বাংলাদেশের সিনেমার গানের জনপ্রিয় গায়ক আগুন। বিশেষত বাংলাদেশের অমর নায়ক সালমান শাহ যতদিন বেঁচে ছিলেন তার অভিনীত বেশির ভাগ সিনেমাতেই সালমানের গানের ভয়েজ দিয়েছেন আগুন। সালমান শাহ অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাতে গান গেয়েই আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন। সিনেমার গানের বাইরে আধুনিক গানেও আগুন জনপ্রিয়। বিজ্ঞাপনের জিঙ্গেলেও তিনি অনেক ভয়েজ দিয়েছেন। কিন্তু এই সময়ে এসে নতুন মৌলিক গান প্রকাশে বেশ বিরতিতেই ছিলেন আগুন। বিরতি ভেঙে নতুন একটি মৌলিক গান নিয়ে হাজির হলেন সেই আগুন। গানের শিরোনাম ‘অনুনয়’। গানটি লিখেছেন জামাল হোসেন। সুর সংগীত করেছেন উজ্জ্বল সিনহা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি গতকাল বিকেলে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। আগুন বলেন, ‘গানটির শিরোনামটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গানের পুরো গীতিকবিতাই আসলে চমৎকার। সুরটাও খুব ভালো করেছে উজ্জ্বল। যে কারণে গানটি গাইতেও আমার ভালো লেগেছে। অনেকদিন পর মনেরমতো একটি গান করেছি। যে কারণে গানটি নিয়ে আমার নিজের মাঝেই আশা জেগেছে। শ্রোতা দর্শকের ভালো লাগবে গানটি।’ এদিকে কিছুদিন আগে দেশের বাইরে টানা কিছু স্টেজ শো শেষ করেছেন আগুন।
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশের সিনেমার গানের জনপ্রিয় গায়ক আগুন। বিশেষত বাংলাদেশের অমর নায়ক সালমান শাহ যতদিন বেঁচে ছিলেন তার অভিনীত বেশির ভাগ সিনেমাতেই সালমানের গানের ভয়েজ দিয়েছেন আগুন। সালমান শাহ অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাতে গান গেয়েই আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন। সিনেমার গানের বাইরে আধুনিক গানেও আগুন জনপ্রিয়। বিজ্ঞাপনের জিঙ্গেলেও তিনি অনেক ভয়েজ দিয়েছেন। কিন্তু এই সময়ে এসে নতুন মৌলিক গান প্রকাশে বেশ বিরতিতেই ছিলেন আগুন। বিরতি ভেঙে নতুন একটি মৌলিক গান নিয়ে হাজির হলেন সেই আগুন। গানের শিরোনাম ‘অনুনয়’। গানটি লিখেছেন জামাল হোসেন। সুর সংগীত করেছেন উজ্জ্বল সিনহা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি গতকাল বিকেলে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। আগুন বলেন, ‘গানটির শিরোনামটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গানের পুরো গীতিকবিতাই আসলে চমৎকার। সুরটাও খুব ভালো করেছে উজ্জ্বল। যে কারণে গানটি গাইতেও আমার ভালো লেগেছে। অনেকদিন পর মনেরমতো একটি গান করেছি। যে কারণে গানটি নিয়ে আমার নিজের মাঝেই আশা জেগেছে। শ্রোতা দর্শকের ভালো লাগবে গানটি।’ এদিকে কিছুদিন আগে দেশের বাইরে টানা কিছু স্টেজ শো শেষ করেছেন আগুন।