দেশের টিভি নাটকের জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। কাজ করেছেন সিনেমা ও ওটিটি কনটেন্টেও। এবার দেশের সীমানা ছাড়িয়ে নাম লেখালেন টলিউডে। কলকাতার একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। যেটার নাম ‘চালচিত্র’। নির্মাণ করছেন প্রতিম ডি গুপ্ত।
ছবিটি প্রযোজনা করছে টলিউডের প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনস। তাদের সোশ্যাল পেজ থেকে বুধবার (২৭ সেপ্টেম্বর) অপূর্বর নাম-ছবিসহ ঘোষণা দেয়া হয়েছে।
এই ছবিতে অপূর্বের সঙ্গে থাকছেন রাইমা সেন, টোটা রায়চৌধুরী, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় শিল্পীরা। তবে অপূর্বর বিপরীতে ঠিক কোন অভিনেত্রীকে দেখা যাবে, তা জানা যায়নি।
কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেল, বর্তমানে অপূর্ব অবস্থান করছেন সিটি অব জয়ে। অংশ নিচ্ছেন ছবিটির শুটিংয়ে। এর ফাঁকে ছবিটি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে অপূর্ব বলেছেন, ‘গল্পটি তার পছন্দ হয়েছে বলেই কাজটি করছেন। সেই সঙ্গে নির্মাতা-প্রযোজক ও কুশলী মিলিয়ে টিমওয়ার্কও তার মনে ধরেছে।’
থ্রিলার গল্পে নির্মিত হচ্ছে এ ‘চালচিত্র’। প্রসঙ্গত, অপূর্বর সর্বশেষ আলোচিত কাজ ‘বুকের মধ্যে আগুন’। তানিম রহমান অংশু পরিচালিত এই ওয়েব সিরিজ গত মার্চে মুক্তি পেয়েছিল ভারতীয় প্ল্যাটফর্ম হইচইতে।
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
দেশের টিভি নাটকের জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। কাজ করেছেন সিনেমা ও ওটিটি কনটেন্টেও। এবার দেশের সীমানা ছাড়িয়ে নাম লেখালেন টলিউডে। কলকাতার একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। যেটার নাম ‘চালচিত্র’। নির্মাণ করছেন প্রতিম ডি গুপ্ত।
ছবিটি প্রযোজনা করছে টলিউডের প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনস। তাদের সোশ্যাল পেজ থেকে বুধবার (২৭ সেপ্টেম্বর) অপূর্বর নাম-ছবিসহ ঘোষণা দেয়া হয়েছে।
এই ছবিতে অপূর্বের সঙ্গে থাকছেন রাইমা সেন, টোটা রায়চৌধুরী, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় শিল্পীরা। তবে অপূর্বর বিপরীতে ঠিক কোন অভিনেত্রীকে দেখা যাবে, তা জানা যায়নি।
কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেল, বর্তমানে অপূর্ব অবস্থান করছেন সিটি অব জয়ে। অংশ নিচ্ছেন ছবিটির শুটিংয়ে। এর ফাঁকে ছবিটি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে অপূর্ব বলেছেন, ‘গল্পটি তার পছন্দ হয়েছে বলেই কাজটি করছেন। সেই সঙ্গে নির্মাতা-প্রযোজক ও কুশলী মিলিয়ে টিমওয়ার্কও তার মনে ধরেছে।’
থ্রিলার গল্পে নির্মিত হচ্ছে এ ‘চালচিত্র’। প্রসঙ্গত, অপূর্বর সর্বশেষ আলোচিত কাজ ‘বুকের মধ্যে আগুন’। তানিম রহমান অংশু পরিচালিত এই ওয়েব সিরিজ গত মার্চে মুক্তি পেয়েছিল ভারতীয় প্ল্যাটফর্ম হইচইতে।