুক্তি পেয়েছে এই ফ্রাঞ্চাইজির। যার প্রায় সবগুলোই সাফল্য পেয়েছে বক্স অফিসে। এর মধ্যে অন্যতম সিনেমা হচ্ছে ‘দ্য নান’।
এটি ছিল কনজুরিং সিনেমাটিক ইউনিভার্সের পঞ্চম সিনেমা। ২০১৮ সালে মুক্তি পাওয়া আদিভৌতিক গল্পের এই সিনেমাটি ব্যাপক সাড়া পায় দর্শকদের। এরপর এই ফ্রাঞ্চাইজির আরও কয়েকটি সিনেমা মুক্তি পেলেও ‘দ্য নান’র সিক্যুয়েল দেখার জন্য গত পাঁচ বছর ধরে অপেক্ষা করছিলেন সিনেমাপ্রেমীরা।
‘দ্য নান টু’ কনজুরিং ফ্রাঞ্চাইজির নবম সিনেমা। জেমস ওয়ান ও গ্যারি ডোবারম্যানের গল্পে এটি নির্মাণ করেছেন মাইকেল শাভেজ।
সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, পাঁচ বছরের পরিকল্পনার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য নান টু’। সিনেমাটি বানাতে আমরা সবাই অনেক মেধা খরচ করেছি এবং শ্রম দিয়েছি। আমাদের কাছে মনে হয়েছে হরর সিনেমা দেখে শুধু মানুষ নয়, ভূতেরাও যেন ভয় পায়।
মূলত সেই চিন্তা থেকেই ‘দ্য নান টু’ নির্মাণ করা হয়েছে। আশা করি, বিগত দিনের সকল হরর সিনেমার ইতিহাস পেছনে ফেলে দেবে এটি।
প্রসঙ্গত, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও ‘দ্য নান টু’-তে অভিনয় করেছেন ডেমিয়েন বিচার, টেইসা ফার্মিগা, জোনাস বল্কুয়েট, বনি এরন্স, ইনগ্রিড বিসু, প্যাট্রিক উইলসন ভেরা ফার্মিগা, লিলি টেলর ও সান্দ্রা টেলেসসহ অনেকেই। তবে প্রথম সিনেমাটি নির্মাণ করেছিলেন পরিচালক করিন হার্ডি।
শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩
অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে সিনেমাপ্রেমীদের। দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর স্টার সিনেপ্লক্সসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘দ্য নান টু’।
হলিউডে ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি বলে বিবেচনা করা হয় কনজুরিংকে। এখন পর্যন্ত আটটি সিনেমা মুক্তি পেয়েছে এই ফ্রাঞ্চাইজির। যার প্রায় সবগুলোই সাফল্য পেয়েছে বক্স অফিসে। এর মধ্যে অন্যতম সিনেমা হচ্ছে ‘দ্য নান’।
এটি ছিল কনজুরিং সিনেমাটিক ইউনিভার্সের পঞ্চম সিনেমা। ২০১৮ সালে মুক্তি পাওয়া আদিভৌতিক গল্পের এই সিনেমাটি ব্যাপক সাড়া পায় দর্শকদের। এরপর এই ফ্রাঞ্চাইজির আরও কয়েকটি সিনেমা মুক্তি পেলেও ‘দ্য নান’র সিক্যুয়েল দেখার জন্য গত পাঁচ বছর ধরে অপেক্ষা করছিলেন সিনেমাপ্রেমীরা।
‘দ্য নান টু’ কনজুরিং ফ্রাঞ্চাইজির নবম সিনেমা। জেমস ওয়ান ও গ্যারি ডোবারম্যানের গল্পে এটি নির্মাণ করেছেন মাইকেল শাভেজ।
সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, পাঁচ বছরের পরিকল্পনার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য নান টু’। সিনেমাটি বানাতে আমরা সবাই অনেক মেধা খরচ করেছি এবং শ্রম দিয়েছি। আমাদের কাছে মনে হয়েছে হরর সিনেমা দেখে শুধু মানুষ নয়, ভূতেরাও যেন ভয় পায়।
মূলত সেই চিন্তা থেকেই ‘দ্য নান টু’ নির্মাণ করা হয়েছে। আশা করি, বিগত দিনের সকল হরর সিনেমার ইতিহাস পেছনে ফেলে দেবে এটি।
প্রসঙ্গত, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও ‘দ্য নান টু’-তে অভিনয় করেছেন ডেমিয়েন বিচার, টেইসা ফার্মিগা, জোনাস বল্কুয়েট, বনি এরন্স, ইনগ্রিড বিসু, প্যাট্রিক উইলসন ভেরা ফার্মিগা, লিলি টেলর ও সান্দ্রা টেলেসসহ অনেকেই। তবে প্রথম সিনেমাটি নির্মাণ করেছিলেন পরিচালক করিন হার্ডি।