মার্কিনের জনপ্রিয় র্যাপার কানইয়ে ওয়েস্ট। কিম কারদাশিয়ানের সঙ্গে ডিভোর্সের পর বিয়াঙ্কা সেনসরিকে বিয়ে করেছেন তিনি। তবে সেই বিয়ের কথা এখনও নিশ্চিত করেননি এই দম্পতি। গুঞ্জনেই সীমাবদ্ধ তাদের বিয়ের খবরটি। আলোচনায় আসার জন্য কত কিছুই না করেন তারকারা। এবার সেই পথে হাঁটলেন এই র্যাপ তারকা।
বেশ কিছু দিন ধরেই উদ্ভট সব পোশাকের কারণে খবরের শিরোনামে রয়েছেন কানইয়ে-বিয়াঙ্কা। আলোচনায় আসতে স্ত্রীকে উদ্ভট পোশাক পরিয়ে রাস্তায় নামিয়েছেন কানইয়ে। আর এতে রীতিমতো কটাক্ষের মুখে পড়েছেন এই র্যাপ তারকা ।
সম্প্রতি ফ্লোরিডার এক হোটেল থেকে বের হতে দেখা যায় কানইয়ে-বিয়াঙ্কাকে। সেখানে দেখা যায়, কানইয়ে নিজেকে আদ্যপান্ত মুড়ে রাখলেও বিয়াঙ্কার সঙ্গী শুধুই একটি বালিশ।
তবে কি নগ্ন হয়েই ফ্লোরিডার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি? এমন প্রশ্ন উঁকি মারছে খাচ্ছেন তার ভক্তদের মনে।
কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে বিয়াঙ্কা নগ্ন নন। গায়ের রঙের সঙ্গে ম্যাচিং করে একটি পোশাক পরেছেন তিনি। তবে হঠাৎ করে দেখলে যে কিউ চমকে যেতেই পারেন। কারণ, পোশাকটিতে বোঝাই যায় না শরীরে কোনো কাপড় পরা আছে। কিন্তু কেন এমন অদ্ভুত পোশাক পরা শুরু করেছেন তারা?
সূত্র অনুযায়ী, অনেকদিন ধরে কানইয়ের কোনো অ্যালবাম বের হচ্ছে না। সামনেই অ্যালবাম মুক্তির কথা রয়েছে এই তারকার। হয়তো আলোচনায় থাকতেই এমনটি করছেন কানইয়ে। আর সে কারণে স্ত্রীকেও বাধ্য করছেন ওইসব পোশাক পরতে। আর এতে নিজেদের পরিকল্পনায় সফলও হয়েছেন তারা।
রোববার, ১০ সেপ্টেম্বর ২০২৩
মার্কিনের জনপ্রিয় র্যাপার কানইয়ে ওয়েস্ট। কিম কারদাশিয়ানের সঙ্গে ডিভোর্সের পর বিয়াঙ্কা সেনসরিকে বিয়ে করেছেন তিনি। তবে সেই বিয়ের কথা এখনও নিশ্চিত করেননি এই দম্পতি। গুঞ্জনেই সীমাবদ্ধ তাদের বিয়ের খবরটি। আলোচনায় আসার জন্য কত কিছুই না করেন তারকারা। এবার সেই পথে হাঁটলেন এই র্যাপ তারকা।
বেশ কিছু দিন ধরেই উদ্ভট সব পোশাকের কারণে খবরের শিরোনামে রয়েছেন কানইয়ে-বিয়াঙ্কা। আলোচনায় আসতে স্ত্রীকে উদ্ভট পোশাক পরিয়ে রাস্তায় নামিয়েছেন কানইয়ে। আর এতে রীতিমতো কটাক্ষের মুখে পড়েছেন এই র্যাপ তারকা ।
সম্প্রতি ফ্লোরিডার এক হোটেল থেকে বের হতে দেখা যায় কানইয়ে-বিয়াঙ্কাকে। সেখানে দেখা যায়, কানইয়ে নিজেকে আদ্যপান্ত মুড়ে রাখলেও বিয়াঙ্কার সঙ্গী শুধুই একটি বালিশ।
তবে কি নগ্ন হয়েই ফ্লোরিডার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি? এমন প্রশ্ন উঁকি মারছে খাচ্ছেন তার ভক্তদের মনে।
কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে বিয়াঙ্কা নগ্ন নন। গায়ের রঙের সঙ্গে ম্যাচিং করে একটি পোশাক পরেছেন তিনি। তবে হঠাৎ করে দেখলে যে কিউ চমকে যেতেই পারেন। কারণ, পোশাকটিতে বোঝাই যায় না শরীরে কোনো কাপড় পরা আছে। কিন্তু কেন এমন অদ্ভুত পোশাক পরা শুরু করেছেন তারা?
সূত্র অনুযায়ী, অনেকদিন ধরে কানইয়ের কোনো অ্যালবাম বের হচ্ছে না। সামনেই অ্যালবাম মুক্তির কথা রয়েছে এই তারকার। হয়তো আলোচনায় থাকতেই এমনটি করছেন কানইয়ে। আর সে কারণে স্ত্রীকেও বাধ্য করছেন ওইসব পোশাক পরতে। আর এতে নিজেদের পরিকল্পনায় সফলও হয়েছেন তারা।